Connect with us

ছবিঘর

ঐশ্বরিয়ার শেরওয়ানিতে ১০ ইঞ্চি হীরার কারুকাজ

প্যারিস ফ্যাশন উইকে মুগ্ধতা ছড়ালেন ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গতকাল (২৯ সেপ্টেম্বর) প্যারিসের ঐতিহাসিক হোটেল দে ভিলে ল’রিয়াল প্যারিস-এর দূত হিসেবে র‍্যাম্পে হেঁটেছেন তিনি। খ্যাতিমান ভারতীয় ডিজাইনার মনীষ মালহোত্রার বিশেষভাবে তৈরি করা শেরওয়ানিতে সাবেক এই বিশ্বসুন্দরীর স্টাইলিশ উপস্থিতি দেখুন ছবিতে।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গাঢ় লাল লিপস্টিক ও ঢেউ খেলানো চুলে নজরকাড়া লুকে ঐশ্বরিয়া রাই বচ্চন।

ল’রিয়াল প্যারিস-এর ২০২৬ সালের বসন্ত-গ্রীষ্মকালীন প্রদর্শনীর অংশ হিসেবে শেরওয়ানি পরেছেন ঐশ্বরিয়া। শেরওয়ানির হাতায় ১০ ইঞ্চি লম্বা হীরার কারুকাজ।

সাধারণত ভারতীয় পুরুষরা শেরওয়ানি ব্যবহার করে থাকে। তবে ঐশ্বরিয়ার স্টাইলিশ উপস্থিতি জানান দিচ্ছে, নারীদের ফ্যাশনে এটি অন্যরকম আবেদন আনতে পারে। সেই বার্তাই ইনস্টাগ্রামে দিয়েছেন ডিজাইনার মনীষ মালহোত্রা।

ফ্যাশনপ্রেমী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ঐশ্বরিয়ার ফ্যাশনকে প্রশংসায় ভাসিয়েছে।

র‍্যাম্পে হাঁটার সময় ‘নমস্তে’ জানিয়ে দর্শকদের অভিবাদন জানান, হাত নাড়েন ও চুম্বন উড়িয়ে দেন ৫১ বছর বয়সী এই তারকা।

ল’রিয়াল প্যারিস-এর দূত হিসেবে প্রতি বছর প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটেন ঐশ্বরিয়া।

আরাধ্যাকে সঙ্গে নিয়ে হোটেল দে ভিলের বাইরে আসতেই ঐশ্বরিয়ার সঙ্গে ছবি তুলতে এগিয়ে যায় এক ভক্ত। আবেগাপ্লুত হয়ে ওই তরুণীর চোখে জমে যায় আনন্দ অশ্রু। মেয়েটিকে কাছে টেনে চোখের জল মুছে হাসতে বলে ছবি তোলার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান অ্যাশ। তখন আরাধ্যা ধৈর্য ধরে গাড়িতে অপেক্ষা করছিলেন। সেসব মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই বচ্চন-বধূর উদারতা ও বিনয়ের জন্য সাধুবাদ জানিয়েছেন ভক্তরা।

বড় পর্দায় ঐশ্বরিয়াকে সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পন্নিয়িন সেলভান: টু’ সিনেমায় দেখা গেছে। এটি পরিচালনা করেছেন মণি রত্নম। বক্স অফিসে সফল হয়েছে এই সিনেমা।

সিনেমাওয়ালা প্রচ্ছদ