গান বাজনা
ঈদ নাটকে ইমন সাহার সুর-সংগীতে অয়ন-আনিসার গান

(বাঁ থেকে) ইমন সাহা, আতিয়া আনিসা ও অয়ন চাকলাদার (ছবি: ফেসবুক)
সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা সাধারণত সিনেমার গান তৈরি করে থাকেন। একসময় নিয়মিত ছোট পর্দার নাটকের আবহ সংগীত সাজাতেন তিনি। অনেক বছর পর নাটকের গান সুর করেছেন ইমন সাহা। তারই সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। ‘ঈদ ভ্যাকেশন’ নামের একটি নাটকের জন্য তৈরি হয়েছে এই গান।
নাটকের গান প্রসঙ্গে ইমন সাহা বলেন, “যতটা মনে পড়ে, সর্বশেষ ‘বকুলপুর’ নাটকের টাইটেল গান তৈরি করেছিলাম। এতে কণ্ঠ দিয়েছিলো কোনাল। তাও ৮-১০ বছর তো হবেই। এরপর আর নাটকের জন্য কাজ করা হয়নি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রতিষ্ঠিত একজন নির্মাতা। তার ‘ঈদ ভ্যাকেশন’ নাটকের জন্য গান সুর করে ভালো লাগলো। গানের কথাগুলো খুব সুন্দর। অয়ন ও আনিসা দারুণ গেয়েছে। শ্রোতাদের ভালো লাগলে আমরা সবাই খুশি হবো।”

ইমন সাহা (ছবি: ফেসবুক)
এর আগে বদরুল আনাম সৌদ পরিচালিত ‘শ্যামা কাব্য’ সিনেমায় ইমন সাহার সুর-সংগীতে একটি গান গেয়েছেন অয়ন ও আনিসা। নাটকের জন্য এই ত্রয়ী এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন।

আতিয়া আনিসা (ছবি: ফেসবুক)
নতুন গানটির কথা লিখেছেন জনি হক। ‘পরাণ’ সিনেমায় তার লেখা ‘চলো নিরালায়’ গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পান অয়ন ও আনিসা। ‘ঈদ ভ্যাকেশন’ নাটকের মাধ্যমে আবার তারা একই গানে কাজ করলেন।

অয়ন চাকলাদার (ছবি: ফেসবুক)
‘ঈদ ভ্যাকেশন’ নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও কেয়া পায়েল। ঈদুল আজহা উপলক্ষে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আসবে নাটকটি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস