ওটিটি
আরিয়ানের ‘পুনর্মিলনে’, প্রথমবার সিয়াম-ফারিণ জুটি
প্রথমবার জুটি বাঁধলেন অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘পুনর্মিলনে’ নামের একটি ওয়েব ফিল্মে দেখা যাবে তাদের রসায়ন। কাজিনদের সম্পর্কের নানান মাত্রা, হাসি-আনন্দ, অভিমান, টানাপোড়েন, সংশয় ও দ্বন্দ্বের গল্প নিয়ে সাজানো হয়েছে এটি। চরকিতে আগামী ২১ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘পুনর্মিলনে’।
তাসনিয়া ফারিণের সঙ্গে প্রথমবার অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন, ‘ফারিণ দারুণ একজন অভিনেত্রী। তার সঙ্গে পর্দা ভাগাভাগি করে আমি যারপরনাই আনন্দিত। সুন্দর একটি গল্প বলার জন্য আমরা একত্র হয়েছি। দর্শকেরা এই ফিল্ম দেখলে, বিশেষ করে যারা যৌথ পরিবারে বেড়ে উঠেছেন কিংবা বন্ধু হারিয়েছেন তারা কাঁদবেন। তারা নিজেদের ভালোবাসার এক পুনর্মিলনে আবিষ্কার করবেন।’
‘পুনর্মিলনে’ নিয়ে বেশ রোমাঞ্চিত সিয়াম। তিনি বলেন, ‘এতে বন্ধুত্ব, ভালোবাসা ও ফিরে আসার গল্প রয়েছে। আমাদের দেশে ভালো লাগার অনুভূতি দেবে এমন কাজ খুব কম হয়। এদিক দিয়ে মিজানুর রহমান আরিয়ান একজন অসাধারণ গল্পকথক। তার সঙ্গে এর আগে অল্প কয়েকটি নাটক-টেলিফিল্মে কাজ করেছি। দর্শকেরা এখনো আমাদের প্রতিটি কাজের কথা মনে রেখেছেন, এজন্য অবাক লাগে।’
নতুন কাজ নিয়ে ফারিণ বলেন, ‘ওয়েব ফিল্মটির গল্প পড়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি আমাকে। নিজেকে এর অংশই মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গে এবারই প্রথম কাজ করা হলো। তিনি পর্যবেক্ষক একজন মানুষ। আশা করছি, দর্শকেরা ভালো একটি কাজ পেতে যাচ্ছেন।’
মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে বেশকিছু কাজ করেছেন ফারিণ। তার কথায়, ‘আরিয়ান ভাই নিখুঁত একজন পরিচালক। মনের মতো না হওয়া পর্যন্ত কোনো বিষয়ে ছাড় দেন না তিনি। তার সঙ্গে কাজ করলে প্রতিবারই ভালো অভিজ্ঞতা হয়, নতুন কিছু শেখা যায়।’
চরকির জন্য মিজানুর রহমান আরিয়ান এর আগে দুটি ফিল্ম নির্মাণ করেছেন। এগুলো হলো ‘নেটওয়ার্কের বাইরে’ (২০২১) এবং ‘ঊনিশ২০’ (২০২৩)। এবার তিনি বানিয়েছেন ‘পুনর্মিলনে’। তার ভাষ্য, ‘সমবয়সীরা একসঙ্গে ভ্রমণে গেলে বন্ধুত্ব হয়, আবার কর্মস্থল আর বিশ্ববিদ্যালয়েও বন্ধুত্ব হতে পারে। আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি প্রায়ই। তবে কাজিনদের মধ্যকার বন্ধু্ত্বের গল্প একটা সচরাচর দেখানো হয় না। আমার এবারের গল্প কাজিনদের বন্ধুত্ব। আমার বিশ্বাস, এই ফিল্ম সবাইকে নস্টালজিক অনুভূতি দেবে।’
১ ঘণ্টা ৪৩ মিনিটের ‘পুনর্মিলনে’তে আরো অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্য প্রমুখ।
ক্যামেরার নেপথ্যে কাজ করেছেন চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, আবহ সংগীত পরিচালক জাহিদ নিরব, সম্পাদক ময়ূখ বারী, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, শিল্প নির্দেশক কনক টিটু, কস্টিউম ডিজাইনার অরুন্ধুতী শ্রেয়া ও রূপসজ্জাকর খাইরুল ইসলাম।
কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করে খবরের শিরোনাম হন তাসনিয়া ফারিণ। তিনি এখন দেশের বাইরে বেড়ানোর মেজাজে আছেন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে উপভোগ্য সময় কেটেছে তার। সিডনিতে কনসার্ট উপভোগ করেছেন তিনি। অবার্ন বোটানিক গার্ডেনের প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে তাকে। অস্টাদশ শতকের কুইন ভিক্টোরিয়া ভবন দেখার অভিজ্ঞতাও হয়েছে তার।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা11 months ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড1 year ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস