ওটিটি
মুক্তিযুদ্ধে যশোরের অবিস্মরণীয় ঘটনা নিয়ে বলিউডের নতুন সিনেমা অ্যামাজন প্রাইমে
১৯৭১ সালের ২১ নভেম্বর যশোরের চৌগাছা উপজেলার গরিবপুরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে যোগ দেয় ভারতীয় মিত্রবাহিনী। রণাঙ্গনের সেই লড়াই এটি ‘ব্যাটল অব গরিবপুর’ নামে পরিচিত। এতে ভারতীয় সেনাদের বীরত্ব ও আত্মত্যাগের সত্যি ঘটনা নিয়ে বলিউডে সাজানো হয়েছে ‘পিপ্পা’। আজ (১০ নভেম্বর) অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে অ্যাকশন থ্রিলার ধাঁচের এই সিনেমা।
১৯৭১ সালের ২০ নভেম্বর রাতে ভারতীয় মিত্রবাহিনীর ৪৫ ক্যাভালরির স্কোয়াড্রন ও ১৪ পাঞ্জাব রেজিমেন্ট সেনারা কাবাডাক নদী পেরিয়ে গরিবপুরের সীমানায় ঢুকে পড়ে। ২১ নভেম্বর কুয়াশাচ্ছন্ন ভোরে যুদ্ধের শুরুতে পাকিস্তানিদের আক্রমণে প্রাণ হারান ৪৫ ক্যাভালরি স্কোয়াড্রনের কমান্ডার মেজর দলজিৎ সিং নারাং। তখন যুদ্ধ পরিচালনার ভার এসে পড়ে ৪৫ ক্যাভালরির স্কোয়াড্রনের সেকেন্ড-ইন-কমান্ড বলরাম সিং মেহতার কাঁধে। তারই লেখা ‘দ্য বার্নিং শ্যাফিস’ গ্রন্থ অবলম্বনে সাজানো হয়েছে ‘পিপ্পা’র চিত্রনাট্য।
গরিবপুরের যুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর বহরে ছিলো উভচর ট্যাংক পিটি-৭৬। এগুলোকে ভারতীয় সেনারা ‘পিপ্পা’ নামে ডাকতেন। গরিবপুরের যুদ্ধে পাকিস্তানি বাহিনীর ১৪টি এম-২৪ লাইট মার্কিন শ্যাফে ট্যাংক ও ২টি স্যাবর এফ৮৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। অন্যদিকে ভারতীয় মিত্রবাহিনীর ৫টি পিটি-৭৬ ট্যাংক বিধ্বস্ত হয়। রণাঙ্গনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর মোট ১৯ জন শহীদ হন এবং ৩৩ জন আহত হন। পাকিস্তানি বাহিনীর শতাধিক সেনা হতাহত হয়।
‘পিপ্পা’য় ক্যাপ্টেন বলরাম সিং মেহতা চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা ইশান খাট্টার। করণ জোহরের ‘ধাড়াক’ (২০১৭) সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। এর আগে ইরানের মাজিদ মাজিদির পরিচালনায় ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এ দেখা গেছে তাকে। ২৮ বছর বয়সী এই তারকা অভিনেতা শহিদ কাপুরের সৎ ভাই।
বলরাম সিং মেহতার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর। মেয়েটি পেশায় সাংবাদিক। এছাড়া দেখা যাবে প্রিয়াংশু পেনিয়ুলি এবং সোনি রাজদানকে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী এ. আর. রাহমান। ‘পিপ্পা’ যৌথভাবে প্রযোজনা করেছেন রনি স্ক্রুভালা (আরএসভিপি) ও সিদ্ধার্থ রয় কাপুর (রয় কাপুর ফিল্মস)।
‘পিপ্পা’ পরিচালনা করেছেন রাজা কৃষ্ণা মেনন। তন্ময় মোহন ও রবিন্দর রানধাওয়ার সঙ্গে মিলে চিত্রনাট্য লিখেছেন তিনিই। এর আগে অক্ষয় কুমারের ‘এয়ারলিফট’ (২০১৬) ও সাইফ আলি খানের ‘শেফ’ (২০১৭) পরিচালনা করে প্রশংসা জুটেছে তার।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস