ওটিটি
রায়হান রাফীর ‘আমলনামা’য় ফিরছেন জাহিদ হাসান

‘আমলনামা’ ওয়েব ফিল্মে তমা মির্জা, জাহিদ হাসান ও সারিকা সাবরিন (ছবি: চরকি)
অভিনেতা জাহিদ হাসান অনেকদিন পর ওটিটিতে ফিরছেন। রায়হান রাফীর পরিচালনায় নতুন ওয়েব ফিল্ম ‘আমলনামা’য় দেখা যাবে তাকে। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন তারা। এতে প্রধান দুটি নারী চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা ও সারিকা সাবরিন।
একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘আমলনামা’। চরকি’তে চলতি মাসের মাঝামাঝি মুক্তি পেতে পারে এটি। ইতোমধ্যে এর দুটি পোস্টার ও পূর্বাভাস টিজার প্রকাশ্যে এনেছে ওটিটি প্ল্যাটফর্মটি। ২৯ সেকেন্ডের পূর্বাভাস টিজারের শুরুতে নেপথ্য কথাবার্তা থেকে বোঝা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনাকে কেন্দ্র করে গল্পের সূত্রপাত। গভীর রাতে এক ব্যক্তিকে তুলে নিয়ে যেতে ঘরে ঢোকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর বিভিন্ন দৃশ্যে কয়েক ঝলকে রহস্য ঘণীভূত হয়।

‘আমলনামা’ ওয়েব ফিল্মের পোস্টার (ছবি: চরকি)
চরকির শেয়ার করা ‘আমলনামা’র প্রথম পোস্টারে দেখা গেছে একটি ছবির ফ্রেমে গুলির আঘাত ও রক্তের দাগে কাঁচ ভেঙে যাওয়ায় একজন লোকের মুখ অস্পষ্ট। তার পাশে আছে তমা মির্জা, দুটি মেয়ে ও জাহিদ হাসানের মুখ।

‘আমলনামা’ ওয়েব ফিল্মের পোস্টার (ছবি: চরকি)
দ্বিতীয় পোস্টার শেয়ার করেছেন রায়হান রাফী। এতে দেখা গেছে বিয়ের আসরে টুপি পরা অবস্থায় কবি কামরুজ্জামান কামু ও লাল বেনারসি শাড়িতে তমা মির্জা। কামুর মুখ লাল রঙে গোল করে চিহ্ন দেওয়া। পাশে লেখা ‘টার্গেট’। সেই সঙ্গে একটি পিস্তল ও চারটি বুলেট।

‘আমলনামা’ ওয়েব ফিল্মে জাহিদ হাসান (ছবি: চরকি)
পোস্টার দুটি শেয়ার দিয়ে চরকি’র ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি… যে অবিচার আমরা চোখ বুজে সহ্য করে এসেছি!’

রায়হান রাফী (ছবি: ফেসবুক)
দ্বিতীয় পোস্টারে সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ রয়েছে। ‘আমলনামা’য় আরো অভিনয় করেছেন কবি কামরুজ্জামান কামু, গাজী রাকায়েত, এ কে আজাদ সেতু, হাসনাত রিপন। গত বছরের অক্টোবরে ঢাকা ও ঢাকার বাইরে কয়েকটি জায়গায় এর শুটিং হয়েছে।
রায়হান রাফীর আগের ওয়েব ফিল্মগুলো হলো– ‘ফ্রাইডে’ (বিঞ্জ), ‘নিঃশ্বাস’ (চরকি), ‘৭ নম্বর ফ্লোর’ (চরকি), ‘টান’ (চরকি), ‘খাঁচার ভেতর অচিন পাখি’ (চরকি), ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’ (আই থিয়েটার), ‘জানোয়ার’ (আই থিয়েটার)।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস