Connect with us

বিশ্বসংগীত

অস্কার ও গ্র্যামি জয়ী এই গায়িকা মারা গেছেন

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

আইরিন কারা

খ্যাতিমান গায়িকা-অভিনেত্রী আইরিন কারা মারা গেছেন। তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফেম’ সিনেমার মাধ্যমে খ্যাতি পান আইরিন কারা। এতে অভিনয়ের জন্য ১৯৮১ সালের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী শাখায় মনোনয়ন পান তিনি। এছাড়া তার গাওয়া ‘ফেম’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিলো।

১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফ্ল্যাশড্যান্স’ সিনেমার ‘ফ্ল্যাশড্যান্স… হোয়াট অ্যা ফিলিং’ গানটি গাওয়ার সুবাদে অস্কার ও গ্র্যামি জেতেন তিনি। ‘ফ্ল্যাশড্যান্স’ ১৯৮৩ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় তিন নম্বরে ছিলো।

আইরিন কারা

অস্কার পুরস্কার হাতে আইরিন কারা (ছবি: টুইটার)

পরবর্তী সময়ে হলিউড কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড ও টেটাম ও’নীলের বিপরীতে অভিনয় করেছেন আইরিন কারা।

১৯৫৯ সালে নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন আইরিন কারা। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বাবা পুয়ের্তোরিকান আর মা কিউবান-আমেরিকান। স্প্যানিশ ভাষার টেলিভিশন চ্যানেলে গানের ক্যারিয়ার শুরু হয় তার। শৈশবে স্প্যানিশ ও ইংরেজি ভাষার গান করেন তিনি। পরে মঞ্চনাটকের গানে অংশ নেন।

আইরিন কারার প্রতিনিধি জুডিথ অ্যা মুজ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রয়াত শিল্পী নতুন গানের কাজ করছিলেন। ম্যানেজারকে নিয়ে আইরিন কারার অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে চান তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ