ঢালিউড
যেখানে চলছে ‘কথা দিলাম’ ও ‘মন দিয়েছি তারে’
ঢালিউডের নতুন দুই সিনেমা মুক্তি পেলো আজ (১০ ফেব্রুয়ারি)। এগুলো হলো রকিবুল আলম রাকিব পরিচালিত ‘কথা দিলাম’ এবং মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘মন দিয়েছি তারে’।
কথা দিলাম
‘কথা দিলাম’ সিনেমায় জুটি বেঁধেছেন সাবরিনা সুলতানা কেয়া ও জামশেদ শামীম। ঢাকাসহ সারাদেশের ১৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি। এগুলো হলো ঢাকার আনন্দ, চিত্রামহল, বিজিবি অডিটোরিয়াম, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের নিউ মেট্রো, দিনাজপুরের মডার্ন, সৈয়দপুরের তামান্না সিনেমা, নাগরপুরের রাজিয়া, মধুপুরের মাধবী, চালাকচরের রুনা সিনেমা, শ্রীনগরের স্বপ্নপুরী, শান্তাহারের পূর্বাশা, গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্স।
গ্রামীণ পটভূমিতে সিনেমাটির সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাসসহ অনেকে। সিনেমাটিতে থাকা পাঁচটি গানই লিখেছেন প্রযোজক জসিম উদ্দিন আকাশ। এগুলো গেয়েছেন এস আই টুটুল, সালমা, হৈমন্তী রক্ষিত, আকাশ সেন ও এস কে শানু।
মন দিয়েছি তারে
‘মন দিয়েছি তারে’ সিনেমায় জুটি বেঁধেছেন আসিফ ইমরোজ ও অমৃতা খান। সামি বাণীচিত্রের পরিবেশনায় এটি দেশের ১৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এগুলো হলো ঢাকার গীত, আজাদ এবং নিউ গুলশান, নারায়ণগঞ্জের গুলশান, কাঁচপুরের চাঁদমহল, চট্টগ্রামের সুগন্ধা এবং সিনেমা প্যালেস, সিলেটের নন্দিতা, ময়মনসিংহের ছায়াবাণী, বগুড়ার মধুবন, খুলনার শঙ্খ, শেরপুরের সত্যবতী, হবিগঞ্জের মোহন, শ্রীপুরের চন্দ্রিমা, মাধবদীর মমতা।
চিত্রনায়িকা অমৃতা খান বলেন, ‘সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা ছিলো রোমাঞ্চকর। আমি এর সাফল্যের ব্যাপারে দারুণ আশাবাদী।’
চিত্রনায়ক আসিফ ইমরোজ বলেন, ‘সিনেমাটি রোমান্টিক ধাঁচের হলেও এতে সমাজের নেতিবাচক মানুষদের জন্য বক্তব্য রয়েছে।’
পরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর আশা, দর্শকরা পারিবারিক গল্পটি উপভোগ করবেন। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সুজাতা, সাদেক বাচ্চু, সাগর, কাঁকন সাহা।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস