Connect with us

টেলিভিশন

আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থনে মাঠে নামছেন নির্মাতা-অভিনেতারা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

নির্মাতা

ছোটপর্দার অভিনেতা-নির্মাতারা (ছবি: ফেসবুক)

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় শামিল হচ্ছেন ছোটপর্দার পরিচালক, প্রযোজক ও শিল্পীরা। আর্জেন্টিনা ও ব্রাজিলকে সমর্থন জানিয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন তারা। আগামীকাল (২১ নভেম্বর) রাত ৯টায় ঢাকার বাড্ডায় ফোর্টিস ক্লাব হাউস মাঠে অনুষ্ঠিত হবে এই খেলা।

ম্যাচে আরও অংশ নেবেন অভিনেতা মিশু সাব্বির, নিলয় আলমগীর, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান, তামিম মৃধা, আরশ খান, যাহের আলভী, সৌমিক, জ্যাকি, সিয়াম নাসির, পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল, শহীদ উন নবী, মাইদুল রাকিব, মোহন আহমেদ, তপু খান, মেহেদী হাসান হৃদয়, সাইফ চন্দন, প্রবীর রয় চৌধুরী, শেহজাদ ওমর, পিকলু চৌধুরী, জীবন আহমেদসহ অনেকে।

মাঠে না নামলেও উৎসাহ দিতে হাজির হবেন নির্মাতা কাজল আরেফিন অমি, মিজানুর রহমান আরিয়ান, মাবরুর রশিদ বান্নাহ ও সঞ্জয় সমদ্দার।

নির্মাতা

প্রযোজক হারিস মোহাম্মদ (ছবি: ফেসবুক)

ব্যতিক্রম এই উদ্যোগ নিয়েছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, শাহীন কবির টুটুল ও প্রযোজক হারিস মোহাম্মদ। তাদের মধ্যে আর্জেন্টিনার জার্সি পরে নামবেন নির্মাতা রাজ। তিনি বলেন, ‘সিনিয়র-জুনিয়র অনেকেই মাঠে থাকবেন। নাটক সংশ্লিষ্টদের মধ্যে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা আনন্দ ভাগাভাগি করতে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা।’

আরেক আয়োজক শাহীন কবির টুটুল ব্রাজিলের পক্ষে খেলবেন। তিনি উল্লেখ করেন, ‘নিজেদের সম্প্রীতির জায়গা থেকে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আমাদের পুনর্মিলন হবে আশা করছি।’

পড়া চালিয়ে যান
মন্তব্য করতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ