ওয়ার্ল্ড সিনেমা
‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা
বিরাট ঘোষণা! বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর মুক্তির তারিখ প্রকাশিত হলো। ২০২৪ সালের ১৫ আগস্ট ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে কয়েকটি ভাষায় বড় পর্দায় মুক্তি পাবে এটি।
‘পুষ্পা: দ্য রুল’ মুক্তির তারিখ সংবলিত এর একটি অফিসিয়াল পোস্টার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গতকাল (১১ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান মিত্রি মুভি মেকারসের টুইটার অ্যাকাউন্টে এটি শেয়ার করা হয়।
জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবস এবং রক্ষাবন্ধনের ছুটির কথা বিবেচনা করেই মুক্তির তারিখ নিশ্চিত করা হয়েছে। এতে বক্স অফিসে বড়সড় সাফল্য পাওয়ার সুযোগ থাকবে বলে আশা করা হচ্ছে।
২০২১ সালে ভারতীয় বক্স অফিসে রাজত্ব করা তেলুগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিক্যুয়েলের মুক্তির তারিখ জানতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন দর্শকেরা। সিনেমাটি নিয়ে সবারই প্রত্যাশা ব্যাপক। ‘পুষ্পা: দ্য রাইজ’ অভূতপূর্ব সাফল্য পাওয়ায় বাণিজ্য বিশ্লেষকদের ভবিষ্যদ্বাণী, ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমা নতুন ইতিহাস গড়বে।
কিছুদিন আগে ঘোষিত ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘পুষ্পা: দ্য রাইজ – পার্ট ওয়ান’ সিনেমায় পুষ্পারাজ চরিত্রে দুর্দান্ত নৈপুণ্যের জন্য সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। আবার পুষ্পারাজের সাজে পর্দায় হাজির হবেন ৪১ বছর বয়সী এই তারকা। সিনেমাটির মনমাতানো গানের জন্য সেরা সংগীত পরিচালক শাখায় পুরস্কার পেয়েছেন দেবী শ্রী প্রসাদ।
সুকুমারের পরিচালনায় ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় পুষ্পারাজের স্ত্রীর ভূমিকায় ফিরছেন রাশমিকা মান্দানা। এছাড়া থাকছেন ফাহাদ ফাসিল।
এদিকে ২০২৪ সালের ১৫ আগস্ট বলিউডের ‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। রোহিত শেঠির পরিচালনায় এতে তৃতীয়বারের মতো বাজিরাও সিংঘাম চরিত্রে ফিরছেন অজয় দেবগণ। তার বোনের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস