কান ফিল্ম ফেস্টিভ্যাল
কান ২০২৩: স্বর্ণপাম জিতলেন ফরাসি নারী
একনজরে
- স্বর্ণপাম জিতেছে ‘অ্যানাটমি অব অ্যা ফল’
- স্বর্ণপাম জয়ী তৃতীয় নারী জাস্টিন ত্রিয়েত
- মূল প্রতিযোগিতায় স্থান পায় ২০টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ও ১টি প্রামাণ্যচিত্র
- দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার জিতেছে ‘দ্য জোন অব ইন্টারেস্ট’
কান ফিল্ম ফেস্টিভ্যালের আবার নারীর জয়গান। উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতলেন ফ্রান্সের জাস্টিন ত্রিয়েত। ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার সুবাদে সম্মানটি উঠলো তার হাতে। গতকাল (২৭ মে) দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ৪৪ বছর বয়সী এই পরিচালকের হাতে স্বর্ণপাম তুলে দেন আমেরিকান অভিনেত্রী জেন ফন্ডা।
জাস্টিন ত্রিয়েত কান ফিল্ম ফেস্টিভ্যালের স্বর্ণপাম জয়ী তৃতীয় নারী। এর আগে ১৯৯৩ সালে নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন (দ্য পিয়ানো) এবং ২০২১ সালে ফ্রান্সের জুলিয়া দুকুরনো (তিতান) স্বর্ণপাম জিতেছেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারক হিসেবে কাজ করেছেন জুলিয়া দুকুরনো। তার পাশাপাশি বিচারক প্যানেলে ছিলেন ‘ক্যাপ্টেন মারভেল’ তারকা ব্রি লারসন, আমেরিকান অভিনেতা পল ড্যানো, মরোক্কান পরিচালক মরিয়ম টুজানি, ফরাসি অভিনেতা দঁনি মিনোশেঁ, জাম্বিয়ান-ওয়েলশ পরিচালক-চিত্রনাট্যকার রুঙ্গানো নিয়োনি, আফগান কথাসাহিত্যিক-নাট্যকার আতিক রহিমি, আর্জেন্টাইন পরিচালক দামিয়ান সিফ্রন। জুরি প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন দুইবারের স্বর্ণপাম জয়ী সুইডিশ নির্মাতা রুবেন অস্টলান্ড।
এবারের আসরে মূল প্রতিযোগিতা শাখায় স্থান পায় ২০টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ও ১টি প্রামাণ্যচিত্র। এরমধ্যে স্বর্ণপাম জিতলো ‘অ্যানাটমি অব অ্যা ফল’ । দুইবার স্বর্ণপাম জয়ী কেন লোচ, একবার স্বর্ণপাম জয়ী ভিম ভেন্ডার্স, কোরি-এদা হিরোকাজু, নুরি বিলগে জেলান ও নান্নি মোরেত্তির মতো নির্মাতাদের হটিয়ে সেরা হয়েছেন জাস্টিন ত্রিয়েত। এবারের আসরে মূল প্রতিযোগিতায় স্থান পাওয়া রেকর্ডসংখ্যক সাত নারীর একজন তিনি।
পুরস্কার গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে ফ্রান্সে পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদী কথা বলেন জাস্টিন ত্রিয়েত। পাশাপাশি তরুণ নির্মাতাদের জন্য আরও সুযোগ বৃদ্ধির আহ্বান জানান তিনি।
‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার গল্পে দেখা যায়, তুষারপাতে স্বামীর মৃত্যুর পর প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হয় জার্মান লেখক সান্ড্রা। আদালতে বিচারকার্যের সময় নিজেকে নির্দোষ প্রমাণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যান এই নারী। এর চিত্রনাট্য লিখেছেন জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি। গত ২১ মে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। আগামী ২৩ আগস্ট ফ্রান্সের সিনেমা হলে মুক্তি পাবে এটি।
গত ২৬ মে পাম ডগ পুরস্কার জিতেছে ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমার কুকুর মেসি। স্নুপ চরিত্রে সীমান্তে ঘুরে বেড়ায় সে।
কান উৎসবের মূল প্রতিযোগিতায় ‘সিবিল’ সিনেমার মাধ্যমে ২০১৯ সালে প্রথমবার জায়গা পান জাস্টিন ত্রিয়েত। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জার্মান অভিনেত্রী সান্ড্রা হুলার। এবার ‘অ্যানাটমি অব অ্যা ফল’ সিনেমায় সান্ড্রা চরিত্রে দেখা গেছে তাকে।
চমকপ্রদ ব্যাপার হলো, দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জয়ী জনাথন গ্লেজারের ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ সিনেমাতেও অভিনয় করেছেন সান্ড্রা হুলার। এতে পোল্যান্ডের আউশউইৎস বন্দিশিবিরের কমান্ড্যান্ট রুডলফ হোসের স্ত্রী হেদবিৎসের ভূমিকায় দেখা গেছে ৪৫ বছর বয়সী এই তারকাকে। সিনেমাটির গল্পে রয়েছে বন্দিশিবিরের পাশেই বসতি গড়া একটি পরিবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেখানে ১১ লাখের বেশি মানুষকে হত্যা করেছিল নাৎসিরা।
যদিও সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তুরস্কের মারভে দিজদার। নুরি বিলগে জেলান পরিচালিত ‘অ্যাবাউট ড্রাই গ্রাসেস’ সিনেমায় প্রত্যন্ত একটি গ্রামের একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ভিম ভেন্ডার্স পরিচালিত ‘পারফেক্ট ডেজ’ সিনেমায় জাপানের রাজধানী টোকিওর একজন টয়লেট ক্লিনারের চরিত্রে দারুণ নৈপুণ্য দেখিয়ে সেরা অভিনেতা হয়েছেন কোজি ইয়াকুশো। গল্পে লোকটি শুধু বই পড়ে এবং গান শোনে।
একদশকেরও বেশি সময় মূল প্রতিযোগিতায় ফেরা ফিনল্যান্ডের আকি কাউরিসমাকির ‘ফলেন লিভস’ পেয়েছে জুরি প্রাইজ। তিনি সমাপনী অনুষ্ঠানে না থাকায় পুরস্কারটি গ্রহণ করেন তার সিনেমার প্রধান নায়ক-নায়িকা আলমা পয়েস্তি ও ইউসি ভাতানেন। এর গল্পে রয়েছে এক শান্ত তরুণী ও মদে আসক্ত এক তরুণের মধ্যে গড়ে ওঠা অন্যরকম প্রেম।
ফরাসি-ভিয়েতনামিজ নির্মাতা ট্র্যান আন হাং জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার। ঊনিশ শতকের পটভূমিতে নির্মিত খাবারকেন্দ্রিক সিনেমা ‘দ্য পত-অঁ-ফো’র সুবাদে তার হাতে এসেছে এই স্বীকৃতি। এতে দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন ফরাসি তারকা জুলিয়েট বিনোশ ও বুঁনোয়া ম্যাজিমেল।
সেরা চিত্রনাট্যের পুরস্কার দিতে মঞ্চে এসে হলিউডের রাইটার্স গিল্ড অব আমেরিকার ধর্মঘটকে সমর্থন জানান আমেরিকান অভিনেতা জন সি. রাইলি। এজন্য প্রায় ১ মিনিট নির্বাক থেকে তিনি বলেন, ‘চিত্রনাট্যকার ছাড়া সিনেমা কেমন হতে পারে সেটা নিশ্চয়ই বুঝেছি আমরা।’
সেরা চিত্রনাট্যকার হয়েছেন জাপানের ইউজি সাকামোতো। তিনি অনুষ্ঠানে না থাকায় পুরস্কার গ্রহণ করেন ‘মনস্টার’ সিনেমার পরিচালক জাপানের কোরি-এদা হিরোকাজু। এর গল্পে দেখা যায়, দুই স্কুলছাত্রের বন্ধুত্বকে ঘিরে ক্রমাগত ভুল বোঝাবুঝির চিত্র।
নবাগত পরিচালকের পুরস্কার সোনার ক্যামেরা জিতেছেন ভিয়েতনামের তরুণ থিয়েন আন ফাম। তার পরিচালিত ‘ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেল’ ক্যামেরা দ’র শাখার বিচারক ফরাসি অভিনেত্রী আনাইস দ্যুমোস্তিয়েরের মন জয় করেছে। অফিসিয়াল সিলেকশন ও প্যারালাল শাখায় (ডিরেক্টরস’ ফোর্টনাইট ও ইন্টারন্যাশনাল ক্রিটিকস’ উইক) নির্বাচিত সিনেমার মধ্য থেকে সেরা নবাগত পরিচালক নির্বাচন করা হয়েছে। ‘ইনসাইড দ্য ইয়েলো কোকুন শেল’ স্থান পায় ডিরেক্টরস’ ফোর্টনাইটে।
শর্টফিল্মের স্বর্ণপাম জিতেছেন হাঙ্গেরির নারী ফ্লোরা আন্না বুদা। তার পরিচালিত ‘টোয়েন্টি সেভেন’ এই স্বীকৃতি পেয়েছে। তাকে স্বর্ণপাম তুলে দেন এবারের শর্টফিল্ম ও লা সিনেফ শাখার প্রধান বিচারক হাঙ্গেরির পরিচালক ইলদিকো এনিয়াদি। তার দৃষ্টিতে শর্টফিল্ম শাখায় স্পেশাল মেনশন পেয়েছে আইসল্যান্ডের তরুণী কুন্নুর মার্তিন্সদত্তির স্লুতার পরিচালিত ‘ইন্ট্রুশন’।
পুরস্কার বিতরণ শেষে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে দেখানো হয় পিক্সার স্টুডিওসের অ্যানিমেটেড সিনেমা ‘এলেমেন্টাল’। এর গল্প একটি শহরকে কেন্দ্র করে যেখানে চারটি উপাদান একসঙ্গে বসবাস করে। এগুলো হলো আগুন, পানি, মাটি ও বাতাস।
কান উৎসবের এবারের আসরে হলিউডের প্রথম সারির অনেকে অংশ নিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য লিওনার্দো ডিক্যাপ্রিও, হ্যারিসন ফোর্ড, রবার্ট ডি নিরো, শন পেন প্রমুখ।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস