Connect with us

গান বাজনা

অরিজিতের কনসার্টের একটি টিকিটের দাম ১৬ লাখ রুপি!

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অরিজিৎ সিং

হৃদয়ছোঁয়া গায়কীর সুবাদে শ্রোতাদের কাছে অন্যরকম গ্রহণযোগ্যতা পেয়েছেন অরিজিৎ সিং। উপমহাদেশে তার অগণিত ভক্ত এবং সোশ্যাল মিডিয়ায় বিপুলসংখ্যক ফলোয়ার। কনসার্টে ৩৫ বছর বয়সী এই তারকার কণ্ঠে সরাসরি গান শোনা ভক্তদের কাছে স্বপ্নপূরণের চেয়ে কম কিছু নয়। যদিও আসন্ন একটি কনসার্টের টিকিট চড়া দামে বিক্রি করায় তাকে নেটিজেনদের সমালোচনা হজম করতে হচ্ছে।

২০২৩ সালের জানুয়ারিতে ভারতের পুনে শহরে ‘ওয়ান নাইট অনলি ট্যুর’ শিরোনামের কনসার্টে সংগীত পরিবেশন করবেন অরিজিৎ সিং। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হওয়ায় অনেক ভক্ত বুকিং দিতে শুরু করেছেন। তাদেরই একজন সোশ্যাল মিডিয়ায় টিকিটের মূল্য তালিকার একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। চমকপ্রদ ব্যাপার হলো, একেকটি টিকিটের দাম ৯৯৯ রুপি থেকে শুরু হয়ে ১৬ লাখ রুপি পর্যন্ত রাখা হয়েছে! ভক্তদের জন্য ঘটনাটা যেন দুঃস্বপ্নের মতো!

অরিজিৎ সিং

অরিজিৎ সিং (ছবি: টুইটার)

জানা গেছে, ‘ওয়ান নাইট অনলি ট্যুর’ কনসার্টের ভেন্যু বিভিন্ন জোনে বিভক্ত থাকবে। এরমধ্যে ব্রোঞ্জ ও সিলভার টিকিটধারীদের দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করতে হবে। অন্যদিকে গোল্ড, প্লাটিনাম লেফট, প্লাটিনাম রাইট, ডায়মন্ড লেফট ও ডায়মন্ড রাইট টিকিটের ক্রেতারা বসে গান শুনতে পারবেন।

সবচেয়ে ব্যয়বহুল জোন হলো প্রিমিয়াম লাউঞ্জ (পিএল)। এটি চারটি ভাগে বিভক্ত থাকবে। এখানে অফুরান খাবার এবং অ্যালকোহল পানের সুবিধা পাওয়া যাবে।

অরিজিৎ সিং

অরিজিৎ সিং (ছবি: টুইটার)

ভক্তের স্ক্রিনশট অনুযায়ী, পিএলফোর টিকিটের মূল্য ১০ লাখ রুপি, পিএলথ্রি টিকিটের দাম ১২ লাখ রুপি, পিএলটু টিকিটের দাম ১৪ লাখ রুপি এবং পিএলওয়ান টিকিটের মূল্য ১৬ লাখ রুপি।

এটাই প্রথম নয়, এর আগেও খবরের শিরোনাম হয়েছে অরিজিতের কনসার্ট। কয়েক সপ্তাহ আগে কলকাতার ভক্তরা টিকিটের প্রচণ্ড দামের ব্যাপারটি তুলে ধরে। তখন নেটিজেনদের একটি অংশ আয়োজকদের প্রতি টিকিটের দাম কমানোর অনুরোধ জানান। টিকিটের মূল্য ছিল সর্বনিম্ন ২৫০০ রুপি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ