ঢালিউড
ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত, চিকিৎসা চলছে লন্ডনে

ইলিয়াস কাঞ্চন (ছবি: ফেসবুক)
চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন তিনি। আজ (১ অক্টোবর) নিসচা’র এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় কানাডা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব তথ্য জানিয়েছেন। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
জানা গেছে, চলতি বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চন বিভিন্ন শারীরিক সমস্যার মুখোমুখি হন। তার অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা গত ৯ এপ্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘ তিন মাস বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর মাথার এমআরআই রিপোর্টে টিউমার ধরা পড়ে।
নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় বলেন, ‘আমার বাবা ব্রেন টিউমারে আক্রান্ত। লন্ডনে দীর্ঘ সময় ধরে তার চিকিৎসা চলছে।’

ইলিয়াস কাঞ্চন (ছবি: ফেসবুক)
ইলিয়াস কাঞ্চনকে গত ১৩ এপ্রিল ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা একটি বোর্ড গঠন করে মতামত দেন, টিউমার ব্রেনের অনেক গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে অবস্থান করায় মাথার অপারেশন করলে জটিল আকার নিতে পারে। এ কারণে পারিবারিকভাবে লন্ডনে চিকিৎসা করানোর সিদ্ধান্ত হয়।
গত ২৬ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে রওনা হন ইলিয়াস কাঞ্চন। লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি।
গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মাথায় টিউমারের কিছু অংশ অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা আগেই জানিয়েছেন, পুরো টিউমার অপসারণ করতে গেলে প্রাণহানিসহ প্যারালাইজড হয়ে চলনশক্তি ও কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলতে পারেন তিনি। টিউমারের বাকি অংশ নিষ্ক্রিয় করতে সপ্তাহে পাঁচ দিন করে ৬ সপ্তাহ রেডিয়েশন ও কেমোথেরাপি দিতে হবে। এরপর চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখবেন তাকে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চিকিৎসকদের অনুমতি পেলে তিনি বাংলাদেশে আসবেন।

ইলিয়াস কাঞ্চন (ছবি: ফেসবুক)
লন্ডন যাওয়ার আগের দিন (২৫ এপ্রিল) নিজের নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ (জেপিবি)-এর ঘোষণা দেন ইলিয়াস কাঞ্চন। তিনিই এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানান।
১৯৯৩ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের পটিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চন প্রাণ হারানোর পর নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ ৩২ বছর ধরে সড়কের নিরাপত্তায় জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস