Connect with us

ছবি ও কথা

অবশেষে বউয়ের মুখ দেখালেন জোভান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ভালোবেসে ঘর বেঁধেছেন। ১০ দিন আগে তিনি বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনলেও সেগুলোতে নববধূ সাজিন আহমেদ নির্জনার মুখ স্পষ্ট বোঝা যায়নি। অবশেষে বউয়ের মুখ দেখালেন এই তারকা।

নির্জনার সঙ্গে তোলা দুটি সেলফি গতকাল (২২ জানুয়ারি) রাতে ফেসবুকে শেয়ার দিয়ে জোভান লিখেছেন, ‘আমরা রঙ নিয়ে খেলেছি।’

জোভানের রঙ মাখা মুখে ভালোবাসা এঁকে দিয়েছেন নির্জনা। তার একটি সেলফিতে ধরা পড়লো সেই বহিঃপ্রকাশ।

নির্জনার মেহেদি রাঙা হাতের একটিতে জোভানের নাম এবং অন্যটিতে তাদের নামের ইংরেজি অদ্যাক্ষর আঁকা।

জোভান-নির্জনা দম্পতির সঙ্গে রঙ খেলার আনন্দ ভাগাভাগি করেছেন অভিনেতা সিয়াম আহমেদ, তৌসিফ মাহবুব, তামিম মৃধা, অভিনেত্রী সাফা কবির, মুমতাহিনা টয়া।

ছোট পর্দার তারকাদের নিয়ে শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ সিনেমার ‘লুট পুট গ্যায়া’ গানের তালে নেচেছেন জোভান-নির্জনা দম্পতি।

হৃদয় আকৃতির ইমোজি জুড়ে দিয়ে নির্জনার সঙ্গে তোলা ছবিটি গতকাল (২২ জানুয়ারি) বিকেল ৫টায় শেয়ার করেছেন জোভান।

নির্জনার সঙ্গে বিয়েতে তোলা একটি ছবি গোলাপি হৃদয় আকৃতির ইমোজিসহ গতকাল (২১ জানুয়ারি) শেয়ার দিয়ে জোভান লিখেছেন, ‘বাকিটা আল্লাহ ভরসা।’ তবে এতে তার বউ চোখ বুজে রেখেছিলেন। একই ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার ‘তেরে হাওয়ালে’ গানটি জুড়ে দিয়েছেন জোভান।

 

View this post on Instagram

 

A post shared by Farhan Ahmed Jovan (@farhanahmdjovan)

নির্জনার সঙ্গে ধারণকৃত একটি ভিডিও গত ২০ জানুয়ারি ফেসবুক ও ইনস্টাগ্রামে দিয়েছেন জোভান। ভিডিওটির নেপথ্যে বেজেছে জোভান অভিনীত ‘লাভ সেমিস্টার’ নাটকের গান ‘কোনো এক সকালে তোকে প্রথম দেখেছি, মনের এই গভীরে তোকে আমার করেছি।’

ঢাকায় ঘরোয়া পরিসরে গত ১২ জানুয়ারি সাজিন আহমেদ নির্জনাকে বিয়ে করেন জোভান। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জনা শোবিজের কেউ নন। তিনি থাকেন পুরান ঢাকায়।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ