স্টার জোন
হাসপাতালে হাসান মাসুদের শারীরিক অবস্থার উন্নতি

হাসান মাসুদ (ছবি: ফেসবুক)
অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হওয়ায় রাজধানীর মহাখালীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে। নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। হাসান মাসুদের স্ত্রী শিমুল সিনেমাওয়ালা নিউজকে এসব তথ্য জানিয়েছেন।
গত ২৭ অক্টোবর রাতে মাথাব্যথা ও খিঁচুনির কারণে হাসান মাসুদকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, এই অভিনেতার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। এ কারণে তাকে স্ট্রোক ইউনিটে রাখা হয়।
সাংবাদিকতা ছেড়ে অভিনয়ে এসে তুমুল জনপ্রিয়তা পাওয়া হাসান মাসুদ হঠাৎ বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। মাঝে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘হিট’ দিয়ে ফিরেছিলেন তিনি। এরপর অনেকদিন ধরেই পর্দায় দেখা নেই তার।

হাসান মাসুদ (ছবি: ফেসবুক)
সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে আলোচিত হন হাসান মাসুদ। এরপর তিনি জানান, অভিনয়ে আর ফিরতে চান না।
হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে দায়িত্ব পালন করেছেন তিনি।
সাংবাদিকতা ছেড়ে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন হাসান মাসুদ। এরপর একই নির্মাতার ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়া টেলিভিশনে দর্শকপ্রিয় অনেক নাটকে দেখা গেছে তাকে। এ তালিকায় রয়েছে ‘গ্র্যাজুয়েট’, ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’, ‘প্রভাতী সবুজ সংঘ’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
