Connect with us

ঢালিউড

শাকিবের ‘তাণ্ডব’ চুক্তি, ঈদুল আজহায় মুক্তি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাহরিয়ার শাকিল, শাকিব খান ও রায়হান রাফী (ছবি: আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড)

‘তুফান’ সিনেমার মাধ্যমে দেশ-বিদেশের বক্স অফিসে ইতিহাস রচনার পর আবার জোট বাঁধলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, পরিচালক রায়হান রাফী ও প্রযোজক শাহরিয়ার শাকিল। এবার সিনেমাহলে ‘তাণ্ডব’ চালাবেন তারা। আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড ও ভারতের এসভিএফের যৌথ প্রযোজনায় তৈরি হবে এটি।

গতকাল (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অ্যাকশন-নির্ভর নতুন সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। এরপর শাহরিয়ার শাকিলের পক্ষ থেকে আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড জানিয়েছে, আগামী মাসে অর্থাৎ মার্চের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে তাদের। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ঈদুল আজহায়।

(বাঁ থেকে) শাকিব খান, রায়হান রাফী ও শাহরিয়ার শাকিল (ছবি: চরকি)

চুক্তি সইয়ের মুহূর্তে তোলা একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শাকিব লিখেছেন, “এবারের ঈদুল আজহায় ‘তাণ্ডব’ দেখতে তৈরি থাকুন।”

শাহরিয়ার শাকিলের প্রযোজনায় এর আগে ‘তুফান’ ও ‘সুড়ঙ্গ’ পরিচালনা করেছেন রায়হান রাফী। ‘তাণ্ডব’-এর মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ হবে তাদের।

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

চলতি মাসেই জানা যাবে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিবের নায়িকা কে থাকছেন। গল্পটি লিখেছেন রায়হান রাফী। তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন আদনান আদিব খান। ‘তুফান’ সিনেমার চিত্রনাট্যকার ছিলেন তিনিই।

সিনেমাওয়ালা প্রচ্ছদ