Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে সাড়ে ৫ লাখ টাকা জিতলো আফসানা মিমির ‘লাল বাতির নীল পরীরা’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আফসানা মিমি (ছবি: ফেসবুক)

২২তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ‘ওয়েস্ট মিটস ইস্ট: স্ক্রিনপ্লে ল্যাব’ আয়োজনে প্রথম পুরস্কার জিতেছে অভিনেত্রী আফসানা মিমি ও নির্মাতা তানভীর হোসাইনের ‘লাল বাতির নীল পরীরা’। তারা যৌথভাবে পেয়েছেন নগদ ৫ হাজার ডলার (সাড়ে ৫ লাখ টাকা)।

দ্বিতীয় পুরস্কার ৩ হাজার ডলার পেয়েছে ভারতের নির্মাতা ঈশান শর্মার ‘কবুতর’ এবং তৃতীয় পুরস্কার হিসেবে ২ হাজার ডলার পেয়েছেন শ্রীলঙ্কার বাভানিধা লোগানাথানের ‘কুট্টু’।

আফসানা মিমি (ছবি: ফেসবুক)

ঢাকার ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজে গত ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ছিলো নির্মাতাদের মিথস্ক্রিয়ামূলক চার দিনের সেমিনার ও কর্মশালা ‘ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য ল্যাব’। এবারের আসরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ১২৭টি চিত্রনাট্য জমা পড়ে। এর মধ্য থেকে বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ের পাঁচজন জুরির মূল্যায়নে ১‌০টি চিত্রনাট্য নির্বাচন করা হয়। এগুলোর নির্মাতারা উৎসবে প্রযোজক, পরিবেশকসহ অন্যান্য কলাকুশলীদের সঙ্গে আলোচনায় অংশ নেন। কয়েকদিনের যাচাই-বাছাইয়ের পর তিনটি চিত্রনাট্যকে গতকাল (২৬ জানুয়ারি) রাতে পুরস্কৃত করা হয়।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ প্রতিপাদ্য নিয়ে ২২তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে শুরু হয় গত ২০ জানুয়ারি। রেইনবো ফিল্ম সোসাইটির তত্ত্বাবধানে বাংলাদেশের ৭১টিসহ ৭৪ দেশের ২৫২টি চলচ্চিত্র বিনামূল্যে উপভোগ করা যাচ্ছে এবারের আসরে। এরমধ্যে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ১২৯টি এবং শর্টফিল্ম ১২৩টি। আগামী (২৮ জানুয়ারি) উৎসবের সমাপনী হবে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ