Connect with us

ঢালিউড

‘দম’ নিয়ে পরিচালনায় রেদওয়ান রনির ফেরা, সিনেমার নায়ক চঞ্চল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

চঞ্চল চৌধুরী ও রেদওয়ান রনি (ছবি: চরকি)

আট বছরের বিরতি শেষে ‘দম’ নিয়ে সিনেমা পরিচালনায় ফিরছেন রেদওয়ান রনি। এতে মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। বিশাল বাজেট ও ক্যানভাসে এটি যৌথভাবে প্রযোজনা করবে ভারতের এসভিএফ ফিল্মস, বাংলাদেশের আলফা-আই এবং চরকি।

আজ (৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরী ও রেদওয়ান রনির পাশাপাশি ছিলেন এসভিএফ-এর চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সনি, আলফা-আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল। সবার আশা, বাংলা সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করবে ‘দম’।

রেদওয়ান রনি ও চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)

‘দম’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘রেদওয়ান রনির সঙ্গে আমার জানাশোনা প্রায় ২০ বছরের। সে একসময় নিয়মিত নির্মাণ করেছে। কিছুদিন নিজে নির্মাণ না করলেও নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই ছিলো। বড় ক্যানভাসের সিনেমাটির গল্প যখন রনি আমাকে শুনিয়েছে তখন হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আমাদের এই সিনেমার সঙ্গে আছে চরকি, এসভিএফ, আলফা-আই। আমার বিশ্বাস, সিনেমাটি দুই বাংলা মিলিয়ে নতুন দিগন্তের সূচনা করবে।’

চঞ্চল চৌধুরী ও রেদওয়ান রনি (ছবি: চরকি)

আট বছর বিরতির পর নির্মাণে ফেরা প্রসঙ্গে পরিচালক রেদওয়ান রনি বলেন, “সত্যি ঘটনা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। অনেক বছর পর সিনেমা নির্মাণের ক্ষুধা মেটাতে এই গল্প আমাকে তাড়িত করছিলো। সাধারণ মানুষের দুর্দান্ত মানসিক শক্তি তাকে যেকোনো ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করতে পারে নিমিষেই। দম সিনেমা এই গল্পই বলার চেষ্টা করছি। আমার সঙ্গে যুক্ত হয়েছে দুই বাংলার তিন প্রযোজনা প্রতিষ্ঠান। সবার প্রতি কৃতজ্ঞতা।”

(বাঁ থেকে) আলফা-আই স্টুডিওসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, মহেন্দ্র সোনি, রেদওয়ান রনি, চঞ্চল চৌধুরী এবং চরকির বিনিয়োগকারী, সভাপতি ও স্ট্র্যাটেজি প্রধান যারেফ হোসেন (ছবি: চরকি)

এসভিএফ ফিল্মসের পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বলেন, ‘সিনেমা নির্মাণে উদ্যোগী হয়ে বাংলাদেশের বিনোদন শিল্পের সঙ্গে আমাদের সম্পর্ককে আরো নিবিড় করতে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে এসভিএফ। আমরা শুধু সিনেমা নির্মাণ করছি না, বাংলা সিনেমাকে উদযাপন করে আমরা একটি সম্প্রদায় ও একটি সংস্কৃতিকে লালন করছি। আমাদের লক্ষ্য বাংলা ভাষার সিনেমাকে আন্তর্জাতিক মানসম্পন্নভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া।’

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে এসেছিলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা, নির্মাতা আদনান আল রাজীব, মডেল-অভিনেত্রী মাসুমা নাবিলা, চরকির কর্মকর্তারা।

‘দম’ সিনেমার তিন চিত্রনাট্যকার (বাঁ থেকে) সাইফুল্লাহ রিয়াদ, আল-আমিন হাসান নির্ঝর, সৈয়দ শাওকী, পরিচালক রেদওয়ান রনি ও অভিনেতা চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)

‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখছেন হইচইয়ের ‘তাকদীর’ ও ‘কারাগার’ ওয়েব সিরিজের পরিচালক সৈয়দ আহমেদ শাওকী, চরকির ‘আড়াল’ কাহিনিচিত্রের চিত্রনাট্যকার আল আমিন হাসান নির্ঝর এবং সাইফুল্লাহ রিয়াদ।

‘দম’ সিনেমার প্রচারণামূলক পোস্টার (ছবি: চরকি)

রেদওয়ান রনি সোশ্যাল মিডিয়ায় ‘দম’ সিনেমার প্রচারণামূলক পোস্টার শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, পাহাড়ি অঞ্চলে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে আছে একজন। লোকটির চোখ ও হাত বাঁধা। পোস্টারে ‘দম’ শব্দের মাত্রা দিতে ব্যবহার হয়েছে বন্দুকের স্কেচ। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হবে সিনেমাটি। ২০২৫ সালে মুক্তি পাবে ‘দম’।

চঞ্চল চৌধুরী ও রেদওয়ান রনি (ছবি: চরকি)

রেদওয়ান রনি এর আগে ‘চোরাবালি’ (২০১২) ও ‘আইসক্রিম’ (২০১৬) সিনেমা দুটি পরিচালনা করেন। ‘চোরাবালি’র জন্য সেরা সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন এই নির্মাতা।

ঢালিউড

জোড়া সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আফরান নিশো (ছবি: ফেসবুক)

‘সুড়ঙ্গ’ পেরিয়ে ফিরছেন অভিনেতা আফরান নিশো। নতুন দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দুটিতেই প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। তবে পরিচালক ও ছবি দুটির নাম এখনো জানা যায়নি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এসব ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

নতুন সিনেমা দুটি প্রযোজনা করবে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ও ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও এসভিএফ-এর চেয়ারম্যান মহেন্দ্র সোনি।

২০২৩ সালে ঈদুল আজহায় রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। এতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। এরপর থেকে তার নতুন কাজের ব্যাপারে কৌতূহল ছিলো ভক্ত-দর্শকদের। অবশেষে বড় পর্দায় ফেরার সুখবর দিলেন তিনি।

পড়া চালিয়ে যান

ঢালিউড

‘তুফান’ টিজারে শাকিবের হুংকার

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’-এর টিজার প্রকাশ্যে এলো। রায়হান রাফীর পরিচালনায় এতে অপ্রতিরোধ্য গ্যাংস্টারের আমেজে দেখা গেছে তাকে। বিভিন্ন অ্যাকশন দৃশ্যে তার লুক ও মেজাজ আভাস দিচ্ছে, তুফান বয়ে যাবে সিনেমাহলে!

১ মিনিট ২৮ সেকেন্ডের টিজারের শুরুতে শাকিব বলেন, ‌‘পূর্বের কথা মোতাবেক, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবো। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউই রাখিতে পারিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে…।’ এরপরই শুরু হয় তার আগ্রাসী কর্মকাণ্ড।

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

টিজারে শেষ দৃশ্যের আগে অন্যমাত্রা নিয়ে হাজির হন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি উপহাস মোড়ানো হাসি দিয়ে বলেন, ‘তুফান খুব ভয় পাইছিরে।’ এরপর বাথটাবে পানিতে বসে থাকা শাকিব হুংকার ছাড়েন।

‘তুফান’ সিনেমার টিজারে চঞ্চল চৌধুরী (ছবি: চরকি)

গতকাল (৭ মে) বিকেলে সিনেমাটির তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি ও এসভিএফ-এর সোশ্যাল মিডিয়া পেজে ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় টিজার।

টিজারে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে টাইটেল গান। এর কথা এমন– ‘প্রলয়ের তুফান, আসছে এ তুফান, প্রলয়ের তুফান, থামাও এ তুফান’। এটি গেয়েছেন আরিফ রহমান জয়। তার সঙ্গে সহ-কণ্ঠ দিয়েছেন সাম্যব্রত দৃপ্ত। র‍্যাপ গেয়েছেন র‍্যাপস্টা দাদু। এর কথা লিখেছেন তাহসান শুভ, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।

টিজার প্রসঙ্গে পরিচালক রায়হান রাফী বলেন, “বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুনভাবে চেনাবে ‘তুফান’। অনেক সিনেমা ইন্ডাস্ট্রি পরিবর্তন করে। ‘তুফান’ তেমন একটি সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার মানদণ্ড অন্য উচ্চতায় নিয়ে যাবে। বলা যায়, ‘তুফান’ আমার জীবনের একটি স্বপ্নের প্রকল্প। শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়া আশীর্বাদ।”

‘তুফান’ সিনেমার টিজারে শাকিব খান (ছবি: চরকি)

‘তুফান’ দর্শকের মধ্যে ঝড় তুলবে বলে আশাবাদী এসভিএফ-এর পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওসের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। তিনজনই জানিয়েছেন, টিজার প্রকাশের পর দারুণ সাড়া মিলছে।

আসন্ন ঈদুল আজহায় সিনেমাহলে মুক্তি পাবে ‘তুফান’। এতে শাকিব ও চঞ্চলের পাশাপাশি অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অনেকেই।

পড়া চালিয়ে যান

ঢালিউড

‘ফাতিমা’ সিনেমাহলে কবে আসছে জানালেন ফারিণ

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

বাংলাদেশের বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তার নতুন সিনেমা ‘ফাতিমা’ আগামী ২৪ মে সিনেমাহলে মুক্তি পেতে যাচ্ছে। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে।

গতকাল (৫ মে) সোশ্যাল মিডিয়ায় ‘ফাতিমা’র পোস্টার শেয়ার দিয়ে ফারিণ লিখেছেন, “আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ‘ফাতিমা’। দেখুন আগামী ২৪ মে থেকে আপনার কাছের সিনেমা হলে!”

‘ফাতিমা’র পোস্টারে তাসনিয়া ফারিণ (ছবি: আউটকাস্ট ফিল্মস)

পোস্টারে দেখা যাচ্ছে, তাসনিয়া ফারিণ একদৃষ্টিতে একদিকে তাকিয়ে আছেন। এতে ১৯৭১ ও ২০২৩ সাল উল্লেখ রয়েছে। মুক্তিযুদ্ধের সময়কার ও ২০২৩ সালের দুটি পৃথক সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পোস্টারের নিচের অংশে গরুর গাড়িতে চড়ে ও পায়ে হেঁটে অনেককে আশ্রয়ের খোঁজে যেতে দেখা যাচ্ছে।

‘ফাতিমা’য় অসাধারণ অভিনয়ের জন্য ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছেন তাসনিয়া ফারিণ। ইস্টার্ন ভিস্তা শাখায় ক্রিস্টাল সিমোর্গ স্বীকৃতি দেওয়া হয়েছে তাকে।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)

ইরানের পর গত বছর অরল্যান্ডো ফিল্ম ফেস্টিভ্যাল এবং ইন্ডি গ্যাদারিং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে স্থান পায় ‘ফাতিমা’।

‘ফাতিমা’য় তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সংগীতশিল্পী পান্থ কানাই, তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, আয়েশা মনিকা, গাউসুল আলম শাওন।

আউটকাস্ট ফিল্মস প্রযোজিত ‘ফাতিমা’র নাম শুরুতে ছিলো ‘দাহকাল’। ২০১৭ সালে এর শুটিং শুরু হলেও অর্থনৈতিক জটিলতার কারণে কাজ শেষ করে সাত বছর লেগেছে। চিত্রগ্রহণ করেছেন তুহিন তমিজুল।

তাসনিয়া ফারিণ (ছবি: ইয়াকুব)

সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেছেন ধ্রুব হাসান। গল্পটি তারই। তিনি ও আদনান হাবিব চিত্রনাট্য লিখেছেন। তারাই সম্পাদনা ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন। সহ-প্রযোজক আরমান কাদরী, আরজু মানারা বেগম, শামসুর রাহমান আলভী ও তুনাজ্জিনা চৌধুরী পুনম। শিল্প নির্দেশনায় তারেক বাবলু, শিহাব নুরুন নবী ও উত্তম গুহ। শব্দসজ্জা করেছেন শৈব তালুকদার। পোশাক পরিকল্পনায় জুনায়েদ বোগদাদি জিমি ও এদিলা ফারিদ তুরিন।

গানের সুর ও সংগীত এবং আবহ সংগীত পরিচালনা করেছেন পাভেল আরীন। শারমিন সুলতানা সুমি লেখার পাশাপাশি একটি কণ্ঠ দিয়েছেন। এছাড়া রয়েছে সোমনূর মনির কোনালের গাওয়া একটি গান।

পশ্চিমবঙ্গের ‘আরো এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। এটি মুক্তি পায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ