Connect with us

সিনেমা হল

‘রিকশা গার্ল’ চলছে ১১টি সিনেমাহলে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘রিকশা গার্ল’ সিনেমায় নভেরা রহমান (ছবি: হাফ স্টপ ডাউন)

বড় পর্দায় মুক্তি পেলো অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’। গতকাল (২৪ জানুয়ারি) থেকে দেশের ১১টি সিনেমাহলে দর্শকরা উপভোগ করছেন এটি। প্রথম শো থেকেই সাধারণ দর্শকদের আগ্রহ ইতিবাচক। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে দেখেছেন এই সিনেমা।

ঢাকাসহ দেশের ১১টি সিনেমাহলে চলছে ‘রিকশা গার্ল’। ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার শাখা, লায়ন সিনেমাস ও শ্যামলী সিনেমাহলে দেখা যাচ্ছে এটি। ঢাকার বাইরে চট্টগ্রামে বালি আর্কেডে স্টার সিনেপ্লেক্স, সিলেটে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, বগুড়ায় মম ইন, পাবনায় রূপকথা সিনেমা ও রাজশাহীতে গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে চালানো হচ্ছে ‘রিকশা গার্ল’।

সিনেমাটির নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান জানান, রিকশা শ্রমিকদের বিনামূল্যে সিনেমাটি দেখানোর ব্যবস্থা করা হবে।

‘রিকশা গার্ল’ সিনেমার দৃশ্যে নরেশ ভূঁইয়া ও নভেরা রহমান (ছবি: সংগৃহীত)

আমেরিকা ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’-এর গল্প শিল্পমনা মেয়ে নাঈমাকে ঘিরে। ছবি আঁকতে ভালো লাগে তার। কিন্তু দরিদ্র পরিবারে একমাত্র উপার্জনক্ষম বাবা অসুস্থ হওয়ার কারণে প্রতিকূলতার সম্মুখীন হয় সে। ছবি এঁকে তো আর জীবিকা নির্বাহ করা যায় না, তাই নিরুপায় মেয়েটি রিকশা চালায় রাস্তায়।

নাঈমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। এছাড়া আছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র, নাসির উদ্দিন খান, অশোক বেপারী, জাহাঙ্গীর আলমসহ অনেকে। অতিথি চরিত্রে দেখা যাবে অভিনেতা সিয়াম আহমেদকে।

‘রিকশা গার্ল’ সিনেমায় নভেরা রহমান ও নাসির উদ্দিন খান (ছবি: হাফ স্টপ ডাউন)

যুক্তরাষ্ট্রের কথাসাহিত্যিক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ। প্রযোজনায় ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল, এমএইচএম শিহাব আহমেদ সিরাজী। নির্বাহী প্রযোজনায় এরিক জে. অ্যাডামস।

‘আয়নাবাজি’র পর ‘রিকশা গার্ল’ অমিতাভ রেজা পরিচালিত দ্বিতীয় সিনেমা। এটি ২০২০ সালে দেশে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায়। অবশেষে বড় পর্দায় এলো এই সিনেমা।

‘রিকশা গার্ল’ সিনেমায় নভেরা রহমান (ছবি: হাফ স্টপ ডাউন)

বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশা চিত্রকরদের প্রতি সম্মানের নিদর্শন হিসেবে সিনেমায় রয়েছে একটি গান। এর শিরোনাম ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’। এর ভিডিওতে গায়ক সুমেল চৌধুরীকে দেখা গেছে। ঢাকায় রিকশা তৈরির খণ্ড খণ্ড চিত্র ও শহরের পথে পথে রিকশাচালকদের যাত্রীসেবা দেওয়ার দৃশ্য নিয়ে সাজানো হয়েছে মিউজিক ভিডিওটি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শারমিন সুলতানা সুমী। তার সঙ্গে মিলে এটি লিখেছেন গাওসুল আলম শাওন। এছাড়া ‘জায়গা খুঁজে মরি’ শিরোনামে সিনেমার আরেকটি গান প্রকাশিত হয়েছে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।

‘রিকশা গার্ল’ সিনেমার দৃশ্যে নভেরা রহমান (ছবি: সংগৃহীত)

৩৯তম শিকাগো ইন্টারন্যাশনাল চিলড্রেনস ফিল্ম ফেস্টিভ্যালে ‘বেস্ট অব ফেস্ট’ পুরস্কার পেয়েছে ‘রিকশা গার্ল’। ২০২১ সালে জার্মানির শ্লিঙ্গেল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে জুনিয়র ফিল্ম শাখায় এসএলএম টপ অ্যাওয়ার্ড জিতেছে এটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ