ঢালিউড
‘তুফান’ নিয়ে আসবেন শাকিব খান, পরিচালনায় রায়হান রাফী

শাকিব খান (ছবি: চরকি)
ঢালিউড সুপারস্টার শাকিব খান বড় পর্দায় ঝড় তুলতে ‘তুফান’ নিয়ে আসবেন। এটি পরিচালনা করবেন রায়হান রাফী। এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে একসঙ্গে হাত মিলিয়েছেন তারা। দুই বাংলার তিন প্রতিষ্ঠান আলফা-আই, চরকি ও ভারতের এসভিএফ ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই সিনেমা। ২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তি পাবে এটি।
গতকাল (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে সংবাদ সম্মেলনে ‘তুফান’-এর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে শাকিব বলেন, ‘সবসময় বলে এসেছি, বাংলাদেশি সিনেমার সম্ভাবনা অপার। শুধু দেশে নয়, দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারাবিশ্বে ৩০ কোটি বাংলা ভাষাভাষি আছেন, তাদের জন্য ভালো মানের সিনেমা উপহার দিতে হবে। তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মিলনে হলে সম্ভাবনাও বৃদ্ধি পায়। বাকিটা সিনেমাপ্রেমীরাই ঠিক করে নেবেন।’

রায়হান রাফী ও শাকিব খান (ছবি: চরকি)
তবে তার বিপরীতে কোন নায়িকা থাকবেন সেই নাম জানানো হয়নি। আপাতত শাকিবকে পেয়ে উচ্ছ্বসিত রায়হান রাফী। তিনি বলেন, “বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথমবার সিনেমা বানাতে যাচ্ছি। বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এবং একজন বড় সুপারস্টার একত্র হওয়ায় ভালো সিনেমার আশা করাই যায়। নির্দ্বিধায় বলতে পারি, ‘তুফান’ বাংলা সিনেমায় একটি মাইলফলক হতে পারে।”

‘তুফান’ সিনেমার পোস্টারে শাকিব খান (ছবি: চরকি)
আলফা-আই স্টুডিওস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিলের কথায়, ‘বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যামেরার সামনে ও ক্যামেরার পেছনের অন্যতম সেরা দুই প্রতিভাকে একত্রিত করছি আমরা। সুপারস্টার শাকিব খান এবং টানা ব্যবসাসফল সিনেমার পরিচালক রায়হান রাফী দর্শকদের আরেকটি ব্লকবাস্টার সিনেমা দেওয়ার জন্য একত্র হয়েছেন।’

(বাঁ থেকে) মহেন্দ্র সোনি, রেদওয়ান রনি, শাকিব খান, রায়হান রাফী ও শাহরিয়ার শাকিল (ছবি: চরকি)
এসভিএফ ফিল্মসের পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বলেন, ‘আমরা বাংলা সিনেমায় একটি নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে। এসভিএফ, আলফা-আই, চরকি এবং মেগাস্টার শাকিব খান মিলে এমন একটি কাজ সামনে আনতে যাচ্ছে, যা গল্প বলার মাপকাঠিকে পুনরায় সংজ্ঞায়িত করবে। বাংলা সিনেমাকে অভূতপূর্ব বৈশ্বিক উচ্চতায় পৌঁছে দিতে প্রস্তুত আমরা। এটি আমাদের সবার জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে।’

(বাঁ থেকে) মহেন্দ্র সোনি, রায়হান রাফী, শাকিব খান, রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিল (ছবি: চরকি)
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সুসময় চলছে। আমাদের জন্যও খুব আনন্দের সময়। আলফা-আই, চরকি ও এসভিএফ ফিল্মস মিলে বাংলা ভাষাভাষি দর্শকদের সিনেমাহলমুখী করতে ও আন্তর্জাতিক মানের কনটেন্ট তৈরির উদ্যোগ নিয়েছে। বিশাল ক্যানভাস ও বড় আয়োজনের বাংলা সিনেমা তথা বাঙালি দর্শকদের জন্য নতুন হয়ে ধরা দেবে।’

(বাঁ থেকে) শাহরিয়ার শাকিল, মহেন্দ্র সোনি, শাকিব খান, রেদওয়ান রনি ও রায়হান রাফী (ছবি: চরকি)
গত ৯ ডিসেম্বর আলফা-আই, চরকি ও ভারতের এসভিএফ ফিল্মসের যৌথ প্রযোজনায় রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার ঘোষণা দেওয়া হয়। এতে মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
