গান বাজনা
রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ মারা গেছেন

সাদি মহম্মদ (ছবি: ফেসবুক)
বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ মারা গেছেন। আজ (১৩ মার্চ) সন্ধ্যার পর দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাত ৯টার দিকে গুণী এই শিল্পীর মৃত্যুর খবর পাওয়া যায়।
গত বছর ৮ জুলাই সাদি মহম্মদের মা জেবুন্নেছা সলিমউল্লাহ (৯৬) বার্ধক্যজনিত রোগে মারা যান। এরপর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।
১৯৭১ সালের ২৬ মার্চ সাদি মহম্মদের বাবা সলিমউল্লাহকে পাকিস্তানি সেনারা নির্মমভাবে হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরে সলিমউল্লাহ রোডের নামকরণ হয়েছে। সাদি মহম্মদের ভাই শিবলী মহম্মদ প্রখ্যাত নৃত্যশিল্পী।
সাদি মহম্মদ রবীন্দ্রসংগীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রবীন্দ্রসংগীতে তার মূল পরিচিতি গড়ে উঠলেও আধুনিক বাংলা গানেও অবদান রেখেছেন তিনি। তার কণ্ঠে রবীন্দ্রসংগীতের অনেক অ্যালবাম ও আধুনিক গান প্রকাশিত হয়েছে। তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক ছিলেন।
২০১৫ সালে বাংলা একাডেমি থেকে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার পান সাদি মহম্মদ। এর আগে ২০১২ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে চ্যানেল আই।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
