বলিউড
‘অনেক প্রথম কিছু তোমার কারণে হয়েছে’

সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত (ছবি: ইনস্টাগ্রাম)
দুই বছর আগে অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে হারায় ভারতীয় সিনেমা। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ। মাত্র ৩৪ বছর বয়সে নিভে গেছেন এই তারকা।
আজ সুশান্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণ করেছেন বলিউড অভিনেত্রীরা।

সুশান্ত সিং রাজপুত ও সারা আলি খান (ছবি: ইনস্টাগ্রাম)
সুশান্তের বিপরীতে ‘কেদারনাথ’ (২০১৮) সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সারা আলি খানের। সাইফ-কন্যা বরাবরই প্রয়াত এই তারকার ভূয়সী প্রশংসা করেছেন।
মঙ্গলবার (১৪ জুন) ইনস্টাগ্রামে অদেখা একটি স্থিরচিত্র শেয়ার করে নিজের প্রথম নায়ককে নিয়ে অনেক কিছু বলেছেন সারা। এটি ‘কেদারনাথ’ সিনেমার সেটে তোলা।

সারা আলি খান ও সুশান্ত সিং রাজপুত (ছবি: ইনস্টাগ্রাম)
সারা লিখেছেন, ‘প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো থেকে শুরু করে টেলিস্কোপে বৃহস্পতি গ্রহ ও চাঁদ দেখা, অনেক প্রথম কিছুই তোমার কারণে হয়েছে আমার। সেইসব মুহূর্ত ও স্মৃতি উপহার দেওয়ায় তোমাকে ধন্যবাদ। আজ পূর্ণিমা রাতে আকাশের দিকে তাকিয়ে অনুভব করেছি, তুমি প্রিয় তারা এবং নক্ষত্রপুঞ্জের মধ্যে উজ্জ্বল হয়ে আছো, চিরকাল তাই থাকবে। জয় ভোলেনাথ।’

সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী (ছবি: ইনস্টাগ্রাম)
সুশান্তের মৃত্যুর পর বেরিয়ে আসে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য। এর মধ্যে অন্যতম তার মাদকসেবন। তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। সারার সঙ্গে সম্পর্কের পাট চুকে যাওয়ার পর সুশান্তের জীবনে আসেন রিয়া।

সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী (ছবি: ইনস্টাগ্রাম)
সুশান্তের অপমৃত্যু মামলায় রিয়া ও তার ভাইকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। মাদককাণ্ডে গ্রেফতার হয়ে কারাবাস করেছিলেন তারা।

সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী (ছবি: ইনস্টাগ্রাম)
জামিনে মুক্ত থাকা রিয়া ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন। সুশান্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কয়েকটি অদেখা স্থিরচিত্র শেয়ার করে তিনি লিখেছেন, ‘তোমাকে প্রতিদিন মিস করি।’
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস