Connect with us

বলিউড

অটোরিকশায় ঘুরে কী করলেন অনুপম খের

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অটোরিকশা ভ্রমণের সময় পথশিশুদের সঙ্গে অনুপম খেরের সেলফি
অটোরিকশা ভ্রমণের সময় পথশিশুদের সঙ্গে অনুপম খেরের সেলফি (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের মাঝে মধ্যে ভারতের মুম্বাইয়ে অটোরিকশা ভ্রমণে বেরিয়ে পড়েন। ঘুরে বেড়ানোর সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। এতে দেখা যাচ্ছে, একজন অটোরিকশা চালকের সঙ্গে আলাপ করছেন এই অভিনেতা। এছাড়া আছে পথশিশুরা, সকালে হাঁটতে বেরোলে যাদের সঙ্গে নিয়মিত দেখা হয় তার।

ভিডিওটি শেয়ার করে অনুপম খের লিখেছেন, ‘অটোরিকশায় ঘুরছি। আমার সঙ্গে আছে প্রাতঃভ্রমণের বন্ধুরা, চালক দুবে জি এবং মুম্বাইয়ের সড়ক! বাবা বলতেন, দুনিয়ায় সবচেয়ে সহজ কাজ হলো অন্যকে খুশি করা। ভিডিওটি দেখুন ও উপভোগ করুন, আমি যেমন করেছি! সুখ, আনন্দ, মানসিক শান্তি।’

অনুপম খেরের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় বসে মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে চালক দুবের ভিডিও ধারণের পাশাপাশি তার সঙ্গে আলাপ করছেন তিনি। সিগন্যালে অটো থামলে ছুটে আসে কয়েকটি শিশু। তারা প্রত্যেকে তাকে আঙ্কেল ডেকেছে। সবার হালচাল জানতে চেয়েছেন অনুপম খের। এরপর বাক্স থেকে শনপাপড়ি খেতে দেন তাদের। সবশেষে সেলফি তুলেছেন সবাই।

সম্প্রতি কাজ সেরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে ফিরেছেন অনুপম খের। সবশেষ দ্য কাশ্মীর ফাইলস সিনেমায় দেখা গেছে তাকে। কিছুদিন আগে উঁচাই সিনেমার কাজ শেষ করেছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ