Connect with us

বিশ্বসংগীত

পদ্মশ্রী পেলেন অরিজিৎ সিং

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অরিজিৎ সিং (ছবি: এক্স)

ভারত সরকারের পদ্মসম্মানে ভূষিত হলেন গায়ক অরিজিৎ সিং। দেশটির চতুর্থ বেসামরিক সম্মান পদ্মশ্রী পাচ্ছেন তিনি। আগামী মার্চ কিংবা এপ্রিলে তার হাতে এই পুরস্কার তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি দৌপদি মারমা। 

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ। ২০০৫ সালে সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ফেম গুরুকুল’-এ অংশ নিয়ে পরিচিতি পান তিনি। তখন তার বয়স ১৮ বছর। চ্যাম্পিয়ন হতে না পারলেও দারুণ গায়কীর সুবাদে সবার মন জয় করে নেন তিনি। বলিউডে তার গাওয়া অনেক গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

অরিজিৎ সিং (ছবি: এক্স)

গতকাল (২৭ জানুয়ারি) ভারতের প্রজাতন্ত্র দিবসে ৭ জন পদ্মবিভূষণ, ১৯ জন পদ্মভূষণ ও ১১৩ জন পদ্মশ্রী প্রাপ্ত ব্যক্তির নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিল্প-সাহিত্য, খেলা, চিকিৎসা, কৃষি, বিজ্ঞান ও প্রকৌশল, স্বাস্থ্য, শিক্ষা, সমাজকর্মসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের পদ্মসম্মান দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জন বাঙালি। অরিজিতের পাশাপাশি পদ্মশ্রী পাচ্ছেন নৃত্যশিল্পী-অভিনেত্রী মমতা শঙ্কর ও সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার।

গ্র্যামি জয়ী সংগীত পরিচালক রিকি কেজ, গায়ক জসপিন্দর নারুলা, শাস্ত্রীয় সংগীতশিল্পী অশ্বিনী ভিড়ে দেশপান্ডে ও অভিনেতা-কমেডিয়ান অশোক লক্ষ্মণ শরফ পদ্মশ্রী সম্মানে ভূষিত হবেন। কত্থক নৃত্যশিল্পী কুমুদিনী লাখিয়া, বেহালাবাদক লক্ষ্মীনারায়ণ সুব্রমনিয়াম, প্রয়াত লোকজ ও শাস্ত্রীয় সংগীতশিল্পী শারদা সিনহা মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন। এছাড়া ফিল্মমেকার শেখর কাপুর, তামিল অভিনেতা অজিত কুমার, তেলুগু অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ, কান্নাডা অভিনেতা অনন্ত নাগ, অভিনেতা যতিন গোস্বামী ও অভিনেত্রী শোবানা চন্দ্রকুমারকে দেওয়া হচ্ছে পদ্মভূষণ। প্রয়াত গজল গায়ক পঙ্কজ উদাস মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ