ওয়ার্ল্ড সিনেমা
অস্কারজয়ী আসগর ফারহাদি গল্প চুরি করেছেন?
অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা আসগর ফারহাদিকে গল্প চুরির অভিযোগে ইরানের একটি আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। ইরানি এই পরিচালকের সাবেক ছাত্রী আজাদেহ মাসিহজাদেহ দাবি করেছেন, তার প্রামাণ্যচিত্র ‘অল উইনারস, অল লুজারস’ থেকে আইডিয়া চুরি করে আসগর ফারহাদির ‘অ্যা হিরো’ ছবিটি তৈরি হয়েছে।
তবে আসগর ফারহাদি গল্প চুরির অভিযোগ অস্বীকার করেছেন এবং আজাদেহ মাসিহজাদেহের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে পাল্টা মামলা দায়ের করেছেন।
আসগর ফারহাদি জানান, তিনি গল্পটি স্বাধীনভাবে গবেষণা করেছেন। এর প্রধান চরিত্র রহিম (আমির জাদিদি)। স্ত্রীর সঙ্গে তালাক হয়ে যাওয়া এই লোকটির এক পুত্রসন্তান আছে। দেনা পরিশোধ করতে না পেরে ইরানে কারাভোগ করে রহিম। দুই দিনের অস্থায়ী মুক্তি পেয়ে স্বর্ণের কয়েন ভর্তি একটি হ্যান্ডব্যাগ পায় সে। সেটি সঠিক মালিককে ফেরত দেওয়ার জন্য সরকারিভাবে এবং গণমাধ্যমে প্রশংসিত হয় রহিম। কিন্তু অল্প সময়ের ব্যবধানে তার দিকে সন্দেহের তীর দানা বাঁধে।
‘অ্যা হিরো’ ৭৪তম কান উৎসবে গ্রাঁ প্রিঁ পুরস্কার পায়। তার হাতে এই সম্মান তুলে দেন আমেরিকান নির্মাতা অলিভার স্টোন।
২০১২ সালে ‘অ্যা সেপারেশন’ এবং ২০১৭ সালে ‘দ্য সেলসম্যান’ ছবির জন্য অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র পুরস্কার জেতেন আসগর ফারহাদি।
গত জানুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র ‘টকিং মুভিজ’ অনুষ্ঠানে আসগর ফারহাদি বলেন, ‘গল্পটি কীভাবে জন্ম নিলো এবং ডালপালা মেললো তা পেছনে ফিরে তাকিয়ে মনে করা আমার পক্ষে সত্যি কঠিন। এমন কিছু গল্প থাকে যেগুলো অবচেতনভাবে মনের ভেতর বিকশিত হয়। ধীরে ধীরে তা আকার নিতে শুরু করে এবং চিত্রনাট্য তৈরির জন্য আবেগ কাজ করে। সম্ভবত ১২-১৫ বছর আগে স্থানীয় সংবাদপত্র সংগ্রহ করতাম এবং এ ধরনের গল্পের অনুসন্ধানে আমার শিক্ষার্থীদের নিয়ে কাজ করতাম।’
মাসিহজাদেহ জানান, ২০১৪ সালে তেহরানে কার্নামেহ ইনস্টিটিউশনে আসগর ফারহাদির একটি কর্মশালার সময় ‘অল উইনারস, অল লুজারস’ প্রামাণ্যচিত্রের গল্প গবেষণা করেছিলেন তিনি। ২০১৮ সালে ইরানের একটি চলচ্চিত্র উৎসবে এটি প্রদর্শিত হয়েছিল।
‘অল উইনারস, অল লুজারস’ প্রামাণ্যচিত্রের মূল চরিত্র মোহাম্মদ রেজা শোক্রির এক সন্তান। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার। অর্থনৈতিক কারণে কারাবন্দি সে। সাময়িক ছাড়া পাওয়ার পর টাকাভর্তি একটি ব্যাগ পায় রেজা। সেই টাকা ফেরত দেওয়ার চেষ্টা কীভাবে তার জীবনে প্রভাব ফেলেছিল সেটাই তুলে ধরা হয়েছে বাকি অংশে।
মাসিহজাদেহ দাবি করেছেন, প্রামাণ্যচিত্রটির মূল ভাবনা আসগর ফারহাদির এমন তথ্য উল্লেখ করা একটি নথিতে ২০১৯ সালে তার সই নেওয়া হয়। আসগর ফারহাদির খ্যাতি ও প্রভাবের কথা চিন্তা করে সই দিয়েছিলেন তিনি। ২০২১ সালের অক্টোবরে নিজের প্রামাণ্যচিত্র ও ‘অ্যা হিরো’র মধ্যে সাদৃশ্য চোখে পড়ে তার।
আমেরিকান সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারকে আজাদেহ মাসিহজাদেহ জানিয়েছেন, তার বিরুদ্ধে আসগর ফারহাদির মানহানির মামলা খারিজ করে দিয়েছে তেহরানের একটি মিডিয়া আদালত। কারণ তিনি পর্যাপ্ত প্রমাণ দিতে পারেননি। উল্টো ওই আদালতের মনে হয়েছে, কপিরাইট লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে জানতে আসগর ফারহাদির জন্য সমন জারি করার যথেষ্ট প্রমাণ রয়েছে।
আজাদেহ মাসিহজাদেহ বলেন, ‘আমি জনাব ফারহাদিকে আমার শিক্ষক হিসেবে অনেক সম্মান করি। মাঝে মধ্যে আমার মনে হয়, আগ বাড়িয়ে আমার কথা বলা উচিত হয়নি।’
আসগর ফারহাদির আইনজীবী কাবা রাদ ইনস্টাগ্রামে জানিয়েছেন, মামলাটি এখন একটি ফৌজদারি আদালত এবং সম্ভবত একটি আপিল আদালত পুনরায় পরীক্ষা করবে। তিনি জোর দিয়ে বলেছেন, ‘এই সমন আদালতের চূড়ান্ত রায় নয়, বরং মামলার প্রক্রিয়ার অংশ।’
আইনজীবী আরও জানিয়েছেন, ‘অ্যা হিরো’র আয়ের একটি অংশ দাবি করে মাসিহজাদেহের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এছাড়া ছবিটির গল্প নিজের জীবন অবলম্বনে দাবি করা একজন সাবেক কারাবন্দির একটি মানহানির মামলা খারিজ করেছে আদালত।
মামলায় হেরে গেলে ইরানি আইন অনুযায়ী ৭৪টি বেত্রাঘাত অথবা দুই বছরের কারাদণ্ডে হতে পারে মাসিহজাদেহের।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস