Connect with us

হলিউড

অস্কার অনুষ্ঠানে নিষিদ্ধ উইল স্মিথের নতুন সিনেমার লক্ষ্য অস্কার

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

উইল স্মিথ

‘এমানসিপেশন’ সিনেমার দৃশ্যে উইল স্মিথ (ডানে)

হলিউড অভিনেতা উইল স্মিথের নতুন সিনেমা ‘এমানসিপেশন’ মুক্তির পরিকল্পনা ২০২৩ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার গুঞ্জন ভেসে বেড়িয়েছে অনেকদিন। তবে অ্যাপল ফিল্ম জানিয়েছে, আগামী ২ ডিসেম্বর সিনেমা হলে আসবে এটি। অস্কারের জাঁকজমক অনুষ্ঠানে আরেক শিল্পীকে চড় দেওয়ার পর এবারই প্রথম তার কোনো সিনেমা মুক্তি পেতে চলেছে।

সিনেমা হলে প্রদর্শনের একসপ্তাহ পরই (৯ ডিসেম্বর) স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে উপভোগ করা যাবে ‘এমানসিপেশন’। আগামী বছরের অস্কারকে মাথায় রেখেই সিনেমাটি ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এজন্য গত ৩ অক্টোবর একটি ট্রেলার অবমুক্ত হয়েছে। অস্কার অনুষ্ঠান থেকে ১০ বছর নিষিদ্ধ হলেও উইল স্মিথের মনোনয়ন কিংবা বিজয়ী হওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়নি।

আন্টোয়ান ফুকুয়া পরিচালিত ‘এমানসিপেশন’-এর গল্প ক্রীতদাস গর্ডনের পালিয়ে যাওয়ার সত্যি ঘটনা অবলম্বনে। ১৮৬০-এর দশকে মুক্তির খোঁজে যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা রাজ্যের জলাভূমির প্রতিকূল পথ পেরোয় সে। এরপর ইউনিয়ন আর্মিতে যোগ দেয়। দাস থাকাকালে চাবুকের আঘাত পাওয়ায় তার পিঠে অনেক ক্ষত সৃষ্টি হয়। ১৮৬৩ সালে হারপার’স উইকলিতে সেসব ছবি প্রকাশের পর সারাবিশ্বে তোলপাড় সৃষ্টি হয় এবং আমেরিকায় দাসপ্রথা নিয়ে জোরালো প্রশ্ন ওঠে।

গর্ডনের নাম সিনেমায় রাখা হয়েছে পিটার। এ চরিত্রে অভিনয় করেছেন ৫৪ বছর বয়সী উইল স্মিথ। তিনি ‘এমানসিপেশন’-এর চার প্রযোজকের একজন।

গত মার্চে ‘কিং রিচার্ড’ সিনেমায় টেনিস তারকা ভেনেসা ও সেরেনা উইলিয়ামসের বাবার ভূমিকায় দারুণ নৈপুণ্য দেখিয়ে অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতেন উইল স্মিথ। কাকতালীয় ব্যাপার হলো, অ্যাপল টিভি প্লাস প্রথম স্ট্রিমিং সার্ভিস হিসেবে ‘কোডা’ সিনেমার মাধ্যমে অস্কার পায়। ‘এমানসিপেশন’ সিনেমার শুটিং হয়েছে তারও আগে।

উইল স্মিথ

অস্কারে উইল স্মিথ (ছবি: টুইটার)

অস্কার অনুষ্ঠানে স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে রসিকতা করায় উইল স্মিথ মঞ্চে উঠে কৌতুক অভিনেতা ক্রিস রককে আচমকা কষে চড় মারেন। এ ঘটনায় অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস তাকে ১০ বছরের জন্য অস্কার অনুষ্ঠানে নিষিদ্ধ করে। এছাড়া তিনি অস্কারের সদস্য থেকে পদত্যাগ করেছেন। পরে ক্রিস রকের কাছে জনসমক্ষে ক্ষমা চেয়েছেন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ