Connect with us

শুভেচ্ছা

সারিকার বিবাহোত্তর সংবর্ধনা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সারিকা সাবরিন

স্বামীর সঙ্গে সারিকা সাবরিন (ছবি: ফেসবুক)

দাম্পত্য জীবন শুরুর প্রায় সাত মাস পর বিবাহোত্তর সংবর্ধনা হলো অভিনেত্রী-মডেল সারিকা সাবরিনের। অনুষ্ঠানে তাকে ও তার স্বামী বি. আহমেদ রাহিকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেকে।

গতকাল (৩০ সেপ্টেম্বর) ঢাকার মহাখালীর একটি কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে সারিকা-রাহির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বামীর সঙ্গে সারিকা সাবরিন (ছবি: ফেসবুক)

গত ২ ফেব্রুয়ারি (০২.০২.২২) সারিকা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাহি বিয়ের বন্ধনে জড়ান। সেই আনুষ্ঠানিকতায় শুধু দুই পরিবারের সদস্যরাই ছিলেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার পেশার বাইরে আহমেদ রাহি দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক।

সারিকা এর আগে সাত বছর প্রেমের পর ২০১৪ সালের ১২ আগস্ট পুরান ঢাকার লক্ষ্মীবাজারের ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন। এর একবছর পর তাদের সংসারে আসে কন্যাসন্তান। তার নাম নাম সেহরিশ আনায়া। ২০১৬ সালে তাদের বিয়েবিচ্ছেদ হয়।

সারিকা সাবরিন

সারিকা সাবরিন (ছবি: ফেসবুক)

২০০৬ সালে অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে রাতারাতি তারকা বনে যান সারিকা। ২০১০ সালে আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু হয় তার।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ