Connect with us

ছবি ও কথা

বাহারি পোশাকে রূপসী নায়িকারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

বাহারি পোশাকে জৌলুস ছড়ালেন বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা। ল্যাকমে ফ্যাশন উইকে পাঁচ দিন ক্যাটওয়াক করেছেন তারা। ভারতের নয়াদিল্লির বিভিন্ন ভেন্যুতে দেশটির প্রখ্যাত ডিজাইনারদের নতুন নতুন পোশাকে নায়িকাদের ঝলক ঠিকরে পড়েছে। চলুন দেখা যাক কে কী পরে র‍্যাম্পে হেঁটেছেন।

মেয়ের মা হওয়ার পর প্রথমবার র‍্যাম্পে হেঁটেছেন বাঙালি সুন্দরী বিপাশা বসু। গত ১৫ অক্টোবর প্রগতি ময়দানে ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম ও সমাপনী দিনে নিউইয়র্ক প্রবাসী ভারতীয় ডিজাইনার বিভু মহাপাত্রের বানানো লাল গাউনে দ্যুতি ছড়িয়েছেন তিনি।

বিয়ের পর প্রথমবার ক্যাটওয়াক করেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন দিল্লির ফ্যাশন হাউস ফাবিয়ানার শাড়িতে হাজির হন তিনি।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে বিভু মহাপাত্রের ডিজাইন করা সাটিন টপ-শর্টস ও ফুলেল ছাপা থ্রি-কোয়ার্টার ব্লেজারে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন অমিত আগারওয়ালের ডিজাইন করা কালো আঁটসাঁট স্কার্টে বলিউড অভিনেত্রী জানভি কাপুর।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন বাণী ভাটসের ডিজাইন করা লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন ভূমিকা শর্মার ডিজাইন করা লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন মহিমা মহাজনের ডিজাইন করা লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন শ্বেতা কাপুরের ডিজাইন করা প্যান্টস্যুট ও ব্লেজারে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা।

ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম দিনে ডিজাইনার সংযুক্তা দত্তের ডিজাইন করা হলুদ মেখলা চাদরে আলতা রাঙা খালি পায়ে র‍্যাম্পে হেঁটেছেন বলিউড অভিনেত্রী আদা শর্মা। এটি আসামের নারীদের ঐতিহ্যবাহী পোশাক।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন ফালগুনি শেন পিকক ব্র্যান্ডের আঁটসাঁট গাউনে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন কালকি ব্র্যান্ডের লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী দিশা পাটানি।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন পঙ্কজ ও নিধির ডিজাইন করা পোশাকে বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন পরশ বায়রোলিয়া ও শালিনী জয়কারিয়ার ডিজাইন করা প্যান্ট-টপে বলিউড অভিনেত্রী আলায়া এফ।

ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন কলকাতার ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন ইনস্টিটিউট আইএনআইএফডির ক্রিম রঙের ব্লেজার ও গোলাপি স্কার্টে বলিউড অভিনেত্রী হিনা খান।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন শিবান ও নরেশের ডিজাইন করা স্কার্টে বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে পৌলমি ও হর্ষের ডিজাইন করা ফুলেল লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী ডায়ানা পেন্টি।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে কলকাতার অভিষেক ও বিনীতার ফ্যাশন ব্র্যান্ড তাতওয়ামের পোশাকে বলিউড অভিনেত্রী কৃতি খারবান্দা।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে পবন সাচদেবার ডিজাইন করা প্যান্ট-টপ আর ওভারকোটে বলিউড অভিনেত্রী কৃতিকা কামরা।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে গুজরাটের সুরতের ফ্যাশন ব্র্যান্ড দে বেলের পোশাকে বলিউড অভিনেত্রী সবিতা ধুলিপালা।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে বিভু মহাপাত্রের ডিজাইন করা গাউনে বলিউড অভিনেত্রী লিসা হেডন।

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গত ১০ অক্টোবর ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন ডিজাইনার সঞ্জয় গর্গের সোনালি ও কালো সিল্কের প্যান্টস্যুট এবং আধো নীল ও আধো-সোনালি ওভারকোটে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন সঞ্জয় গর্গের ডিজাইন করা সিল্কের সোনালি প্যান্ট-টপে বলিউড অভিনেত্রী সাবা আজাদ।

ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন ডিজাইনার সঞ্জয় গর্গের ঝলমলে শাড়িতে বলিউড অভিনেত্রী কালকি কেকলান।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন আঞ্জু মোদির ডিজাইন করা লেহেঙ্গায় বলিউড অভিনেত্রী সানজানা সঙ্গী।

ল্যাকমে ফ্যাশন উইকের সমাপনীতে বিভু মহাপাত্রের ডিজাইন করা পোশাকে বলিউড অভিনেত্রী সিমোন সিং।

ছবি ও কথা

ফিল্মফেয়ারের লালগালিচায় জামদানি ও কাতান শাড়িতে নায়িকারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার সপ্তম আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হলো। ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিনের আয়োজনে গতকাল (২৯ মার্চ) ছিলো এই আয়োজন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার মধ্য থেকে সেরাদের ‘ব্ল্যাক লেডি’ দেওয়া হয়েছে। জমকালো অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র ও সৌরভ দাস। পুরস্কার বিতরণের আগে লালগালিচায় আলো ছড়িয়েছেন নায়িকারা।

জামদানি শাড়িতে জয়া আহসান (ছবি: ফিল্মফেয়ার)

নুসরাত ফারিয়া (ছবি: ফিল্মফেয়ার)

কাতান শাড়িতে ‘প্রিয়তমা’ তারকা ইধিকা পাল (ছবি: ফিল্মফেয়ার)

মঞ্চে কোয়েল মল্লিকের নাচ (ছবি: ফিল্মফেয়ার)

কৌশানি মুখার্জি (ছবি: ফিল্মফেয়ার)

ঐন্দ্রিলা সেন ও অঙ্কুশ হাজরা (ছবি: ফিল্মফেয়ার)

পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী দম্পতি (ছবি: ফিল্মফেয়ার)

‘শেষ পাতা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) শাখায় মনোনীত শাড়িতে গার্গী রায় চৌধুরী (ছবি: ফিল্মফেয়ার)

সৌরসেনী মৈত্র (ছবি: ফিল্মফেয়ার)

মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ সিনেমার অভিনেত্রী মনামি ঘোষ (ছবি: ফিল্মফেয়ার)

‘মানুষ’ সিনেমার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি (ছবি: ফিল্মফেয়ার)

লালগালিচায় গোলাপি আবহে এনা সাহা (ছবি: ফিল্মফেয়ার)

শাড়িতে পায়েল মুখার্জি (ছবি: ফিল্মফেয়ার)

পড়া চালিয়ে যান

ছবি ও কথা

র‍্যাম্পে শাকিবের নায়িকা সোনাল চৌহান, বলিউডের আরো যারা ছিলেন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ভারতের মুম্বাইয়ে হয়ে গেলো দেশটির ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম আয়োজন ‘ল্যাকমে ফ্যাশন উইক’। জমকালো র‍্যাম্পে হেঁটে আলো কেড়েছেন বলিউড অভিনেত্রীরা। ভারতীয় ডিজাইনারদের নজরকাড়া পোশাকে শো-স্টপার হয়েছেন তারা। ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে মন জয় করে নেওয়া অভিনেত্রীদের একঝলকে দেখে নিন।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমার নায়িকা সোনাল চৌহান পরেছেন লম্বা গলার জ্যাকেটের মতো টপের সঙ্গে প্রিন্টের শারারা।

বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের পোশাকটি ডিজাইন করেছেন সেজাল কামদার। ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম দিনে রানওয়েতে দেখা গেছে তাদের।

ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম ও শেষ দিন ফ্যাশন ব্র্যান্ড কালকির মেরুন মারমেইড স্কার্ট ও কাঁধখোলা সিল্কের ব্লাউজে জানবি কাপুর।

কিছুদিন আগে দুর্ঘটনায় পড়ে সারা আলী খানের পেটের একাংশে ক্ষত হয়েছে। পোড়া দাগ না লুকিয়ে র‍্যাম্পে হেঁটে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন বরুণ চাক্কিলামের ডিজাইন করা রুপালি লেহেঙ্গা ও স্লিভলেস ব্লাউজ পরেছেন সারা আলি খান। এর সঙ্গে কানে ছিলো লম্বা রুপালি দুল।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন মারমেইড কাটের বডিকন গাউনে তাপসী পান্নু। এটি ডিজাইন করেছেন গৌরি ও নয়নিকা।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন ভারতের জুতা ও পোশাকের ব্র্যান্ড স্কেচার্সের শো-স্টপার হন কৃতি স্যানন।

কৃতি স্যানন স্কেচার্সের ব্র্যান্ডের রেট্রোভার্স কালেকশনের বহুরঙের বডিকন ড্রেস ও নীল স্নিকার পরে র‍্যাম্পে হেঁটেছেন।

ল্যাকমে ফ্যাশন উইকে চতুর্থ দিন শান্তনু ও নিখিলের ডিজাইনে মেঝেছোঁয়া রুপালি স্কার্টে তৃপ্তি দিমরি। এর সঙ্গে ছিলো স্লিভলেস কালো টপ, হাতমোজা ও স্টাইলিশ বেল্ট।

ল্যাকমে গ্র্যান্ড ফিনালেতে কাঁধখোলা কালো পাপড়ির পোশাক ও লেদারের বুটে অনন্যা পাণ্ডে।

ডিজাইনার রাহুল মিশ্রর শো-স্টপার হয়েছেন অনন্যা পাণ্ডে।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিনে সাক্ষী ভাটির ডিজাইন করা বেগুনি লেহেঙ্গায় ফাতিমা সানা শেখ।

ডিজাইনার রিতিকা মিরচান্দানির পা-খোলা স্কার্ট ও সাদা টপে রাকুল প্রীত সিং।

অরবিন্দ আমপুলার ডিজাইন করা ভিকা কালেকশন থেকে লেহেঙ্গা স্কার্ট ও উঁচুগলার ব্লাউজে শ্রুতি হাসান।

ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম ও সমাপনী দিনে রানা গিলের ডিজাইন করা কালো ফুলেল ব্লেজারে মাধুরী দীক্ষিত।

চারু ও বসুন্ধরার ডিজাইন করা ‘ওয়ান ইনফিনিট’ কালেকশন থেকে রুপালি লেহেঙ্গা ও কাঁচখচিত স্লিভলেস ব্লাউজ পরেছেন ডায়ানা পেন্টি।

‘টুয়েলভথ ফেল’ তারকা মেধা শংকরের অভিষেক হলো ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চে। ডিজাইনার জুটি পরশ ও শালিনীর শো-স্টপার হয়েছেন তিনি। ‘এলেমেন্টাল সিম্ফনি’ শীর্ষক তাদের নতুন কালেকশন থেকে সিলভার শিয়ার মেটালিক ড্রেস পরেছেন মেধা।

রাজকীয় সাজে দিয়া মির্জা পোশাকের ব্র্যান্ড ইনকা’র শো-স্টপার হয়েছেন। তিনি পরেছেন কালো-রুপালি লম্বা শার্ট ড্রেস। এর পেছনের লম্বা অংশ নজরকাড়া। অলঙ্কার হিসেবে তার গলায় দেখা গেছে বড় পাথরের নেকলেস।

ল্যাকমে ফ্যাশন উইকের চতুর্থ দিন আনুশকা রেড্ডির ডিজাইনে সোনালি ফুলেল কারুকাজের প্যাস্টেল লেহেঙ্গায় মালাইকা অরোরা।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন কালকি কোয়েচলিন ভারতীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড আইকেয়াহ’র শো-স্টপার হয়েছেন। তিনি পরেছেন ধুতি-ঢঙের গোলাপের মোটিফ দেওয়া লম্বা কুঁচির রুপালি স্কার্ট ও সোনালি ব্লাউজ। এর সূক্ষ্ম ডিজাইনের গ্লিটার দেওয়া কলার আকর্ষণীয়। তার হাতে স্বর্ণের একাধিক বালা।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন ডিজাইনার অনামিকা খান্নার শো-স্টপার হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর। তিনি পরেছেন সাদা হাই লো-কাটের শার্ট। এতে রয়েছে পুঁতি ও কয়েনের এম্বেলিশমেন্ট। পায়ে দিয়েছেন কালো বিডস বসানো হাঁটু অবধি বুট। এছাড়া আছে স্বর্ণের অলঙ্কার।

সোনালি ও কালো রঙের লেহেঙ্গায় মোহনীয় দিব্যা খোসলা কুমার।

ল্যাকমে ফ্যাশন উইকের তৃতীয় দিন রাজদীপ রানাওয়াতের শো-স্টপার হয়েছেন দিব্যা খোসলা কুমার।

ল্যাকমে ফ্যাশন উইকের দ্বিতীয় দিন ডিজাইনার সোহায়া মিশ্রর চোলা কালেকশনের রুপালি কুর্তা ও ধূসর পালাজ্জোতে কঙ্কনা সেন শর্মা।

ডিজাইনার সোহায়া মিশ্রর চোলা কালেকশনের সাদা শার্ট, কালো কোটি ও কালো ব্যাগি প্যান্ট পরেছেন নেহা ধুপিয়া। এর সঙ্গে তিনি পায়ে দিয়েছেন কালো বুট।

ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম দিন দীক্ষা খান্নার ডিজাইন করা পোশাকে শেহনাজ গিল।

ল্যাকমে ফ্যাশন উইকের পঞ্চম দিন নির্মূহের ডিজাইন করা পোশাকে অদিতি রাও হায়দারি।

ল্যাকমে ফ্যাশন উইকের দ্বিতীয় দিন উর্বশী কৌরের ডিজাইন করা নীল-সাদা স্ট্রাইপের পোশাকে রত্না পাঠক শাহ।

উর্বশী কৌরের ডিজাইন করা শাড়ি দিয়ে বানানো জরির লাল পোশাকে তিলোত্তমা সোম।

ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন র‍্যাম্পে কারিশমা তান্না।

পড়া চালিয়ে যান

ছবি ও কথা

নারী দিবসে নায়িকারা যা বললেন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আন্তর্জাতিক নারী দিবস আজ (৮ মার্চ)। দেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের মনের কথা লিখেছেন। তাদের এসব অনুভূতিতে উঠে এসেছে নারীদের জন্য অনুপ্রেরণা ও এগিয়ে যাওয়ার প্রেরণা।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘সমাজের চোখে সেরা হওয়ার জন্য আমরা নারীরা প্রায়ই ভুলে যাই, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক দিয়ে আলাদা। তাই অন্যের কাছে সেরা হওয়ার চেষ্টা না করে আমাদের উচিত নিজেদের স্বতন্ত্র সত্তা আবিষ্কার করা। এই সত্তাই আমাদের জীবনের দৌড়ে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাবে। নারীদের পাশে যারা আছেন, থাকবেন, সেসব পুরুষ বন্ধুদের এবং অবশ্যই নারী বন্ধুদের আজকের এই দিনে জানাই বিশেষ শুভেচ্ছা।’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘সমস্ত কুসংস্কারের বাধা পেরোনো কঠিন। মেয়েরা যখনই ভ্রমণে যায় তখন তাকে প্রশ্নের মুখে পড়তে হয়। তাদের ব্যাপারে সবসময় কিছু ধারণা করে নেয় লোকে। দুর্বলতার একটি মুহূর্ত অনুমোদিত নয়। একমুহূর্তের জন্য ত্রুটি থাকা যাবে না। সবসময় নিখুঁত হওয়া চাই। ভুল করা যাবে না। কিন্তু আমরা মেয়েরা শুধুই মানুষ এবং নিজের মতো হওয়াই ভালো। তাই শুধু নিজের মতো পথ চলুন এবং স্মৃতি জমা করুন। দিনের শেষে নিজেকে খুশি বলতে পারার মতো থাকুন।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস বেগুণি রঙের হৃদয় আকৃতির তিনটি ইমোজি জুড়ে দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি নারী। এটাই আমার শক্তি। পরিশ্রম আর সততা দিয়ে নারীশক্তিকে নিয়ে যেতে চাই আন্তর্জাতিক অঙ্গনে। কোনো কিছুর সঙ্গে আপোস না করে আমার এই হার না মানা গল্প চলতে থাকুক আপনাদের কাছে।’

চিত্রনায়িকা শবনম বুবলী নারীর বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, ‘নারী মানে শক্তি, নারী মানে ভালোবাসা, নারী মানে মায়া, নারী মানে মা, নারী মানে কোমলতা, নারী মানে সততা, নারী মানে সাহসিকতা, নারী মানে মর্যাদা, নারী মানে যোগ্যতা, নারী মানে সম্মান, নারী মানে ধৈর্য, নারী মানে সৌন্দর্য! বিশ্বের সকল নারীদের প্রতি জানাই নারী দিবসের অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা!’

মা ছবি সাহার সঙ্গে মিলিয়ে একই রঙের পোশাক পরেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেগুলো শেয়ার দিয়ে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা।

অভিনেত্রী সাফা কবির একটি বিশেষ ভিডিও শেয়ার করে বলেছেন, ‘আসুন আমাদের শক্তি, ক্ষমতা, ধৈর্য ও আবেগকে উদযাপন করি। নারী দিবসের শুভেচ্ছা।’

চিত্রনায়িকা পূজা চেরি সাদা শাড়ি পরা কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ভালোবাসা, মূল্যায়ন ও ক্ষমতায়নে পূর্ণ একটি দিন কাটুক সবার। নারী দিবসের শুভেচ্ছা।’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শুটিংয়ে নারী দিবস উদযাপন করছেন। তার কথায়, ‘আমার কাজকে আমি ভালোবাসি। আমি নিজেকে ভালোবাসি। আপনাদের সবাইকে ভালোবাসি।’

অভিনেত্রী সামিরা খান মাহি নারী দিবসের শুভেচ্ছা জানাতে ব্যবহার করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথা, ‘দুঃখ যদি না পাবে তো/ দুঃখ তোমার ঘুচবে কবে?/ বিষকে বিষের দাহ দিয়ে/ দহন করে মারতে হবে/ জ্বলতে দে তোর আগুনটারে/ ভয় কিছু না করিস তারে/ ছাই হয়ে সে নিভবে যখন/ জ্বলবে না আর কভু তবে/ দুঃখ যদি না পাবে তো/ দুঃখ তোমার ঘুচবে কবে?’

দুই প্রজন্মের দুই মডেল-অভিনয়শিল্পী আনিকা কবির শখ ও আইশা খান দুই হাত দিয়ে হৃদয় আকৃতি বানানো ছবি পোস্ট করেছেন। উভয়ে লিখেছেন ‘কেবল হৃদয় নয়… করবে নারী বিশ্বজয়।’ এর সঙ্গে নারী দিবস, অন্তর্ভুক্তিকে অনুপ্রাণিত করুন হ্যাশট্যাগ দিয়েছেন তারা।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ