নাটক
মেহজাবীনের কোটি ফলোয়ার

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)
ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে মেহজাবীন চৌধুরীকে এখন শীর্ষে ভাবলে ভুল হবে না। অভিনয় দক্ষতায় প্রতিটি নাটকে দর্শকদের মন জয় করে নেন তিনি। নিজের নতুন কাজ, স্থিরচিত্র ও বেড়ানোর কথা হরহামেশা সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করেন তিনি। তার নানান পোস্টে বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায়। ভক্তদের সঙ্গে আড্ডা দিতে লাইভ করেন মাঝে মধ্যে। এছাড়া সাধারণ কারও রক্তের প্রয়োজন হলে ভক্তদের এগিয়ে আসার আহ্বানও জানান এই তারকা। ফেসবুকে তার ফলোয়ার ১ কোটি ছুঁয়েছে।
ফেসবুকে দেশের শোবিজ তারকাদের মধ্যে কোটি ফলোয়ার আছে আর দুই জনের। তারা হলেন চিত্রনায়িকা পরীমনি এবং উপস্থাপক হানিফ সংকেত। কোটির এই অভিজাত ক্লাবে তৃতীয় তারকা হিসেবে ঢুকলেন মেহজাবীন।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিজয়ী হন মেহজাবীন। ২০১১ সালের ১১ মার্চ নিজের অফিসিয়াল ফেসবুক পেজ চালু করেন তিনি। এরপর অল্প সময়ে এটি ভেরিফায়েড হয়েছে।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)
ফেসবুকের বাইরে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রামে মেহজাবীনের ৪৭ লাখ ফলোয়ার আছে। এছাড়া টুইটারে রয়েছে ১ লাখ ৩৪ হাজারের বেশি ফলোয়ার।
এবারের ঈদুল আজহা উপলক্ষে চারটি নাটকে অভিনয় করেছেন মেহজাবীন। এরমধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত হচ্ছে আরটিভিতে প্রচারিত ‘অ্যাম্বুলেন্স গার্ল’। জাহান সুলতানার রচনা ও অনন্য ইমনের পরিচালনায় এতে নুসরাত চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাধারণ, সৎ ও দায়িত্বশীল মেয়েটি অ্যাম্বুলেন্স চালিয়ে সব প্রতিকূলতা জয় করে রোগীদের হাসপাতালে পৌঁছে দেয়। নারী হয়ে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কাজ করায় তাকে উপহাস হজম করতে হয়। নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন নুসরাত প্রতিনিয়ত সংগ্রাম করে যায়। যত ব্যস্ততা, বিপদ ও ক্লান্তিই থাকুক না কেন, তার কাছে মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব সবার আগে।
নুসরাতের পরিবারে আছে ভাই ও পক্ষাঘাতগ্রস্ত বাবা। বাবা আগে অ্যাম্বুলেন্স চালক ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে চাকরিটি পায় নুসরাত। সে একাধারে অ্যাম্বুলেন্স চালায়, নিজে কলেজে পড়ে, ছোট ভাইয়ের পড়াশোনার ব্যয় বহন করে এবং পরিবারের খরচসহ বাবার ওষুধের খরচ চালায়। মেয়েটি যখন এক রোগীকে অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতালে ছুটছিলো তখন বাবার মৃত্যুর সংবাদ শুনতে হয় তাকে।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)
মেহজাবীন অভিনীত নারীকেন্দ্রিক গল্পের আরেক নাটক ‘ভয়েস ক্লিপ’ প্রশংসিত হয়েছে। এনটিভিতে প্রচারিত শিহাব শাহীনের এই নাটকে দেখা যায়, একটি মেয়ে ক্যান্সারে আক্রান্ত বাবার চিকিৎসার খরচ জোগাড়ের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। বাবার জন্য টাকা সংগ্রহে নেমে অসংখ্য বাধার সম্মুখীন হয় সে।
মেহজাবীনের অন্য ঈদ নাটকগুলোর মধ্যে বাংলাভিশনে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘অন্ধ প্রেম’ এবং আরটিভিতে প্রচারিত হয়েছে আশিকুর রহমানের ‘বিভ্রান্তি’। এছাড়া ইউটিউবে সিএমভি চ্যানেলে মিজানুর রহমান আরিয়ানের ‘ব্যবধান’ এবং সুলতান এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্তি পেয়েছে মহিদুল মহিমের ‘হারানো সংবাদ’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
