Connect with us

টালিউড

সায়ন্তিকার সঙ্গে কক্সবাজারে জায়েদ খান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

জায়েদ খান ও সায়ন্তিকা ব্যানার্জি (ছবি: ফেসবুক)

কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন চিত্রনায়ক জায়েদ খান। তাদের দেখা যাবে ‘ছায়াবাজ’ সিনেমায়। এটি পরিচালনা করছেন তাজু কামরুল।

গতকাল (৩০ আগস্ট) সকালে ঢাকায় এসে পৌঁছান সায়ন্তিকা। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করেন জায়েদ। এটাই ছিলো তাদের প্রথম দেখা! এরপর তারা উড়াল দিয়েছেন কক্সবাজারে। সেখানেই শুরু হয়েছে শুটিং।

ঢাকায় এসে জায়েদ খানের তোলা একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সায়ন্তিকা। এর সঙ্গে ফিল্মের ক্ল্যাপস্টিক এবং দুইবার বাংলাদেশ হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন তিনি।

পারিবারিক আবেগকে কেন্দ্র করে দুই ভাইয়ের গল্প থাকছে ‘ছায়াবাজ’ সিনেমায়। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর। এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। কক্সবাজারেই ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং চলবে।

সায়ন্তিকা ব্যানার্জি (ছবি: ইনস্টাগ্রাম)

বাংলাদেশের নায়কের বিপরীতে দ্বিতীয়বারের মতো কাজ করছেন সায়ন্তিকা। এর আগে যৌথ প্রযোজনায় নির্মিত রাজিব কুমার বিশ্বাসের ‘নাকাব’ (২০১৮) সিনেমায় শাকিব খানের নায়িকা ছিলেন তিনি।

প্রসেনজিতের ‘হ্যাংওভার’ (২০১০), ‘পাপী’ (২০১১), জিতের ‘আওয়ারা’ (২০১২), ‘পাওয়ার’ (২০১৬), ‘অভিমান’ (২০১৬), দেবের ‘বিন্দাস’ (২০১৪), ‘হিরোগিরি’ (২০১৫), ‘কেলোর কীর্তি’ (২০১৬) “ শুটার” সিনেমায় অভিনয় করেছেন সায়ন্তিকা।

এদিকে ‘বাহাদুরি’ এবং ‘সোনার চর’ নামে দুটি সিনেমার কাজ শেষ করেছেন জায়েদ খান। এগুলো শিগগিরই মুক্তি পাবে বলে আশা তার।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ