Connect with us

বলিউড

চিকিৎসক হিসেবে কোন নায়িকা আয়ুষ্মানের ক্রাশ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা বৈচিত্র্যময় চিত্রনাট্য বাছাইয়ের সুবাদে ধারাবাহিক সাফল্য পেতে সক্ষম হয়েছেন। তার অভিনীত সিনেমার তালিকা দেখলে বোঝা যায়, ভারতের সবচেয়ে নিরীক্ষাধর্মী অভিনেতাদের একজন হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি।

গত ১৪ অক্টোবর সিনেমা হলে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ডক্টর জি’। এতে চিকিৎসক উদয় গুপ্ত চরিত্রে দেখা গেছে তাকে। এছাড়া চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন রাকুল প্রীত সিং, শেফালি শাহ, ইন্দ্রনীল সেনগুপ্ত, প্রিয়ম সাহা, শ্রদ্ধা জৈন, কারিশমা সিং ও অনুজ গৌর।

অনুভূতি কাশ্যাপ পরিচালিত সিনেমাটির গল্প অর্থোপেডিক্স হতে চাওয়া এক মেডিক্যাল শিক্ষার্থীকে কেন্দ্র করে। ঘটনাক্রমে সে হয়ে যায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ! এতে সমাজের বাঁধাধরা ধ্যানধারণার মধ্যে একজন পুরুষ স্ত্রীরোগ বিশেষজ্ঞের প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে।

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানা (ছবি: ইনস্টাগ্রাম)

আয়ুষ্মান খুরানাকে এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিলো, সিনেমার যেকোনো একজন চিকিৎসক তার চিকিৎসা করবেন, কাকে বেছে নেবেন তিনি? অপশন ছিলো তিনটি- ‘থ্রি ইডিয়টস’ থেকে কারিনা কাপুর খান, ‘কাল হো না হো’র সোনালি বেন্দ্রে এবং ‘সালাম নমস্তে’র প্রীতি জিনতা।

হাসিমুখে ৩৭ বছর বয়সী এই তারকা উত্তরে বলেন, ‘সালাম নমস্তে চমৎকার একটি সিনেমা। এটি আমার সত্যি পছন্দের।’

প্রীতি জিনতা

প্রীতি জিনতা (ছবি: ইনস্টাগ্রাম)

নিজের চিকিৎসক হিসেবে প্রীতি জিনতাকে বেছে নেওয়ার সময় আয়ুষ্মান খুরানা উল্লেখ করেন, স্কুলজীবনে প্রীতি জিনতা ছিলেন তার ক্রাশ।

৪৭ বছর বয়সী প্রীতি জিনতা এখন আমেরিকায় স্বামীর সঙ্গে থাকেন। সবশেষ ২০১৮ সালে ‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমার মাধ্যমে তাকে বড় পর্দায় দেখা গেছে।

এদিকে আয়ুষ্মান খুরানার হাতে এখন একগুচ্ছ কাজ। এরমধ্যে রয়েছে ‘ড্রিম গার্ল’ সিনেমার সিক্যুয়েল। এতে তার সঙ্গে থাকছেন এ প্রজন্মের অভিনেত্রী অনন্যা পান্ডে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আগের কিস্তিতে প্রধান নায়িকা ছিলেন নুসরাত ভারুচা।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ