নাটক
অবিবাহিত ৩০ বছর বয়সী নারীদের প্রতি মেহজাবীনের বার্তা
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজের অভিনীত ‘তিথিডোর’ নাটকের প্রসঙ্গ টেনে ৩০ বছরের বেশি বয়সী অবিবাহিত নারীদের প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি বার্তা দিয়েছেন। তার আহ্বান, ‘নিজেকে ভালোবাসুন, নিজের কাছের মানুষকে ভালোবাসুন।’
গতকাল (২১ জুন) বিকেলে ফেসবুকে মেহজাবীন অনুরো:ধ জানিয়েছেন এভাবে, ‘নিজের পাশের মানুষকে, নিজের কাছের মানুষকে জিজ্ঞেস করুন, সে কেমন আছে? তার কষ্ট হচ্ছে কিনা? আপনার একটা ফোন কল, নক, টেক্সট কিংবা সাক্ষাৎ হয়তো কারো জন্য বিশেষ একটি মুহূর্তে অমূল্য হয়ে দাঁড়াতে পারে! দেরি হয়ে যাওয়ার আগে আপনারা চেষ্টা করুন। নিজেকে ভালোবাসুন, নিজের কাছের মানুষকে ভালোবাসুন। জীবন সুন্দর। এর চাইতে সুন্দর আর কোনো কিছু নেই, কখনো হবেও না!’
মেহজাবীন উল্লেখ করেন, “কোনো সাসপেন্স-থ্রিল নেই ‘তিথিডোর’ নাটকে। নেই কোনো খুন-মারামারি। নেই রহস্য কিংবা টুইস্ট। তারপরও এই গল্প বলা খুব জরুরি মনে করছেন তিনি, ‘আমাদের চারপাশে এখন যে অস্থির সময় চলছে, সেখানে এই গল্পটাই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। কারণ তিথিডোর একটি অনুভূতির গল্প, যে অনুভুতি প্রত্যেক সাধারণ মানুষের মধ্যে আছে। ‘তিথিডোর’ দেখে এর মূল বক্তব্য অনুধাবন করার চেষ্টা করুন।”
গতকাল সকালে ‘তিথিডোর’ নাটক নিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট দিয়েছেন মেহজাবীন। তিনি লিখেছেন, ‘আপনার বয়স ৩০ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে, সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভালো আছে। আপনার তখন মনে হবে, দিজ ইজ নট ফেয়ার। আমাদের সবার জীবনেই এমন একটি মুহূর্ত এসেছে যখন আমরা ভেবেছি আর বেঁচে থেকে লাভ কী? তার ওপর আপনি যদি ৩০ বছরের অবিবাহিত নারী হন তাহলে তো আর কথাই নাই। আপনি জীবিত থাকলেও কিছু অঘোষিত নিয়ম আপনার আত্মবিশ্বাস কেড়ে নেবে।’
মেহজাবীনের মন্তব্য, ‘ডিপ্রেশন ইজ রিয়েল, আমাদের আশেপাশে অনেকেই এই রোগে ভুগছেন। কিন্তু তারা হয়তো নিজেরাই জানেন না। ডিপ্রেশনের কোনো স্পেসিফিক সিম্পটম নেই, চোখের দেখায় বোঝা যায় না এবং এই কারণেই আমাদের প্রিয়জনদের আচরণে যদি পরিবর্তন দেখা যায় কিংবা অস্বাভাবিক লাগে তাহলে তার সঙ্গে মন খুলে কথা বলার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিতে সহযোগিতা করুন।’
‘তিথিডোর’ নাটকে ৩০ বছর বয়সী অবিবাহিত মেয়েদের টানাপোড়েন থেকে হতাশা ও আত্মহননের চিন্তা তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে মেহজাবীন ফেসবুক স্ট্যাটাসে যোগ করেছেন, ‘এই কাজটির সঙ্গে আমাদের ইউনিটের ব্যক্তিগত আবেগ জড়িয়ে আছে নানাভাবে। সেজন্য এই নাটক আমাদের জন্য অনেক স্পেশাল। লেট টুয়েনটিজ এবং ৩০-এর ঊর্ধ্বে যেই নারীরা আছেন, কাজটি আপনাদের উৎসর্গ করলাম।’
ইতোমধ্যে ‘তিথিডোর’ নাটকের জন্য অনেক সাড়া পেয়েছেন মেহজাবীন। বিশেষ করে নারীরা এই ভিন্নধর্মী কাজের জন্য তার ভূয়সী প্রশংসা করেছেন। এতে তার চরিত্রের নাম নিশাত। নাটকটির গল্প ও পরিচালনায় ভিকি জাহেদ। চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। ঈদের পরদিন (১৮ জুন) চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে এটি। এরপরই এটি এসেছে ইউটিউবে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস