Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

মেহজাবীনের ‘সাবা’ নিয়ে শুরু হচ্ছে ৪৯তম টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ভেন্যু (ছবি: টিআইএফএফ)

টরন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ৪৯তম আসরের পর্দা উঠছে। শতাধিক সিনেমা ও টিভি সিরিজ এবং লালগালিচায় তারকাদের জৌলুস থাকছে এবারের আসরে। কানাডার টরন্টোর এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্টে কিং স্ট্রিটস ও রিচমন্ড স্ট্রিটসের চারপাশে ১১ দিন ধরে হবে এই উৎসব।

ডিসকভারি প্রোগ্রামে বাংলাদেশ
বিভিন্ন দেশের নবাগত ও উদীয়মান পরিচালকদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র জায়গা পেয়ে থাকে ডিসকভারি প্রোগ্রামে। বাংলাদেশের মাকসুদ হোসেন পরিচালিত প্রথম সিনেমা ‘সাবা’ নির্বাচিত হয়েছে এবারের আসরে। এটি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা। উৎসবে অংশ নিচ্ছেন তারা।

‘সাবা’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী (ছবি: ফিউশন পিকচার্স)

‘সাবা’য় নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে। শুধু অভিনয় নয়, সিনেমাটি সহ-প্রযোজনা করেছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।

‘সাবা’ সিনেমার শুটিংয়ে মেহজাবীন চৌধুরী ও মাকসুদ হোসেন (ছবি: ফিউশন পিকচার্স)

ডিসকভারি প্রোগ্রামের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান নারী দুর্গা চু-বোস পরিচালিত ‘বোজোঁ ত্রিস্তেস’। ফরাসি নাট্যকার-সাহিত্যিক ফ্রাঁসোয়া সেগোঁর উপন্যাস অবলম্বনে এতে অভিনয় করেছেন ক্লোয়ি সেভেনিয়ে। এবারের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে ‘সাবা’সহ ২৪টি সিনেমা। এরমধ্যে ২০টির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

উদ্বোধনী ও সমাপনী সিনেমা
কানাডার টরন্টোতে ৫ সেপ্টেম্বর উদ্বোধনী সিনেমা হিসেবে আমেরিকার ডেভিড গর্ডন গ্রিন পরিচালিত ‘নাটক্র্যাকার্স’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বেন স্টিলার। গল্পে তিনি শিকাগোর একজন রিয়েল এস্টেট ডেভেলপার। অনিচ্ছা সত্ত্বেও একপর্যায়ে এতিম ভাগ্নেদের দায়িত্ব নিতে বাধ্য হন এই ব্যবসায়ী।

আগামী ১৫ সেপ্টেম্বর উৎসবের সমাপনী আয়োজনে থাকছে অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন পরিচালিত প্রথম সিনেমা ‘দ্য ডেব’। অস্ট্রেলিয়ার একটি শহরে বসবাসরত কয়েকজন কাজিনের গল্প নিয়ে সাজানো হয়েছে এই সংগীতনির্ভর কমেডি।

উৎসবের আকর্ষণ
টিআইএফএফ-এর সিইও ক্যামেরন বেইলি এমন কিছু সিনেমার তালিকা করেছেন যেগুলো না দেখলেই নয়! এ তালিকায় অন্যতম ওয়াশিংটন পরিবারের সম্মিলিত প্রচেষ্টা ‘দ্য পিয়ানো লেসন’। এটি প্রযোজনা করেছেন ডেনজেল ওয়াশিংটন। তার ছেলে ম্যালকম ওয়াশিংটন এই সিনেমার পরিচালক। আর এতে অভিনয় করেছেন ডেনজেলের আরেক ছেলে জন ডেভিড ওয়াশিংটন।

এছাড়া অ্যামি অ্যাডামস অভিনীত ‘নাইটবিচ’ এবং আমেরিকান-দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী এমবেথ ডেভিডজ “ডোন্ট লেট’স গো টু দ্য ডগস টুনাইট’ সিনেমা দুটির দিকে নজর থাকবে বলে আশা করা হচ্ছে। এরমধ্যে “ডোন্ট লেট’স গো টু দ্য ডগস টুনাইট’-এর প্রেক্ষাপট সাবেক আফ্রিকান উপনিবেশ রোডেশিয়া। এটি একসময় শাসন করতো শ্বেতাঙ্গ সংখ্যালঘুরা। পরবর্তী সময়ে এটি কৃষ্ণাঙ্গ শাসিত জিম্বাবুয়েতে পরিণত হয়।

তারকা অতিথি
এবারের আসরের লালগালিচা মাতাবেন সেলেনা গোমেজ, সালমা হায়েক, সিডনি সুইনি, এলটন জন, রবি উইলিয়ামস, ব্রুস স্প্রিংস্টিন, উইল ফেরেল। টিআইএফএফ ট্রিবিউট অ্যাওয়ার্ডে ভূষিত হবেন অ্যাঞ্জেলিনা জোলি। ইম্প্যাক্ট মিডিয়ায় জোলির পাশাপাশি সম্মাননা পাবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট, আমেরিকান অভিনেত্রী অ্যামি অ্যাডামস, কানাডিয়ান পরিচালক ডেভিড ক্রোনেনবার্গ, চীনা অভিনেত্রী জাও তাও, ব্রিটিশ পরিচালক মাইক লেই, বাঙালি বংশোদ্ভুত কানাডিয়ান পরিচালক দুর্গা চু-বোস, আমেরিকান অভিনেতা জারেল জেরোম, ফরাসি সুরস্রষ্টা ক্লেমোঁ দ্যুকল ও ফরাসি গায়িকা ক্যামিল দালমে। অর্থতহবিল সংগ্রহের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কানাডিয়ান-আমেরিকান অভিনেত্রী সান্ড্রা ও।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ