Connect with us

বলিউড

আমেরিকায় শুটিংয়ে চোট, শাহরুখের নাকে অস্ত্রোপচার

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শাহরুখ খান (ছবি: টুইটার)

বলিউড সুপারস্টার শাহরুখ খান আমেরিকায় শুটিং করার সময় চোট পেয়েছেন। এ কারণে তার নাকে অস্ত্রোপচার করানো হয়েছে। তিনি ভারতে ফিরে এসেছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

ভারতীয় বিনোদন সংবাদমাধ্যম ইটাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, লস অ্যাঞ্জেলেসে শুটিং করার সময় নাকে আঘাত পান শাহরুখ। নাকে রক্তক্ষরণ শুরু হওয়ায় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনি কীসের শুটিং করছিলেন সেই তথ্য জানা যায়নি।

শাহরুখ খান (ছবি: টুইটার)

চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার কিছু নেই। শাহরুখের নাকে রক্তপাত বন্ধের জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে। সফল অস্ত্রোপচারের পর তার নাকে একটি ব্যান্ডেজ দেখা গেছে।

শাহরুখ খান

‘জাওয়ান’ সিনেমার ফার্স্ট লুক টিজারে শাহরুখ খান (ছবি: টুইটার)

এদিকে শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। ঠিক দুই মাস আগে আগামী ৭ জুলাই এর টিজার অবমুক্ত হবে। ইতোমধ্যে সিনেমাটির গানের স্বত্ব বিক্রি হয়েছে ৩৬ কোটি রুপিতে। সাধারণত বড় বাজেটের সিনেমার গানের স্বত্ব পেতে ২০-২৫ কোটি রুপি পর্যন্ত উঠতে হয়।

শাহরুখ খানের সঙ্গে নয়নতারা

শাহরুখ খানের সঙ্গে নয়নতারা (ছবি: টুইটার)

দক্ষিণী সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমায় আরো অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, আকাঙ্ক্ষা সিং।

রাজকুমার হিরানি ও শাহরুখ খান

‘ডাংকি’ সিনেমার নাম ঘোষণার ভিডিওতে রাজকুমার হিরানি ও শাহরুখ খান (ছবি: টুইটার)

শাহরুখের হাতে এখন আরো দুটি সিনেমা আছে। এরমধ্যে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

সুহানা খান ও শাহরুখ খান (ছবি: ইনস্টাগ্রাম)

অন্যদিকে সুজয় ঘোষের পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবার বড় পর্দার জন্য অভিনয় করবেন শাহরুখ। তার প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স যৌথভাবে এটি প্রযোজনা করবে। নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে সুহানার।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ