Connect with us

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৪: আঁ সাঁর্তে রিগার প্রধান বিচারক এই তরুণ পরিচালক-অভিনেতা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

৬৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালে “ইট’স অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড” সিনেমার সংবাদ সম্মেলনে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরের অফিসিয়াল সিলেকশনের অংশ আঁ সাঁর্তে রিগা শাখার প্রধান বিচারক থাকবেন কানাডিয়ান পরিচালক-অভিনেতা হাভিয়ার দোলান। উৎসবটির অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ৩৪ বছর বয়সী হাভিয়ার দোলান বলেন, ‘আঁ সাঁর্তে রিগার জুরি প্রেসিডেন্ট হিসেবে কান ফিল্ম ফেস্টিভ্যালে ফিরতে উৎসব কর্তৃপক্ষের দেওয়া সম্মান পেয়ে আমি অভিভূত। সিনেমা নির্মাণের চেয়ে অন্যান্য নির্মাতাদের মেধা ও কর্মদক্ষতা খুঁজে দেখা আমার ব্যক্তিগত ও পেশাদার পথচলায় বরাবরই অপরিহার্য মনে করেছি। আঁ সাঁর্তে রিগার জুরি সদস্যদের সঙ্গে শৈল্পিক সিনেমার প্রতি নিজেকে নিবেদিত করার সুযোগ হবে।’

৭৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

নিজের লেখা ছোটগল্প অবলম্বনে হাভিয়ার দোলান ১৯ বছর বয়সে প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘আই কিল্ড মাই মাদার’-এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা, প্রযোজনা ও অভিনয় করেছেন। অভিষেকেই মাস্টারস্ট্রোক দেখিয়েছেন তিনি। ২০০৯ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের প্যারালাল শাখা ডিরেক্টর’স ফোর্টনাইটে তিনটি পুরস্কার জেতে এই সিনেমা। ৮২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) কানাডা থেকে মনোনীত হয় এটি।

৬৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

কান ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে হাভিয়ার দোলানের নিবিড় সম্পর্ক। ২০১০ সালে তার দ্বিতীয় সিনেমা ‘হার্টবিটস’ আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত হয়। এর মাধ্যমে মাত্র ২১ বছর বয়সে পরিচালনা, শৈল্পিক নির্দেশনা, পোশাক ও সম্পাদনাসহ সবদিকে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি।

৬৫তম কান ফিল্ম ফেস্টিভ্যালে ‘লরেন্স অ্যানিওয়েজ’ সিনেমার ফটোকলে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

২০১২ সালে হাভিয়ার দোলানের তৃতীয় সিনেমা ‘লরেন্স অ্যানিওয়েজ’ কান ফিল্ম ফেস্টিভ্যালের আঁ সাঁর্তে রিগায় নির্বাচিত হয়। এতে অনবদ্য নৈপুণ্যের সুবাদে সেরা অভিনেত্রী হন কানাডিয়ান তারকা সুজান ক্লেমোঁ।

কানে সুজান ক্লেমোঁ ও হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

হাভিয়ার দোলানের চতুর্থ সিনেমা ‘টম অন দ্য ফার্ম’ ২০১৩ সালে ৭০তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় নির্বাচিত হয় এবং ফিপরেসি অ্যাওয়ার্ড জিতে নেয়। একই বছর টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয় এটি।

৬৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

২০১৪ সালে ‘মমি’র মাধ্যমে প্রথমবার কানের মূল প্রতিযোগিতায় জায়গা করে নেন তিনি। এতে তুলে ধরা হয় ছেলেকে লালন-পালন করতে গিয়ে একজন একা মায়ের বিভিন্ন প্রতিবন্ধকতা।

কানের জুরি প্রাইজ জয়ের পর হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

প্রয়াত ফরাসি-সুইস কিংবদন্তি জ্যঁ-লুক গদারের ‘গুডবাই টু ল্যাঙ্গুয়েজ’ সিনেমার সঙ্গে যৌথভাবে জুরি প্রাইজ জেতে ‘মমি’। গদারের বয়স তখন ৮৪ বছর আর দোলানের বয়স ২৫ বছর। ৬৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা শাখার প্রধান বিচারক ছিলেন নিউজিল্যান্ডের নারী পরিচালক জেন ক্যাম্পিয়ন।

কানের জুরি প্রাইজ হাতে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

‘মমি’র সুবাদে জুরি প্রাইজ জিতে হাভিয়ার দোলান বলেন, ‘আসুন আমাদের স্বপ্নকে ধরে রাখি। কারণ আমরা একসঙ্গে মিলে পৃথিবী বদলে দিতে পারি। যারা সাহসী, কর্মঠ এবং কখনো হাল ছেড়ে না দেয় না, তাদের পক্ষে সবকিছুই করা সম্ভব।’

কানে ‘মমি’র সংবাদ সম্মেলনে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

৬৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা শাখায় বিচারকের আসনে ছিলেন হাভিয়ার দোলান। সেই আসরে কোয়েন ভ্রাতৃদ্বয়ের (জোয়েল ও এথান) নেতৃত্বে কাজ করেন তিনি।

৬৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালে গ্রাঁ প্রিঁ জয়ের পর হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

২০১৬ সালে হাভিয়ার দোলান পরিচালিত “ইট’স অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড” গ্রাঁ প্রিঁ ও ইকুমেনিক্যাল জুরি প্রাইজ জিতেছে। কানের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জয়ী দ্বিতীয় কানাডিয়ান পরিচালক তিনি। ফরাসি নাট্যকার-অভিনেতা জ্যঁ-লুক লাগার্সের নাটক অবলম্বনে তৈরি হয়েছে এটি।

৬৯তম কান ফিল্ম ফেস্টিভ্যালে গ্রাঁ প্রিঁ হাতে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

২০১৮ সালে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে হাভিয়ার দোলান পরিচালিত ‘দ্য ডেথ অ্যান্ড লাইফ অব জন এফ. ডোনাভ্যান’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এটি ইংরেজি ভাষায় তার প্রথম কাজ।

কানে ‘ম্যাথায়াস অ্যান্ড ম্যাক্সিম’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনীর আগে লালগালিচায় কানাডিয়ান অভিনেত্রী ক্যাথেরিন ব্রুনে ও হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

২০১৯ সালে ৭২তম কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় স্থান পায় হাভিয়ার দোলানের ফরাসি ও ইংরেজি ভাষার সিনেমা ‘ম্যাথায়াস অ্যান্ড ম্যাক্সিম’। এতে ছয় বছর পর ফের নিজের পরিচালনায় অভিনয় করেন তিনি।

৭২তম কান ফিল্ম ফেস্টিভ্যালে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

২০২২ সালে ছোট পর্দার জন্য হাভিয়ার দোলান পরিচালনা করেছেন ‘দ্য নাইট লগ্যান ওয়োক আপ’। কানাডায় ভিডিওট্রন এবং ফ্রান্সে ক্যানাল প্লাসে এটি দেখানো হয়।

৭২তম কান ফিল্ম ফেস্টিভ্যালে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

৭২তম কান ফিল্ম ফেস্টিভ্যালে হাভিয়ার দোলান (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতা শাখায় প্রধান বিচারক থাকবেন ‘বার্বি’ সিনেমার পরিচালক গ্রেটা গারউইগ। এবারের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হবে আগামী ১১ এপ্রিল। চিরাচরিতভাবে মে মাসেই হবে উৎসবটি। আগামী ১৪ মে এই আয়োজনের পর্দা উঠবে। দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে ১১ দিনের মহাযজ্ঞ চলবে ২৫ মে পর্যন্ত।

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৪: আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত ১৮ সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘সন্তোষ’ সিনেমার দৃশ্যে শাহানা গোস্বামী (ছবি: এমকেটু ফিল্মস)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরে অফিসিয়াল সিলেকশনের অংশ আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত হয়েছে ১৮টি সিনেমা। এগুলোর মধ্যে সেরা কাজগুলো বেছে নিতে প্রধান বিচারকের দায়িত্বে থাকছেন কানাডিয়ান পরিচালক-অভিনেতা জেভি দোলান। তার নেতৃত্বাধীন বিচারক প্যানেলে থাকছেন মরক্কোর পরিচালক আজমেই এল মুদির, ফরাসি পরিচালক মাইমুনা দুকুরে, লাক্সামবার্গিশ-জার্মান অভিনেত্রী ভিকি ক্রিপস, আমেরিকান সমালোচক টড ম্যাকার্থি।

ফ্রান্সের ভূমধ্যসাগরীয় শহর কানে আগামী ১৪ মে উৎসবের পর্দা উঠবে। এর পরদিন পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে রয়েছে আঁ সাঁর্তে রিগার উদ্বোধনী অনুষ্ঠান। এতে দেখানো হবে আইসল্যান্ডের রুনার রুনারসন পরিচালিত ‘হোয়েন দ্য লাইট ব্রেকস’।

‘দ্য শেমলেস’ সিনেমার দৃশ্য (ছবি: আরবান ফ্যাক্টরি)

এবারের কান উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। এর আগের দিন (২৪ মে) স্থানীয় সময় রাত ৮টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে আঁ সাঁর্তে রিগার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।

‘নোরা’ সিনেমার পোস্টার (ছবি: ব্ল্যাক সুগার পিকচার্স)

আঁ সাঁর্তে রিগা শাখায় নির্বাচিত ১৮টি সিনেমা

  • আরমান্ড (হল্ফদান উলমন তন্দেল, নরওয়ে; প্রথম সিনেমা)
  • ফ্লো (গিন্ট জিলবালোদিস, লাটভিয়া)
  • ব্ল্যাক ডগ (গুয়ান হু, চীন)
  • দ্য স্টোরি অব সুলেমান (বরিস লোজকাইন)
  • ডগ অন ট্রায়াল (লেটিটিয়া ডশ, ফ্রান্স/সুইজারল্যান্ড; প্রথম সিনেমা)
  • দ্য কিংডম (জুলিয়ান কোলোনা, ফ্রান্স; প্রথম সিনেমা)
  • হোয়েন দ্য লাইট ব্রেকস (রুনার রুনারসন, আইসল্যান্ড)
  • মাই সানশাইন (হিরোশি ওকুয়ামা, জাপান)
  • নিকি (সেলিন স্যালে, ফ্রান্স; প্রথম সিনেমা)
  • নোরা (তৌফিক আল জায়দি, সৌদি আরব)
  • অন বিকামিং অ্যা গিনি ফাউল (রুঙ্গানো নিয়োনি, জাম্বিয়া/ওয়েলশ)
  • সন্তোষ (সন্ধ্যা সুরি, ভারত/যুক্তরাজ্য)
  • সেপ্টেম্বর সেইস (আরিয়েন লাবেদ, গ্রিস/ফ্রান্স; প্রথম সিনেমা)
  • দ্য ড্যামড (রবার্তো মিনারভিনি, ইতালি)
  • দ্য শেমলেস (কনস্তান্তিন বোজানভ, বুলগেরিয়া)
  • দ্য ভিলেজ নেক্সট টু প্যারাডাইস (মো হারাবে, সোমালিয়া; প্রথম সিনেমা)
  • ভিয়েত অ্যান্ড নাম (ট্রুয়ং মিন কুই, ভিয়েতনাম)
  • হলি কাউ (লুইস কুরভয়জিয়ের, ফ্রান্স; প্রথম সিনেমা)
পড়া চালিয়ে যান

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কান ২০২৪: মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ২২ সিনেমা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘মেগালোপলিস’ সিনেমায় অ্যাডাম ড্রাইভার ও নাতালি এমানুয়েল (ছবি: আমেরিকান জোয়িট্রোপ)

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরের মধ্য দিয়ে আবার মেতে উঠবে ফ্রান্সের ভূমধ্যসাগরীয় তীর। আগামী ১৪ মে সাগরপাড়ের শহরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবটির পর্দা উঠবে।

মূল প্রতিযোগিতা শাখায় প্রধান বিচারকের দায়িত্বে থাকছেন ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। তার নেতৃত্বাধীন বিচারক প্যানেলে থাকছেন আমেরিকান অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন, ফরাসি অভিনেত্রী এভা গ্রিন, অভিনেতা ওমর সি, লেবানিজ পরিচালক নাদিন লাবাকি, জাপানিজ পরিচালক হিরোকাজু কোরি-এদা, ইতালিয়ান অভিনেতা পিয়ারফ্রান্সেসকো ফাভিনো, স্প্যানিশ পরিচালক হুয়ান আন্তোনিও বায়োনা ও তুর্কি চিত্রনাট্যকার এব্রু জেলান।

এবারের কান উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানে দেওয়া হবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম। মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ২২টি সিনেমার মধ্যে একটি জিতবে এটি। তালিকাটি দেখে নিন।

মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত ২২টি সিনেমা

‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমার দৃশ্য (ছবি: স্কাইথিয়া ফিল্মস)

  • দ্য অ্যাপ্রেনটিস (আলি আব্বাসি, ইরান/ডেনমার্ক)
  • মোটেল ডেস্টিনো (করিম আইনুজ, ব্রাজিল)

‘বার্ড’ সিনেমার দৃশ্য (ছবি: বিবিসি ফিল্ম)

  • বার্ড (আন্ড্রেয়া আর্নল্ড, যুক্তরাজ্য)

‘এমিলিয়া পেরেস’ সিনেমায় সেলেনা গোমেজ (ছবি: ফ্রান্স টু সিনেমা)

  • এমিলিয়া পেরেস (জ্যাক অদিয়াঁর, ফ্রান্স)

‘আনোরা’ সিনেমার দৃশ্য (ছবি: নিয়ন)

  • আনোরা (শন বেকার, যুক্তরাষ্ট্র)
  • মেগালোপলিস (ফ্রান্সিস ফোর্ড কপোলা, যুক্তরাষ্ট্র)
  • দ্য শ্রাউডস (ডেভিড ক্রোনেনবার্গ, কানাডা)
  • দ্য সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ, ফ্রান্স)
  • গ্র্যান্ড ট্যুর (মিগেল গোমেজ, পর্তুগাল)

‘মার্সেলো মিয়ো’র পোস্টার (ছবি: আদ ভিতাম ডিস্ট্রিবিউশন)

  • মার্সেলো মিয়ো (ক্রিস্তফ অনোরেঁ, ফ্রান্স)

‘কট বাই দ্য টাইডস’ সিনেমার দৃশ্য (ছবি: এক্সস্ট্রিম পিকচার্স)

  • কট বাই দ্য টাইডস (জিয়া জাং-কি, চীন)
  • অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত)

‘কাইন্ডস অব কাইন্ডনেস’ সিনেমায় এমা স্টোন (ছবি: সার্চলাইট পিকচার্স)

  • কাইন্ডস অব কাইন্ডনেস (ইয়োর্গোস লানতিমোস, গ্রিস)
  • বিটিং হার্টস (জিল লুঁলুশ, ফ্রান্স)
  • ওয়াইল্ড ডায়মন্ড (আগাত রিদাঁজে, প্রথম সিনেমা, ফ্রান্স)

‘ও কানাডা’ সিনেমায় জ্যাকব এলোর্ডি (ছবি: ফরগন ফিল্ম পিএসসি)

  • ও কানাডা (পল শ্রেডার, যুক্তরাষ্ট্র)

‘লিমোনোভ: দ্য ব্যালাড’ সিনেমায় বেন হুইশো (ছবি: ফ্রান্স থ্রি সিনেমা)

  • লিমোনোভ–দ্য ব্যালাড (কিরিল সেরেব্রেনিকোভ, রাশিয়া)
  • পার্তেনোপে (পাওলো সরেন্তিনো, ইতালি)

‘দ্য গার্ল উইথ দ্য নিডেল’ সিনেমার দৃশ্য (ছবি: নরডিস্ক ফিল্ম ডেনমার্ক)

  • দ্য গার্ল উইথ দ্য নিডেল (মান্নেস ফন হোর্ন, সুইডেন)
  • দ্য মোস্ট প্রেসাস অব কারগোজ (মিশেল অ্যাজানাভিসুস, ফ্রান্স)
  • দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ)

‘থ্রি কিলোমিটারস টু দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’ সিনেমার দৃশ্য (ছবি: মেমেন্টো ডিস্ট্রিবিউশন)

  • থ্রি কিলোমিটারস টু দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড (এমানুয়েল পারবু, রোমানিয়া)
পড়া চালিয়ে যান

কান ফিল্ম ফেস্টিভ্যাল

কানের অফিসিয়াল পোস্টারে আকিরা কুরোসাওয়ার প্রতি সম্মান

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টার (ছবি: কান ফিল্ম ফেস্টিভ্যাল)

৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টারে জাপানের কিংবদন্তি পরিচালক আকিরা কুরোসাওয়ার প্রতি সম্মান জানানো হয়েছে। তার পরিচালিত ‘র‌্যাপসোডি ইন অগাস্ট’ সিনেমার একটি দৃশ্য রাখা হয়েছে পোস্টারে। ১৯৯১ সালে ৪৪তম কান উৎসবে প্রতিযোগিতার বাইরে এর উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর ১৯৯৩ সালে ৪৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হয় তাঁর শেষ সিনেমা ‘মাদাদায়ো’।

কানের এবারের আসরের অফিসিয়াল পোস্টারে দেখা যাচ্ছে, রাতে খোলা আকাশের নিচে পাশাপাশি বসে আছে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ। তাদের ওপর ঠিকরে পড়েছে চাঁদের আলো। সামনে বিস্তৃত আকাশ, পাহাড় ও সবুজ বন। এতে ফুটে উঠেছে কাব্যিক সৌন্দর্য, সম্মোহনী জাদু ও চলচ্চিত্রের দৃশ্যমান সরলতা।

কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘পোস্টারটি আমাদের একত্রিত থাকা ও সবকিছুর মধ্যে সম্প্রীতির গুরুত্বের কথা মনে করিয়ে দেয়।’ এটি ডিজাইন করেছে প্যারিসের চারু ও কারুশিল্প প্রতিষ্ঠান হার্টল্যান্ড ভিলার লিওনেল আভিনিয়োঁ ও স্টেফান দে ভিভিয়েজ।

আকিরা কুরোসাওয়া (জন্ম: ২৩ মার্চ, ১৯১০; মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ১৯৯৮)

‘র‌্যাপসোডি ইন অগাস্ট’ সিনেমার গল্পে দেখা যায়, ১৯৪৫ সালের ৯ আগস্ট নাগাসাকি বোমা হামলার শিকার একজন বৃদ্ধা যুদ্ধের বিরুদ্ধে প্রাচীর হিসেবে প্রেম ও সততার প্রতি নিজের বিশ্বাসকে নাতি-নাতনি ও আমেরিকান ভাগ্নের চিন্তাভাবনায় ছড়িয়ে দেন।

আগামী ১৪ মে ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এবারের কান উৎসবের পর্দা উঠবে। মূল প্রতিযোগিতা শাখায় প্রধান বিচারকের দায়িত্বে থাকছেন ‘বার্বি’র পরিচালক গ্রেটা গারউইগ। আঁ সাঁর্তে রিগা শাখায় প্রধান বিচারক থাকবেন কানাডিয়ান পরিচালক-অভিনেতা হাভিয়ার দোলান।

৭৭তম কান উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁন।

পড়া চালিয়ে যান

সিনেমাওয়ালা প্রচ্ছদ