ঢালিউড
বিয়েবিচ্ছেদের কথা জানালেন আরিফিন শুভ

অর্পিতা সমাদ্দার ও আরিফিন শুভ (ছবি: ফেসবুক)
চিত্রনায়ক আরিফিন শুভ ও তার স্ত্রী অর্পিতা সমাদ্দারের বিয়েবিচ্ছেদ হয়েছে। গত ২০ জুলাই তারা এই সিদ্ধান্ত নেন। ১১ দিন পর সেই কথা প্রকাশ্যে আনলেন শুভ।
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার মেয়ে অর্পিতাকে বিয়ে করেন আরিফিন শুভ। ৯ বছরের বেশি সময় পর তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটলো।
গতকাল (৩১ জুলাই) রাত ৯টা ২৫ মিনিটে সোশ্যাল মিডিয়ায় আরিফিন শুভ লিখেছেন, ‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি, তারপরও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচবো।’

অর্পিতা সমাদ্দার ও আরিফিন শুভ (ছবি: ফেসবুক)
বিচ্ছেদ হলেও প্রাক্তনের প্রশংসা করেছেন শুভ, ‘অনেক চড়াই-উতরাইয়ের পরও অর্পিতা আমার ও আমার মায়ের জন্য যা করেছেন, সেটার জন্য তার প্রতি আমি চিরকৃতজ্ঞ ও চিরঋণী।’
গত ২৪ জানুয়ারি রাতে আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা যান। এ প্রসঙ্গে তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে আছে, যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারবো।’

অর্পিতা সমাদ্দার ও আরিফিন শুভ (ছবি: ফেসবুক)
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণ হারানো শিক্ষার্থীদের কথা ভোলেননি শুভ। তিনি লিখেছেন, ‘দেশের সাম্প্রতিক ঘটনায় শিক্ষার্থীসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবার জীবনে শান্তি আসুক, দেশেও শান্তি ফিরে আসুক এই কামনায়।’
আরিফিন শুভকে সর্বশেষ ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। এখন তার হাতে আছে রায়হান রাফীর ‘নূর’ (জান্নাতুল ফেরদৌস ঐশী, মিঠু খানের ‘নীল চক্র’ (মন্দিরা চক্রবর্তী) ও অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’ (নুসরাত ফারিয়া)।
-
ছবিঘর2 years agoতাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড3 years ago‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years agoআমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years agoবুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years agoরাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years agoশাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
