Connect with us

বলিউড

আমিরের মেয়ের বাগদান

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ইরা খান

ইরা খান ও নূপুর শিখারে (ছবি: ইনস্টাগ্রাম)

বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খানের বাগদান হলো। মুম্বাইতে জাঁকজমক অনুষ্ঠানে শুক্রবার (১৮ নভেম্বর) তার অনামিকায় আংটি পরিয়ে দিয়েছেন দীর্ঘদিনের প্রেমিক ফিটনেস ট্রেনার নূপুর শিখারে।

বাগদানে লাল রঙা কাঁধখোলা গাউনে সেজেছিলেন ইরা। শিখারে পরেন টাক্সেডো।

অনুষ্ঠানে ছিলেন আমির খান, তার মা জিনাত হুসেন, ইরার মা রীনা দত্ত, আমিরের আরেক প্রাক্তন স্ত্রী কিরণ রাও, আমিরের ভাগ্নে ইমরান খান, পরিচালক আশুতোষ গোয়াড়িকর এবং দুই পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধুরা।

আমির খান

ইরা খান, নূপুর শিখারে, আমির খান ও কিরণ রাও (ছবি: ইনস্টাগ্রাম)

গত সেপ্টেম্বরে ইতালিতে ইরাকে বিয়ের প্রস্তাব দেন নূপুর শিখারে। আমিরের মেয়ে তাতে সায় দিয়েছেন। কয়েক বছর ধরে তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় ইরা জানিয়েছিলেন, দুশ্চিন্তা থেকে উতরে উঠতে প্রেমিকের সহায়তা পেয়েছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ