Connect with us

গান বাজনা

নেতাজি ইনডোর স্টেডিয়ামে গাইবেন জেমস

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ফারুক মাহফুজ আনাম জেমস (ছবি: ফেসবুক)

চার বছর পর আবার কলকাতায় গানের জন্য যাচ্ছেন বাংলাদেশের রকতারকা জেমস। পশ্চিমবঙ্গের এই শহরের নেতাজি ইনডোর স্টেডিয়ামে সংগীত পরিবেশন করবেন তিনি। আগামী ৩ মার্চ বিকেলে শুরু হবে কনসার্ট। তার ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর সিনেমাওয়ালা নিউজকে এসব তথ্য জানান।

ফোরাম ফর দুর্গোৎসবের আয়োজনে ‘পুজোওয়ালাদের গান পুজোয়’ শীর্ষক অনুষ্ঠানটির মাধ্যমে দুই বাংলার মেলবন্ধন ঘটবে। কনসার্টে নগরবাউল ছাড়াও থাকছে কলকাতার ফসিলস ব্যান্ডের পরিবেশনা। জেমসের অন্যতম ভক্ত ফসিলসের প্রধান রূপম ইসলাম।

ফারুক মাহফুজ আনাম জেমস (ছবি: ফেসবুক)

১৯৭৫ সালে উদ্বোধন হওয়া নেতাজি ইনডোর স্টেডিয়াম সংস্কার করা হয় ২০০৪ সালে। এখন এতে দর্শক ধারণক্ষমতা ১২ হাজার।

জেমস দেশের বাইরে সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে কনসার্ট করেছেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ