ঢালিউড
মা হতে যাচ্ছেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি (ছবি: ফেসবুক)
প্রথম সন্তানের মা হতে চলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ (১২ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই সুখবরটি জানিয়েছেন। তার কথায়, ‘কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
সন্তানসম্ভবা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানানোর পর থেকে অভিনন্দনে ভাসছেন মাহিয়া মাহি। তাকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী পূর্ণিমা, তারিন, পিয়া জান্নাতুল, চিত্রনায়িকা নিপুণ আক্তার, আইরিন, আঁচল, জাহারা মিতু, মিষ্টি জান্নাত, শাহনূর, রাহা তানহা, কণ্ঠশিল্পী কোনাল, অভিনেতা ইমন, নিরব হোসেন, আসিফ ইমরোজ, রাশেদ মামুনুর রহমান অপু, শরাফ আহমেদ জীবন, নির্মাতা দেবাশীষ বিশ্বাসসহ অনেকে।
মাহিয়া মাহিকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি ‘যাও পাখি বলো তারে’ সিনেমার একটি স্থিরচিত্র শেয়ার করে লিখেছেন, ‘অভিনন্দন ও দোয়া।’
আগামী ৭ অক্টোবর দি অভি কথাচিত্রের ব্যানারে সিনেমা হলে মুক্তি পাবে ‘যাও পাখি বলো তারে’। এতে মাহিয়া মাহির বিপরীতে আছেন আদর আজাদ ও শিপন মিত্র।

মাহিয়া মাহি (ছবি: ইনস্টাগ্রাম)
গত ৯ সেপ্টেম্বর মুক্তি পায় মাহিয়া মাহির নতুন সিনেমা ‘লাইভ’। ঢাকাসহ সারাদেশের ২৬টি সিনেমা হলে চলছে এটি। সাইকো-থ্রিলার ধাঁচের এই সিনেমায় তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন দর্শকরা।
শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাইভ’ সিনেমায় মাহিয়া মাহির বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও আদর আজাদ।
এর আগে ‘পোড়ামন’ (২০১৩) ও ‘জান্নাত’ (২০১৮) সিনেমায় জুটি বাঁধেন সাইমন-মাহি।

মাহিয়া মাহি (ছবি: ইনস্টাগ্রাম)
এদিকে গত ২৬ আগস্ট মুক্তি পায় মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় মাহিয়া মাহি অভিনীত ‘আশীর্বাদ’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির প্রযোজকের সঙ্গে তার ও চিত্রনায়ক জিয়াউল রোশানের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছিল।

মাহিয়া মাহি ও রাকিব সরকার (ছবি: ইনস্টাগ্রাম)
গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে ভালোবেসে ঘর বাঁধেন মাহিয়া মাহি। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেন তিনি। গত বছরের জুনে তাদের ডিভোর্স হয়।
২০১৫ সালের ১৫ মে কাজী অফিসে গিয়ে শাওন নামে একজনকে বিয়ে করেন মাহি।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
