Connect with us

শুভেচ্ছা

রাজ-পরীর রাজ্যের মাসপূর্তিতে কেক

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

পরীমণি

শরিফুল রাজের কোলে শাহীম মুহাম্মদ রাজ্য, পাশে পরীমণি (ছবি: ফেসবুক)

তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণির পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের একমাস পূর্ণ হলো। এ উপলক্ষে কেক কেটেছেন তারা। কেকে লেখা ছিল, ‘পরী তোমাকে ভালোবাসি। এক মাস দারুণ সুখে কেটেছে শাহীম।’

পরীমণি

পরীমণির কোলে শাহীম মুহাম্মদ রাজ্য (ছবি: ফেসবুক)

রবিবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় পরীমণি আনন্দ নিয়ে লিখেছেন, ‘আমাদের ছেলের এক মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ।’

একইসঙ্গে ছেলেকে পরী বলেন, ‘শুভ এক মাস বাজান।’ পাশাপাশি রাজকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

পরীমণি

শরিফুল রাজের কোলে শাহীম মুহাম্মদ রাজ্য, পাশে পরীমণি (ছবি: ফেসবুক)

গত ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে রাজ-পরীর ছেলের জন্ম হয়। পরদিন ছেলের ছবি ও পুরো নাম প্রকাশ করেন পরীমণি।

শরিফুল রাজ ও পরীমণি

শরিফুল রাজ ও পরীমণি (ছবি: ফেসবুক)

গত বছর গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ ও পরীমণির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, নতুন অতিথি আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ