Connect with us

হলিউড

‘অ্যাভাটার’ সিক্যুয়েলের ওয়ার্ল্ড প্রিমিয়ারে নীল কার্পেট

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

হলিউডে জমকালো যেকোনো আয়োজনে লালগালিচার জৌলুস দেখা যায়। মাঝে মধ্যে সবুজ গালিচাও থাকে। কিন্তু যুক্তরাজ্যের লন্ডনে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে বিছানো হলো নীল কার্পেট! কারণ এর প্রেক্ষাপট প্যান্ডোরা গ্রহের না’ভি সম্প্রদায়কে কেন্দ্র করে, যাদের সারা শরীর নীল। তাছাড়া এবারের পর্বে রয়েছে সমুদ্রের নীল জলরাশির প্রাধান্য। মঙ্গলবার (৬ ডিসেম্বর) লেস্টার স্কয়ারে নীল কার্পেটে হাজির হন সিনেমাটির পরিচালক জেমস ক্যামেরন, অভিনেত্রী কেট উইন্সলেট, জোয়ি স্যালডানা, সিগোর্নি উইভার, অভিনেতা স্যাম ওয়ার্থিংটন। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের কিছু ছবি দেখে নিন।

জেমস ক্যামেরনের পরিচালনায় ‘টাইটানিক’ সিনেমায় অভিনয় করে দুনিয়াজোড়া খ্যাতি পান কেট উইন্সলেট। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর মাধ্যমে ২৫ বছর পর আবার তারা একসঙ্গে কাজ করলেন। তাকে দেখা যাবে না’ভি মেয়ে রোনাল চরিত্রে।

নেইতিরি চরিত্রে আবার অভিনয় করেছেন ৪৪ বছর বয়সী আমেরিকান তারকা জোয়ি স্যালডানা।

জ্যাক চরিত্রে আবার অভিনয় করেছেন ৪৬ বছর বয়সী ব্রিটিশ-অস্ট্রেলিয়ান তারকা স্যাম ওয়ার্থিংটন। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে স্ত্রী লরাকে নিয়ে অংশ নেন তিনি।

পরিচালক জেমস ক্যামেরন ও তার স্ত্রী সুজি আমিস। ‘অ্যাভাটার’-এর আরো তিনটি সিক্যুয়েল তৈরির পরিকল্পনা চূড়ান্ত করেছেন ৬৮ বছর বয়সী এই কানাডিয়ান নির্মাতা।

প্রিমিয়ারে সিগোর্নি উইভার উল্লেখ করেন, পরিবেশবান্ধব আবহে এবারের সিনেমার মূলভাবে রয়েছে পরিবার। ফলে যেকোনো দেশের দর্শক নিজেদের সম্পৃক্ত করতে পারবে। তার কথায়, কলাকুশলীরা সবাই একটি পরিবার হয়ে কাজ করেছেন।

নতুন চরিত্র কিশোরী না’ভি সিরেইয়ার ভূমিকায় অভিনয় করেছেন ১৯ বছর বয়সী আমেরিকান তারকা বেইলি বাস।

নীল কার্পেটে হাজির হয়েছিলেন আমেরিকান ব্যান্ড ব্ল্যাক আইড পিসের গায়ক উইল.আই.অ্যাম।

‘স্টার ওয়ারস’ তারকা জন বয়েগা এসেছিলেন নীল কার্পেটে।

ওয়ার্ল্ড প্রিমিয়ার শুরুর আগে আলোকচিত্রীদের সামনে ব্রিটিশ মডেল জোর্ডান ডান।

গত ৪ ডিসেম্বর লন্ডনে ফটোকলে অংশ নেন কেট উইন্সলেট, সিগোর্নি উইভার, জেমস ক্যামেরন, জোয়ি স্যালডানা ও স্যাম ওয়ার্থিংটন

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘অ্যাভাটার’-এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পাবে আগামী ১৬ ডিসেম্বর। এর মধ্য দিয়ে ১৩ বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত কল্পবিজ্ঞানধর্মী সিনেমা ‘অ্যাভাটার’-এর প্রেক্ষাপট ছিলো প্যান্ডোরার মনোরম জাদুময় ভুবন, যেখানে না’ভি সম্প্রদায়ের অস্তিত্ব হুমকির মুখে পড়ে। ‘অ্যাভাটার’ যেখানে শেষ হয়েছিলো, সেখান থেকে দশ বছর পর নতুন সিনেমার গল্প শুরু হবে।

পৃথিবীর মতো বাসযোগ্য প্যান্ডোরা গ্রহের সমুদ্র তলদেশ এবারের সিনেমায় প্রাধান্য পেয়েছে। প্যান্ডোরায় জ্যাক সালি, নেইতিরি ও তাদের সন্তানদের সংকট দেখা যাবে। নিয়তিকে মেনে নিয়ে তারা একে অপরের সুরক্ষা ও বেঁচে থাকার জন্য সংগ্রাম করে।

কেট উইন্সলেট অভিনীত রোনাল চরিত্রটি।

পরিচালক জেমস ক্যামেরনের দাবি, নিজের স্বপ্নে অনুপ্রাণিত হয়ে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার স্বপ্নিল ভুবন গড়ে তুলেছেন তিনি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ