নাটক
৫ নাটকের জন্য সিডনিতে ফারহান-পায়েল

কেয়া পায়েল (ছবি: ফেসবুক)
ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মুশফিক আর. ফারহান ও কেয়া পায়েল এখন অস্ট্রেলিয়ার সিডনিতে। বেড়াতে নয়, শুটিং করতে গেছেন তারা। তাও একটি-দুটি নয়, পাঁচটি নাটকের কাজে সেখানে অবস্থান করছেন এই দুই তারকা।
সোশ্যাল মিডিয়ায় রবিবার (১৭ জুলাই) সন্ধ্যায় একটি ছবি শেয়ার করে সিডনিতে যাওয়ার খবর দেন মুশফিক আর. ফারহান। এতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি রেঞ্জ রোভার গাড়ির ওপর বসে আছেন তিনি। চোখে সানগ্লাস। টি-শার্ট, ব্লেজার, কেডস ও প্যান্টে সুদর্শন লাগছে তাকে।
কেয়া পায়েল অবশ্য গতকাল (১৬ জুলাই) সকালেই সিডনি পৌঁছে ভক্তদের ‘হ্যালো’ জানিয়েছেন।
জানা গেছে, নাটক পাঁচটি পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়। এগুলো প্রযোজনা করছেন ফখরুল আলম মজুমদার রিয়া ও সুমন সরকার।

মুশফিক আর. ফারহান (ছবি: ফেসবুক)
অস্ট্রেলিয়ার বৃহত্তম শহরগুলোর মধ্যে সিডনি অন্যতম। এটি নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী। শুটিংয়ের ফাঁকে সিডনি অপেরা হাউস, হারবার ব্রিজ এবং রয়েল বোটানিক গার্ডেন ঘুরে দেখার ইচ্ছে আছে ফারহান ও পায়েলের।
এবারের ঈদে মুশফিক আর. ফারহান ও কেয়া পায়েল একসঙ্গে দুটি নাটকে কাজ করেছেন। এরমধ্যে মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘একজন মধ্যবিত্ত বলছি’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তাদের অন্য নাটকটি হলো ইমরান রবিনের ‘চলো ভালোবাসি’।
এদিকে এবারের ঈদে মুশফিক আর. ফারহানের আরও কয়েকটি নাটক এসেছে ইউটিউবে। এগুলো হলো মহিদুল মহিমের ‘দরদ’ (তানজিন তিশা), মাহমুদ মাহিনের ‘শাদি মোবারক’ (পড়শী), ‘ডিয়ার লাভ’ (তানজিন তিশা) ও ‘মন বলে তুমি ফিরবেই’ (সামিরা খান মাহি)।

কেয়া পায়েল (ছবি: ফেসবুক)
ঈদুল আজহায় কেয়া পায়েলের মোট ১৮টি নতুন নাটক এসেছে ইউটিউবে। এরমধ্যে সাতটিতে তার সহশিল্পী জিয়াউল ফারুক অপূর্ব। এ তালিকায় রয়েছে মোরসালিন শুভর ‘আপনজন’, ‘বর কনে’, মো. তৌফিকুল ইসলামের ‘কিচির মিচির’, বি ইউ শুভ পরিচালিত ‘আই হেট ইউ বাড়িয়ালা’, ‘তোর জন্য পাগল’, ‘ভাই বড় বিপদে’ ও ‘ঘর জামাই এক্সপ্রেস’।
কেয়া পায়েলের অন্য ঈদ নাটকগুলো হলো শাহনেওয়াজ সজিবের ‘গল্প প্রেম’ (ঋষি কৌশিক), রুবেল হাসানের ‘বাইক চোর’ (ফারহান আহমেদ জোভান), শহিদ উন নবীর ‘বাবা তোমার জন্য’ (জোভান), রাফাত মজুমদার রিংকুর ‘ওরাও বাড়ি যাবে’ (তৌসিফ মাহবুব), জাহিদ প্রীতমের ‘ভালোবাসার কারাগার’ (তৌসিফ), ‘পিরিতের ছেড়া খেতা’ (তৌসিফ), ইমরাউল রাফাতের ‘ঝাল ফ্রাই’ (তৌসিফ), মোহাম্মদ মিফতাহ আনানের ‘জান কোরবান’ (তৌসিফ) ও ‘টাউট টগর’ (জোভান)।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড3 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
