Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

অস্কার ২০২৩: একনজরে বিজয়ী তালিকা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

(বাঁ থেকে) কে হুই কোয়ান, মিশেল ইয়ো, ব্রেন্ডন ফ্রেজার ও জেমি লি কার্টিস (ছবি: দ্য অ্যাকাডেমি)

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসরে হলিউডসহ বিশ্ব সিনেমায় ২০২২ সালের সেরা কাজগুলোকে ২৩টি শাখায় পুরস্কৃত করা হলো। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রায় ১০ হাজার ভোটার বিজয়ীদের নির্বাচন করেছেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে হলিউডের ডলবি থিয়েটারে অস্কারের মহাযজ্ঞ শুরু হয় আজ (১৩ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৬টায়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান টিভি তারকা জিমি কিমেল। আবারও অস্কার মঞ্চে ফিরলেন তিনি। এর আগে টানা দুইবার অস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেন এমি অ্যাওয়ার্ড জয়ী ৫৪ বছর বয়সী এই উপস্থাপক-প্রযোজক। ২০১৭ সালে ৮৯তম এবং ২০১৮ সালে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে তাকে দেখা গেছে।

অনুষ্ঠানে নিজেদের মনোনীত গান গেয়ে শুনিয়েছেন সুপারস্টার রিয়ানা, লেডি গাগা, ভারতীয় গায়ক রাহুল সিপলিগুঞ্জ ও কালা ভৈরবা। ‘ইন মেমোরিয়াম’ পর্বে গত ১২ মাসে প্রয়াত হওয়া বিশ্ব সিনেমার গুণীদের স্মরণ করে গেয়েছেন লেনি ক্রাভিৎজ। মূল আয়োজন শুরুর আগে শ্যাম্পেন রঙের কার্পেটে জৌলুস ছড়িয়েছেন তারকারা।

ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করছে অস্কারের জমকালো অনুষ্ঠান। বিশ্বের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করছেন এই আয়োজন।

সেরা সিনেমার পুরস্কার গ্রহণ করে অনুভূতি জানাচ্ছেন আমেরিকান প্রযোজক জনাথান ওয়াং। তার সঙ্গে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এর কলাকুশলীরা (ছবি: টুইটার)

একনজরে ৯৫তম অস্কারের বিজয়ী তালিকা

সেরা সিনেমা
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

সেরা অভিনেতা
ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)

সেরা অভিনেত্রী
মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা পরিচালক
ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব-অভিনেতা
কে হুই কোয়ান (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)

সেরা মৌলিক চিত্রনাট্য
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট)

সেরা রূপান্তরিত চিত্রনাট্য
উইমেন টকিং (সারাহ পলি)

সেরা অ্যানিমেটেড সিনেমা
গিয়ের্মো দেল তোরো’স পিনোকিও (নেটফ্লিক্স)

সেরা চিত্রগ্রহণ
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জেমস ফ্রেন্ড)

সেরা পোশাক পরিকল্পনা
ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার (রুথ কার্টার)

সেরা প্রামাণ্যচিত্র
নাভালনি

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
দ্য এলিফ্যান্ট হুইসপারার্স (কার্তিকি গঞ্জালভেস ও গুনীত মঙ্গা)

সেরা সম্পাদনা
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স (পল রজার্স)

সেরা আন্তর্জাতিক সিনেমা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (জার্মানি)

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
দ্য হোয়েল

সেরা মৌলিক সুর
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (ভলকার বার্টেলমান)

সেরা মৌলিক গান
নাটু নাটু (আরআরআর; সুর-সংগীত এম.এম. কিরাবানি, গীতিকবি চন্দ্রবোস)

সেরা শিল্প নির্দেশনা
অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট (ক্রিস্টিয়ান এম. গোল্ডবেক ও আর্নেস্টাইন হিপার)

সেরা শব্দ
টপ গান: ম্যাভেরিক

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা
দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স

সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমা
অ্যান আইরিশ গুডবাই

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ