নাটক
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ

(বাঁ থেকে) তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী ও তানজিন তিশা (ছবি: সিনেমাওয়ালানিউজ)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফুরফুরে মেজাজে আছেন জনপ্রিয় তিন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা ও তাসনিয়া ফারিণ। রৌদ্রজ্জ্বল দিনে কিংবা তারাভরা রাতে বাহারি পোশাকে ঘুরে বেড়িয়েছেন তারা।

নিউইয়র্কে তাসনিয়া ফারিণ ও তানজিন তিশা (ছবি: সিনেমাওয়ালানিউজ)
তিন তারকা কখনো কেনাকাটা করছেন। কখনোবা কফিতে চুমুক দিচ্ছেন। এসবের ফাঁকে হাসিমুখে ছবি তুলছেন।

তানজিন তিশা ও মেহজাবীন চৌধুরী (ছবি: সিনেমাওয়ালানিউজ)
লং আইল্যান্ডে অবস্থিত নিউইয়র্ক সিটির কুইন্স শহরের হোয়াইটস্টোনে কেনাকাটা করেছেন তিন অভিনেত্রী। একই শহরে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিয়েছেন তারা।

(বাঁ থেকে) তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী ও তানজিন তিশা (ছবি: সিনেমাওয়ালানিউজ)
তিনজনই উঠেছেন এক্সটেন্ডেড স্টে আমেরিকা হোটেলে। রোজ সকালে নাশতা সেরে সবাই মিলে বেরিয়ে পড়েন ঘুরে বেড়াতে।

(বাঁ থেকে) তাসনিয়া ফারিণ, মেহজাবীন চৌধুরী ও তানজিন তিশা (ছবি: সিনেমাওয়ালানিউজ)
ঘুরে বেড়ানোর ফাঁকে ফাঁকে শপিং মলে ঢুঁ দিচ্ছেন অভিনেত্রীরা। কোনোদিন নিজের জন্য কিছু কিনছেন। কোনোদিন হয়তো পরিবার ও স্বজনদের জন্য কিনে সময় কাটছে তাদের।

মেহজাবীন চৌধুরী (ছবি: ফেসবুক)
মেহজাবীন, তানজিন তিশা ও তাসনিয়া ফারিণ প্রথম সারির অভিনয়শিল্পী। নাটক নির্মাতাদের কাছে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন অভিনেত্রীদের মধ্যে তারা অন্যতম। তাই বছরের বেশিরভাগ সময় শুটিং করে কাটাতে হয় তিনজনকেই।

তানজিন তিশা (ছবি: ফেসবুক)
আপাতত লাইট-ক্যামেরা-অ্যাকশনের ছোটাছুটি থেকে ফুরসত পেয়ে ভালোই লাগছে তিন তারকার।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)
আমেরিকা সফরটা তাদের কাছে এক ঢিলে দুই পাখি মারার মতো! পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও অংশ নেওয়া হলো, মনটাও চাঙা হয়ে উঠলো!

তাসনিয়া ফারিণের সেলফিতে মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, আদনান আল রাজীব ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ (ছবি: ফেসবুক)
মেহজাবীন, তানজিন তিশা ও তাসনিয়া ফারিণের পাশাপাশি এখন নিউইয়র্কে আছেন আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও আদনান আল রাজীবের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন তিন অভিনেত্রী।

(বাঁ থেকে) মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা ও তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)
কুইন্স শহরে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় শো টাইম মিউজিক আয়োজিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের ২০তম আসর।

তাসনিয়া ফারিণ (ছবি: ফেসবুক)
আমেরিকায় আরও কয়েকদিন বেড়াবেন বাংলাদেশের তারকারা। আগামী ১ নভেম্বর দেশে ফেরার ফ্লাইট ধরবেন তারা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস
-
ওটিটি2 years ago
সঞ্জয়লীলা বানসালির প্রথম ওয়েব সিরিজে যৌনকর্মী চরিত্রে ছয় নায়িকা