Connect with us

গান বাজনা

আজ প্রীতম-শাহতাজের বিয়ে

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

শাহতাজ মনিরা হাশেম ও প্রীতম হাসান

শাহতাজ মনিরা হাশেম ও প্রীতম হাসান (ছবি: ফেসবুক)

সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শাহতাজ মনিরা হাশেম বিয়ের বন্ধনে জড়াতে চলেছেন। আজ (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেলে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

শাহতাজ মনিরা হাশেম ও প্রীতম হাসান

প্রীতম হাসান, শাহতাজ মনিরা হাশেম ও সুনেরাহ বিনতে কামাল (ছবি: ফেসবুক)

গতকাল একই ভেন্যুতে তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। এখানে ছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রীতম-শাহতাজের মেহেদি রাঙা হাতের ছবি শেয়ার করেছেন।

সুনেরাহ বিনতে কামাল ও শাহতাজ মনিরা হাশেম

সুনেরাহ বিনতে কামাল ও শাহতাজ মনিরা হাশেম (ছবি: ফেসবুক)

ছবিগুলোতে বোঝা যাচ্ছে, শাহতাজকে মেহেদি এঁকে দিচ্ছেন সুনেরাহ। একটি ছবিতে শাহতাজের হাতে প্রীতমের নাম দেখা গেছে।

শাহতাজ মনিরা হাশেম

শাহতাজ মনিরা হাশেম (ছবি: ফেসবুক)

জানা গেছে, বিয়েতে থাকবেন শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। এর মধ্য দিয়ে প্রীতম ও শাহতাজের প্রেমের সফল সমাপ্তি ঘটবে।

পাঁচ বছর আগে প্রীতমের সুর-সংগীত ও গায়কীতে সাজানো ‘জাদুকর’ গানের ভিডিওতে তার সঙ্গে মডেল হন শাহতাজ। সেই থেকে তাদের একে অপরের প্রতি ভালোলাগা, অতঃপর ধীরে ধীরে গড়ে ওঠে প্রেম।

প্রীতম হাসান

প্রীতম হাসান (ছবি: ফেসবুক)

প্রীতম হাসান হলেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে। তার বড় ভাই প্রতীক হাসান পেশাদর গায়ক।

শাহতাজ মনিরা হাশেম

শাহতাজ মনিরা হাশেম (ছবি: ফেসবুক)

শাহতাজ মনিরা হাশেম মডেল হিসেবে শোবিজে পা রাখেন। এরপর বেশ কয়েকটি টেলিফিল্ম ও টিভি নাটকে অভিনয় করেছেন এবং মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এছাড়া তার নিজের গাওয়া গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে ‘উড়ে যায়’ ও ‘ছিলে তুমি ভুল’।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ