Connect with us

সিনেমা হল

‘সুড়ঙ্গ’: টাইমস স্কয়ারের বিলবোর্ডে, আমেরিকা ও পশ্চিমবঙ্গের সিনেমাহলে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

কলকাতায় ‘সুড়ঙ্গ’র ব্যানার (ছবি: ফেসবুক)

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাইমস স্কয়ারের একটি ডিজিটাল বিলবোর্ডে ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার দেখানো হচ্ছে। প্রবাসী বাংলাদেশি অনেকের নজর কেড়েছে এটি। বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমন নজির এটাই প্রথম। কেউ কেউ টাইমস স্কয়ারে মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই সুবাদে এই ঘটনা আলোচিত হয়েছে।

আগামীকাল (২১ জুলাই) আমেরিকার দুই শহর এবং পশ্চিমবঙ্গের সিনেমাহলে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে এবং লস অ্যাঞ্জেলসের লিমলে নর্থ হলিউড-সেভেন সিনেমাহলে এর প্রদর্শনী হবে। এ উপলক্ষে ভিনদেশি দর্শকদের আকর্ষণ করতে টাইমস স্কয়ারের ডিজিটাল বিলবোর্ডে ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার দেখিয়ে প্রচারণা চালাচ্ছে পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস। স্থানীয় সময় ১৮ জুলাই সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতি ঘণ্টায় চারবার টাইমস স্কয়ারের বিলবোর্ডে ‘সুড়ঙ্গ’র ট্রেলার দেখা গেছে।

(বাঁ থেকে) তমা মির্জা, রায়হান রাফী, জয়া আহসান, সৃজিত মুখার্জি ও আফরান নিশো (ছবি: ফেসবুক)

এদিকে আগামীকাল পশ্চিমবঙ্গের ৩১টি সিনেমাহলে মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’। ইতোমধ্যে কলকাতার পথে-প্রান্তরে এর পোস্টার নজর কেড়েছে দর্শকদের। ওপার বাংলায় এর পরিবেশনার দায়িত্ব পালন করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি, বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার সঞ্চালক-কমেডিয়ান মীর আফসার আলির সঙ্গে আড্ডা দিয়েছেন অভিনেতা আফরান নিশো, চিত্রনায়িকা তমা মির্জা ও পরিচালক রায়হান রাফী।

(বাঁ থেকে) তমা মির্জা, মীর আফসার আলি, আফরান নিশো ও রায়হান রাফী (ছবি: ফেসবুক)

‘সুড়ঙ্গ’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। বাংলাদেশের দর্শকদের মন জয়ের পর গত ৭ জুলাই এটি মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। আগামী ২৮ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডা মিলিয়ে শতাধিক সিনেমাহলে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’। এছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলবে এটি।

‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশো (ছবি: চরকি)

গত ১৮ জুলাই রায়হান রাফী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মুক্তির ২০তম দিনে এসেও স্টার সিনেপ্লেক্সে ‘সুড়ঙ্গ’র সব শো হাউসফুল গেছে। আগামীকালেরও প্রায় সব শোর টিকিট অগ্রিম বিক্রি হয়ে যাওয়ার পথে। সিনেপ্লেক্সে টিকিট বিক্রির আগের সব রেকর্ড ভেঙে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে ‘সুড়ঙ্গ’। সিনেমাটির জয়জয়কার চলছে।

‘সুড়ঙ্গ’ সিনেমায় তমা মির্জা ও আফরান নিশো (ছবি: চরকি)

চরকি ও আলফা-আই স্টুডিওসের যৌথ প্রযোজনায় ‘সুড়ঙ্গ’তে আরো অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিসহ অনেকে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ