Connect with us

বলিউড

দুই সপ্তাহে ৭০০ কোটি পার

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ সিনেমায় ঋষভ শেঠি (ছবি: হোম্বেল ফিল্মস)

বক্স অফিসে এখনও দুরন্ত গতিতে চলছে কন্নড় তারকা ঋষভ শেঠির সিনেমা ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’। প্রযোজনা প্রতিষ্ঠান হোম্বেল ফিল্মস সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, মুক্তির দুই সপ্তাহে ভারতসহ বিভিন্ন দেশ মিলিয়ে এই সিনেমার টিকিট বিক্রি থেকে এসেছে ৭১৭ কোটি ৫০ লাখ রুপি। ফলে এটি হাজার কোটি রুপির রেকর্ড বইতে যুক্ত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

গত ২ অক্টোবর মুক্তির পর প্রথম সপ্তাহে টিকিট বিক্রি থেকে ৫০৯ কোটি ২৫ লাখ রুপি সংগ্রহ করে ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’। শুধু দক্ষিণী অঞ্চলগুলোতেই নয়, সারা ভারতেই দর্শকদের মুগ্ধ করেছে সিনেমাটি।

‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ সিনেমায় ঋষভ শেঠি (ছবি: হোম্বেল ফিল্মস)

চলতি বছর হিন্দিতে ডাব করা দ্বিতীয় কন্নড় ভাষার সিনেমা হিসেবে টিকিট বিক্রিতে ১০০ কোটি রুপি পেরিয়েছে ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’। এছাড়া হিন্দিতে ডাব করা সর্বকালের সেরা ১২টি সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে এটি। এর অভূতপূর্ব সাফল্যকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখছেন ঋষভ শেঠি।

‘কান্তারা: চ্যাপ্টার ওয়ান’ সিনেমায় রুক্মিনী বসন্ত (ছবি: হোম্বেল ফিল্মস)

২০২২ সালের ব্লকবাস্টার ‘কানতারা’র দারুণ সাফল্যের পর এর প্রিক্যুয়েল হিসেবে ১২৫ কোটি রুপি ব্যয়ে ‘কানতারা: চ্যাপ্টার ওয়ান’ নির্মাণ করেছেন ঋষভ শেঠি। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ তারই লেখা।

ইতিহাস, মিথ ও লোকজ বিশ্বাসের মেলবন্ধনে সাজানো পৌরাণিক অ্যাকশন ধাঁচের সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন সমালোচকরা। এতে প্রিন্সেস কঙ্কাবতীর ভূমিকায় নজর কেড়েছেন রুক্মিনী বসন্ত। কঙ্কাবতীর বাবার চরিত্রে জয়রাম ও কঙ্কাবতীর ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন গুলশান দেবাইয়া।

সিনেমাওয়ালা প্রচ্ছদ