Connect with us

ঢালিউড

‘অন্তর্জাল’: টিজারে মুখোশধারী ভয়ংকর অপরাধী কে?

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘অন্তর্জাল’ সিনেমার টিজারের দৃশ্য (ছবি: টাইগার মিডিয়া)

আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘অন্তর্জাল’ সিনেমার টিজার প্রকাশিত হলো। দেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার এটি। এর ১ মিনিট ১৪ সেকেন্ডের টিজারে মুখোশধারী ভয়ংকর এক অপরাধীকে দেখানো হয়েছে। কে সে?

টিজারের শুরুতে সাগরপাড়ে পাহাড়ের ওপর নির্জন একটি বাংলো দেখা যায়। সেই সঙ্গে প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা কণ্ঠ কানে ভেসে আসে, ‘আমার শোতে স্বাগতম।’ আরেকটি দৃশ্যে ডিজিটাল নিরাপত্তা সংস্থাকে ভিডিওর মাধ্যমে লোকটি হুমকি দিয়ে বলে, ‘বিশ্বাস রাখুন, এটা (ধ্বংসযজ্ঞ) শুধু শুরু!’

‘সাধারণ হ্যাকারদের কাজ নয় এটা’, ‘পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে’, এমন কিছু সংলাপের মাধ্যমে মুখোশধারী অপরাধীর ভয়াবহ কর্মকাণ্ডের প্রভাব বোঝা যায়।

এরপর একফ্রেমে দেখা যায় সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম ও সুনেরাহ বিনতে কামালকে। সবার চোখ কম্পিউটারের মনিটরে।

‘অন্তর্জাল’ সিনেমার টিজারের দৃশ্য (ছবি: টাইগার মিডিয়া)

‘অন্তর্জাল’ সিনেমায় লুমিন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। টিজারে তার মুখে শোনা যায় দুটি সংলাপ। তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে ওদের (হ্যাকার) অনেক বড় একটা প্ল্যান (পরিকল্পনা) আছে, সেটা জানতে হবে।’

প্রিয়মকে সাহস জোগাতে লুমিন বলে, ‘এই (সাইবার) যুদ্ধে জিততে হলে আগে বাঁচতে হবে।’ প্রিয়ম চরিত্রে থাকছেন সুনেরাহ বিনতে কামাল।

‘অন্তর্জাল’ সিনেমার টিজারে বিদ্যা সিনহা মিম (ছবি: টাইগার মিডিয়া)

বিদ্যা সিনহা মিম ডিজিটাল নিরাপত্তা সংস্থার কর্মীর ভূমিকায় দর্শকদের সামনে আসছেন। টিজারে তার মুখে শোনা যায়, ‘এটা শেষ জ্বর, অসুখটা আরো বড়।’

কিছুদিন আগে প্রকাশিত ‘অন্তর্জাল’ সিনেমার ফার্স্টলুক পোস্টার আলোচিত হয়েছে। এতে কালো রঙের অনেক হুডি থাকলেও মুখ দেখা গেছে ছয় জনের। সিয়াম, মিম ও সুনেরাহ ছাড়া বাকি তিন জন হলেন এবিএম সুমন, মাশরুর ইনান ও অমিত সিনহা। টিজারে এবিএম সুমনকে কয়েকটি অ্যাকশন দৃশ্যে দেখা গেছে।

‘অন্তর্জাল’ সিনেমার টিজারে বিদ্যা সিনহা মিম ও এবিএম সুমন (ছবি: টাইগার মিডিয়া)

‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’-এর পর পরিচালক দীপংকর দীপনের তৃতীয় সিনেমা ‘অন্তর্জাল’। এর চিত্রনাট্য তারই। গল্পটি লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপও সাইফুল্লাহ রিয়াদের।

‘অন্তর্জাল’ সিনেমার টিজারে এবিএম সুমন (ছবি: টাইগার মিডিয়া)

সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের (আইসিটি) উদ্যোগে ‘অন্তর্জাল’ প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিওস এবং স্পেলবাউন্ড লিও বার্নেট। বাংলাদেশের পাশাপাশি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ