Connect with us

গান বাজনা

বরেণ্য ১২ গীতিকবির জীবন নিয়ে মাহমুদ মানজুরের বই

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

(বাঁ থেকে) জয় শাহরিয়ার, কবির বকুল, মাহমুদ মানজুর ও লিটন অধিকারী রিন্টু (ছবি: আজব প্রকাশ)

দেশবরেণ্য ১২ জন গীতিকবির জীবনীভিত্তিক একটি গ্রন্থ প্রকাশিত হলো। এটি লিখেছেন গীতিকবি ও সাংবাদিক মাহমুদ মানজুর। তিনি এই বইয়ের নাম রেখেছেন ‘গীতিজীবন’। এতে রয়েছে মোহাম্মদ রফিকউজ্জামান, মুনশী ওয়াদুদ, মনিরুজ্জামান মনির, লিটন অধিকারী রিন্টু, নাসির আহমেদ, জাহিদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, কবির বকুল, আসিফ ইকবাল, শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল ও প্রয়াত গাজী মাজহারুল আনোয়ারের সাক্ষাৎকারধর্মী জীবনালেখ্য।

‘গীতিজীবন’ প্রকাশ করেছে আজব। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের এই প্রতিষ্ঠানের পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ উপহার হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। গতকাল (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এই আয়োজনে ‘গীতিজীবন’-এর মোড়ক উন্মোচন করেন গীতিকবি মুনশী ওয়াদুদ ও লিটন অধিকারী রিন্টু। পরে যোগ দেন আরেক গীতিকবি কবির বকুল।

মাহমুদ মানজুর (ছবি: আজব প্রকাশ)

‘গীতিজীবন’ প্রসঙ্গে মাহমুদ মানজুর বলেন, ‘সংবাদমাধ্যম ও গীতিকবিতায় ২৫ বছর ধরে লিখছি। এরমধ্যে বছর তিনেক ধরে একটা দরকারি গ্রন্থ তৈরির তাগিদ অনুভব করলাম। যেটা কেউ আগে করেনি। সেই ভাবনা থেকে দেশের গুণী ১২ জন গীতিকবির জীবনচিত্রের প্রায় পুরোটাই এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা চালিয়েছি। গীতিকবিদের নিয়ে এর ধারাবাহিকতা সামনেও রক্ষা করতে চাই।’

(বাঁ থেকে) জয় শাহরিয়ার, লিটন অধিকারী রিন্টু, মাহমুদ মানজুর ও মুনশী ওয়াদুদ (ছবি: আজব প্রকাশ)

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের বিশেষ অতিথি মুনশী ওয়াদুদ মনে করেন– এমন গ্রন্থ বর্তমান প্রজন্মের জন্য তো বটেই, বাংলা সংগীত ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘মাহমুদ মানজুর দিনের পর দিন খেটে আমাদের সঙ্গে কথা বলে তিল তিল করে অসম্ভব ধৈর্য নিয়ে এই অসাধ্য সাধন করেছেন। যেটি গ্রন্থের পাতাগুলোতে চোখ রাখলেই স্পষ্ট হয়। আমি গ্রন্থেটির একজন অংশীদার হতে পেরে সুখ বোধ করছি।’

মাহমুদ মানজুর ও ১২ জন গীতিকবি (ছবি: আজব প্রকাশ)

একইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আরেক কিংবদন্তি গীতিকবি লিটন অধিকারী রিন্টু। তার ভাষায়, ‘আমার জীবনের গল্প এই গ্রন্থে যেভাবে তুলে ধরেছেন লেখক, সেটি পড়লে আমি আবেগতাড়িত হয়ে পড়ি। কারণ, আমি নিজেও নিজের জীবনটাকে এভাবে উল্টে দেখিনি। শুধু তাই নয়, এই গ্রন্থের যে মানুষগুলোর জীবনচিত্র লেখক তুলে ধরেছেন, তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ মানুষ। তাদের সম্পর্কেও অজানা তথ্য জানতে পারলাম। আমার বিশ্বাস, বাংলাদেশের সংগীত ইতিহাসের এক অসামান্য দলিল হয়ে থাকবে এই গ্রন্থ।’

আজব প্রকাশের নির্দিষ্ট বিক্রয়কেন্দ্র ছাড়াও ‘গীতিজীবন’ পাওয়া যাবে রকমারিসহ গ্লোবাল ডিজিটাল আউটলেটগুলোতে। প্রতিটি কপির দাম ৬০০ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন হামীম কেফায়েত।

সিনেমাওয়ালা প্রচ্ছদ