গান বাজনা
স্বাধীনতা পুরস্কার পেলেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান

মোহাম্মদ রফিকউজ্জামান (ছবি: ফেসবুক)
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ১০ জনকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে বাংলাদেশ সরকার। তাদের মধ্যে সংস্কৃতিতে এই স্বীকৃতি পাচ্ছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। আজ (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিভাগে পুরস্কার পাচ্ছেন কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন খুররম (মরণোত্তর)।

স্বাধীনতা পুরস্কার ২০২৪ প্রাপ্তদের তালিকা (ছবি: মন্ত্রিপরিষদ বিভাগ)
বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, ক্রীড়ায় ফিরোজা খাতুন এবং সমাজসেবা/জনসেবায় অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এস. এম. আব্রাহাম লিংকন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের একটি পদক, তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র দেওয়া হয়ে থাকে।

মোহাম্মদ রফিকউজ্জামান (ছবি: ফেসবুক)
গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এরমধ্যে ১৯৮৪ সালে ‘চন্দ্রনাথ’ ও ১৯৮৬ সালে ‘শুভদা’র সুবাদে সেরা গীতিকবি হয়েছেন তিনি। দুটোই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ২০০৮ সালে ‘মেঘের কোলে রোদ’ সিনেমার জন্য সেরা কাহিনিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মোহাম্মদ রফিকউজ্জামান। ১৯৬১-১৯৮৭ সাল পর্যন্ত তিনি মঞ্চ, বেতার ও টেলিভিশনের জন্য শতাধিক নাটক লিখেছেন।

মোহাম্মদ রফিকউজ্জামান (ছবি: ফেসবুক)
১৯৬৫ সাল থেকে বাংলাদেশে বেতারে নিয়মিত গান লিখছেন মোহাম্মদ রফিকউজ্জামান। তার প্রকাশিত গানের সংখ্যা দুই হাজারের বেশি। ১৯৭৩ সাল থেকে তিনি নিয়মিতভাবে সিনেমার জন্য গান লিখছেন। প্রায় শতাধিক সিনেমার জন্য গান লিখেছেন। তার লেখা গানের মধ্যে উল্লেখযোগ্য- ‘সেই রেললাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে’, ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম’, ‘দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক’, ‘আমার মতো এত সুখী নয়তো কারো জীবন’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘আমার মন পাখিটা যায়রে উড়ে যায়’, ‘পদ্ম পাতার পানি নয়’, ‘মাঠের সবুজ থেকে সূর্যের লাল’, ‘কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল’।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
