বলিউড
‘আদিপুরুষ’ দেখাতে ১০ হাজার করে টিকিট কিনে বিলিয়ে দেবেন রণবীর-রাম চরণ
‘বাহুবলী’ তারকা প্রভাস ও বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের বহুল প্রত্যাশিত ‘আদিপুরুষ’-এর প্রতি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অভূতপূর্ব সহযোগিতা দেখা যাচ্ছে। অভিনেতা-প্রযোজকরা এর অনেক টিকিট কিনবেন। বলিউড অভিনেতা রণবীর কাপুর ও প্রযোজক অভিষেক আগারওয়ালের পথ ধরে ‘আরআরআর’ তারকা রাম চরণ ‘আদিপুরুষ’ সিনেমার ১০ হাজারের বেশি টিকিট সুবিধাবঞ্চিত শিশু ও ভক্তদের মধ্যে বিতরণের পরিকল্পনা করেছেন।
‘দ্য কাশ্মির ফাইলস’-এর প্রযোজক অভিষেক আগারওয়াল সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়েছেন, হিন্দু দেবতা রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘আদিপুরুষ’-এর ১০ হাজারের বেশি টিকিট ভারতের তেলেঙ্গানা রাজ্যের সরকারি স্কুল, অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে বিনামূল্যে বিতরণ করবেন তিনি। বিভিন্ন শ্রেণির মানুষ যেন রামের মহিমা ও তাৎপর্য জানতে পারে সেজন্য এই মহতী উদ্যোগ তার। তিনি মনে করেন, রামের প্রতিটি অধ্যায় মানবজাতির জন্য শিক্ষণীয়। তার ব্যাপারে নতুন প্রজন্মের জানা প্রয়োজন।
এরপর রণবীর কাপুর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সিনেমাটির ১০ হাজার টিকিট বুকিং দিয়েছেন বলে জানা গেছে। কারণ টিকিট কেটে সিনেমা হলে যাওয়ার সামর্থ্য নেই তাদের।
সিনেমাটির মুক্তি উপলক্ষে নিজেদের উৎসাহ-উদ্দীপনা দেখানোর পাশাপাশি মহতী কাজে অবদান রাখছেন তারকারা। তাদের মহতী মনোভাব সাধারণ মানুষের মন ছুঁয়েছে। তারা হাজার হাজার টিকিট কিনে বিতরণের পদক্ষেপ নেওয়ায় সিনেমাটি বড় পর্দায় দেখতে দর্শকদের মধ্যে আগ্রহ বেড়েছে। বিশেষ করে রণবীর কাপুর ও রাম চরণের মতো হেভিওয়েট তারকাদের কাছ থেকে বিপুল সমর্থন পাওয়ায় মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা ও উন্মাদনা অনেক বেড়েছে।
আগামী ১৬ জুন হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘আদিপুরুষ’। এছাড়া মালায়লাম, কান্নাডা ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে এটি।
আশা করা হচ্ছে, মুক্তির প্রথম দিনেই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের আয় মিলিয়ে ১০০ কোটি রুপির ঘর অতিক্রম করে ফেলবে ‘আদিপুরুষ’। সম্প্রতি এর দ্বিতীয় ট্রেলার ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। বাণিজ্য বিশ্লেষকদের দৃষ্টিতে, হাজার কোটি রুপির মাইলফলক অতিক্রম করার সব সম্ভাবনা রয়েছে এর। তারা মনে করছেন, এটি দুর্দান্ত ব্লকবাস্টার স্বীকৃতি পেয়ে যেতে পারে। কারণ বলা হচ্ছে, এমন বড় ক্যানভাসের সিনেমা জীবনে একবারই দেখা যায়!
ওম রাউত পরিচালিত ও টি-সিরিজ প্রযোজিত বহুল প্রত্যাশিত ‘আদিপুরুষ’ সিনেমায় পৌরাণিক গল্প রামায়ণের মহাকাব্য জীবন্ত হয়ে ধরা দেবে। ট্রেলারে মনোমুগ্ধকর দৃশ্য ও তারকা উপস্থিতির সুবাদে ইতোমধ্যে এটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে। রাম ও রাবণের মহাকাব্যিক লড়াই দেখা যাবে এতে। সিনেমায় রাঘব চরিত্রে প্রভাস এবং জানাকি চরিত্রে থাকছেন কৃতি। এছাড়া অভিনয় করেছেন সাইফ আলি খান, সানি সিং, বাটসাল শেঠ, দেবদত্ত নাগে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস