বলিউড
আমেরিকায় শুটিংয়ে চোট, শাহরুখের নাকে অস্ত্রোপচার
বলিউড সুপারস্টার শাহরুখ খান আমেরিকায় শুটিং করার সময় চোট পেয়েছেন। এ কারণে তার নাকে অস্ত্রোপচার করানো হয়েছে। তিনি ভারতে ফিরে এসেছেন এবং সুস্থ হয়ে উঠছেন।
ভারতীয় বিনোদন সংবাদমাধ্যম ইটাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, লস অ্যাঞ্জেলেসে শুটিং করার সময় নাকে আঘাত পান শাহরুখ। নাকে রক্তক্ষরণ শুরু হওয়ায় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনি কীসের শুটিং করছিলেন সেই তথ্য জানা যায়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার কিছু নেই। শাহরুখের নাকে রক্তপাত বন্ধের জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে। সফল অস্ত্রোপচারের পর তার নাকে একটি ব্যান্ডেজ দেখা গেছে।
এদিকে শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর। ঠিক দুই মাস আগে আগামী ৭ জুলাই এর টিজার অবমুক্ত হবে। ইতোমধ্যে সিনেমাটির গানের স্বত্ব বিক্রি হয়েছে ৩৬ কোটি রুপিতে। সাধারণত বড় বাজেটের সিনেমার গানের স্বত্ব পেতে ২০-২৫ কোটি রুপি পর্যন্ত উঠতে হয়।
দক্ষিণী সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের ‘জওয়ান’ সিনেমায় আরো অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, আকাঙ্ক্ষা সিং।
শাহরুখের হাতে এখন আরো দুটি সিনেমা আছে। এরমধ্যে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।
অন্যদিকে সুজয় ঘোষের পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমায় মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথমবার বড় পর্দার জন্য অভিনয় করবেন শাহরুখ। তার প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স যৌথভাবে এটি প্রযোজনা করবে। নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে সুহানার।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা12 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস